JMS Trust Scholarship এ নাম লেখাবেন কীভাবে জানুন, বিস্তারিত।
পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ (JMS Trust Scholarship) এর ব্যবস্থা করা হয়েছে। একদিকে যেমন সরকারের তরফে বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়া হয়। ঠিক তেমনি বিভিন্ন বেসরকারি সংস্থা এবং সমাজসেবী সংগঠনও পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা করে থাকে। এবার এরকমই একটি স্কলারশিপের বিষয়ে এখানে জানানো হবে। যে স্কলারশিপে প্রত্যেক পড়ুয়াকে ১২ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। এই স্কলারশিপটি দিচ্ছে একটি চ্যারিটি ট্রাস্ট।
স্কলারশিপটি দিচ্ছে, JM Sethia Charitable Trust.
এবারে স্কলারশিপে (JMS Trust Scholarship) কিভাবে আবেদন করবেন, কত টাকা বৃত্তি পাবেন, কি যোগ্যতা লাগবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হল।
১. স্কলারশিপ এর নাম- JM Sethia Merit Scholarship
২. কত টাকার স্কলারশিপ দেওয়া হবে:
ক্লাস অনুযায়ী স্কলারশিপের পরিমাণ নির্ধারিত হবে।
নবম এবং দশম শ্রেণীতে প্রতিমাসে ৪০০ টাকা দেওয়া হবে।
একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে প্রতি মাসে 500 টাকা দেওয়া হবে।
BA, BSc এবং BCom স্তরে প্রতি মাসে ৬০০ টাকা পড়ুয়ারা পাবে।
MA, MSc অর্থাৎ স্নাতকোত্তর স্তরে প্রতিমাসে ৭০০ টাকা করে পড়ুয়ারা পাবেন।
ঘরে বসে হাতের মোবাইল দিয়ে হাজার হাজার টাকা রোজগারের সহজ উপায়।
বিভিন্ন ধরনের পেশাদারী কোর্স যেমন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আইন সেই ক্ষেত্রে প্রতিমাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে।
৩. কিভাবে আবেদন করবেন:
অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে।
jmtrust.com/enrolment এই ওয়েবপেজে গিয়ে স্কলারশিপের জন্য (JMS Trust Scholarship) আবেদন পত্র পূরণ করতে পারেন। নিজের নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, জন্ম তারিখ, ঠিকানা, পরীক্ষার বিস্তারিত রেজাল্ট দিয়ে তথ্য পূরণ করতে হবে।
দরকারি ডকুমেন্টসগুলো PDF Format-এ আপলোড করে ফরম জমা করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
এই আবেদন নিজের মোবাইল থেকে অনলাইনেই করতে পারবেন।
এছাড়া অফলাইনে আবেদন করতে হলে JM Sethia Charitable Trust- এর তরফে দেওয়া আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে এই ঠিকানায় জমা দিতে হবে:
JM Sethia Charitable Trust 133, Biplabi Rash Behari Basu Road,3rd Floor,Room No. 15, Kolkata–700001.
৪. স্কলারশিপে (JMS Trust Scholarship) আবেদনের যোগ্যতা:
নবম, দশম, একাদশ, দ্বাদশ, স্নাতক, স্নাতকোত্তর এবং পেশাদারী কোর্সের সমস্ত পড়ুয়াই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
তবে পড়ুয়াকে আগের ক্লাসে ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। স্নাতকোত্তরের ক্ষেত্রে ৬৫ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে এবং পেশাদার পড়ুয়াদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে হতে হবে।
৫. কি কি ডকুমেন্ট লাগবে:
আগের ক্লাসের মার্কশীট
ইনকাম সার্টিফিকেট
বিপিএল কার্ড কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
পাসপোর্ট সাইজ ছবি।
PWC Yearly Increment এর সাথে সরকারী কর্মীদের জোড়া উপহার, ডবল ডবল বেতন বাড়বে।