PM Scholarship – ছাত্র ছাত্রীদের 5500 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গের পড়ুয়ারা আবেদন করবেন কীভাবে?

PM Scholarship 2023

কেন্দ্রীয় সরকারের সামরিক দপ্তরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের স্কলারশিপ (PM Scholarship) দেওয়া হবে। এর কারণ অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়ে রয়েছে যারা জ্ঞানী হওয়া সত্বেও ভালো ভাবে বেশি দূর পড়তে পারেনা। কিন্তু এইসব ছাত্রছাত্রীদের জন্য কিছু আর্থিক সহায়তা দিলেই এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে ভবিষ্যতে। তাই এইসব শিক্ষার্থীদের জন্যই এই স্কলারশিপের আয়োজন।

Advertisement

সরকার পিএম স্কলারশিপ (PM Scholarship) স্কিমের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে। এই বৃত্তির জন্য প্রতি বছর মোট ৫৫০০ জন শিক্ষার্থী (২৭৫০ পুরুষ ও ২৭৫০ মহিলা) নির্বাচন করা হয়। এর মধ্যে ২৭৫০ জন পুরুষ ও ২৭৫০ জন মহিলা রয়েছে। এমনকি ছেলে ও মেয়েদের ক্ষেত্রে স্কলারশিপের টাকার পরিমাণও ভিন্ন। এই বৃত্তির জন্য নির্বাচিত মহিলা শিক্ষার্থীরা পাবে ৩০০০ টাকা এবং পুরুষ শিক্ষার্থীরা প্রতি মাসে ২৫০০ টাকা পাবে।

Advertisement

চলতি মাসে টানা 6 দিন বন্ধ থাকবে ব্যাংক, আজই সারুন সব কাজ, নইলে পস্তাবেন।

কারা এই আবেদনের যোগ্যঃ
এই স্কলারশিপের (PM Scholarship) টাকা এই বৃত্তি নির্দিষ্ট কিছু ছাত্রদের জন্যই নির্বাচিত। যে কেউ আবেদন করলেই এই স্কলারশিপ পাবেনা। এই স্কলারশিপের আবেদন করার জন্য অবশ্যই দ্বাদশ শ্রেণী বা ডিপ্লোমা বা স্নাতক পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। একই ভাবে শুধুমাত্র প্রফেশনাল কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদনের যোগ্য।

এছাড়াও আবেদনকারীদের অবশ্যই AICTE বা UGC দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান বা কলেজের ছাত্র হতে হবে। তবে, শুধুমাত্র প্রাক্তন সেনা বা উপকূলরক্ষী কর্মী বা মৃত ব্যক্তির সন্তান এবং বিধবারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য নয়।

কিভাবে আবেদন করবেনঃ
এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য আবেদনকারীকে সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://ksb.gov.in/ চেক করতে হবে এবং নিবন্ধন করতে হবে এবং ফটো আপলোড করতে হবে, প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে।
যে ডকুমেন্ট গুলো লাগবে সেগুলো হলোঃ
পাসপোর্ট মাপের ছবি, আবেদনকারীর আধার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, দ্বাদশ বা ডিপ্লোমা বা প্রি-গ্র্যাজুয়েশন মার্কশিট, আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বোনাফাইড সার্টিফিকেট, প্রাক্তন কোস্ট গার্ডের ব্যক্তিগত শংসাপত্র, প্রথম পৃষ্ঠার ব্যাঙ্ক পাসবুক, পার্ট-২ অর্ডার/পিওআর, পিপিও, বা ইএসএম আইডেন্টিফিকেশন কার্ড।

উপরিউক্ত ভাবে আবেদন করলেই আর আপনি যদি এই আবেদনের জন্য যোগ্য হয়ে থাকেন তবেই এই স্কলারশিপ পাওয়ার জন্য গ্রাহ্য হবেন।
Written by Shampa Debnath.

পশ্চিমবঙ্গের SSC এবং TET সমস্ত মামলা থেকে হাত তুলে নিল সুপ্রিম কোর্ট। এবার কি হবে হবু শিক্ষকদের?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button