Ration Aadhar Link – রেশন নিয়ে বড় খবর, এই কাজ না করালে পড়তে হবে সমস্যায় আজি করে ফেলুন এই কাজ

Ration Aadhar Link: আধার কার্ড কিংবা রেশন কার্ড দুটি খুব গুরুত্বপুর্ণ নথি। বিভিন্ন সরকারি কাজ থেকে শুরু করে স্কুল, কলেজে ভর্তি সময়, চাকরির ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে আধার কার্ড গুরুত্বপুর্ণ ভূমিকা গ্রহণ করে। এছাড়া কেন্দ্রীয় সরকারের রেশনিং প্রকল্পের মাধ্যমে খাদ্য উপাদান বিনামূল্যে পাওয়ায় জন্য রেশন কার্ড বিশেষ ভূমিকা পালন করে। তবে এই দুটি বিশেষ নথি লিংক করানোর নির্দেশ দিয়েছে সরকার বেশ অনেক মাস আগেই।

Advertisement

How to Apply for Ration Aadhar Link

তবুও যারা এখনো করেননি তাদের জন্য আরেকবার জানিয়ে দেওয়া হচ্ছে খুব দ্রুত এই লিংকের কাজটি সম্পন্ন করুন। সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ নথি লিঙ্ক করাতে হবে। শুধু তাই নয়, রেশন কার্ড ও লিংক করাতে হবে। সরকার থেকে এই লিংক করানোর নির্দেশ দেওয়া হয় যাতে একই ব্যক্তির দুটো রেশন কার্ড থাকলে কিংবা ভুয়ো রেশন কার্ড থাকলে যাতে সে ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট কিংবা প্যান কার্ডের সাথে রেশন কার্ড লিংক করালে সেই জাল রেশন কার্ড ধরা পড়ে যায়।

Advertisement

তাই প্রত্যেক ব্যক্তিকে আঁধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট ও প্যান কার্ডের রেশন কার্ডের লিংক বা Ration Aadhar Link করাটা বাধ্যতামূলক করা হয়েছে। আপনারা অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে এই লিংক করানোর কাজটি করতে পারবেন। যারা এখনো পর্যন্ত এই বিষয়ে অবগত নয় তাদের জন্য আরেকবার এই প্রতিবেদনের মাধ্যমে লিংক করানোর বিষয়টি বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হলো।

অনলাইনে আধার কার্ড এবং রেশন কার্ড লিংক পদ্ধতি

১) প্রথমে রাজ্যের পিডিএস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) নিজের রেশন কার্ড ও আধার নম্বর দিতে হবে।
৩) এরপর নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।
৪) সাবমিট বাটনে ক্লিক করলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে কটি ওটিপি আসবে।
৫) এরপর নির্দিষ্ট জায়গায় ফোনে আসা ওটিপি বসাতে হবে। তাহলেই লিংক সম্পন্ন হবে।

অফলাইনে রেশন কার্ড ও আধার লিঙ্ক বা Ration Aadhar Link করার জন্য প্রথমে নিকটবর্তী পিডিএস সেন্টার অথবা স্থানীয় রেশন দোকানে যেতে হবে। তারপর রেশন কার্ডের জেরক্স এবং পরিবারের সকল সদস্যের আধার কার্ডের কপি নিয়ে যেতে হবে। এর সঙ্গে পরিবারের কর্তার পাসপোর্ট সাইজ ছবিও সঙ্গে নিতে হবে। তারপর আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না করা থাকলে ব্যাঙ্কের পাসবুকের কপিও সাবমিট করতে হবে।

পিডিএস শপে আধারের একটি কপির সঙ্গে সমস্ত নথি জমা করতে হবে। রেশন শপে উপস্থিত রিপ্রেজেন্টেটিভ প্রথম বারের আধার অথেন্টিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন দেওয়ার নির্দেশ দেবেন। নথিপত্র জমা করলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি এসএমএস নোটিফিকেশন যাবে। সফলভাবে দুই নথির লিঙ্ক হলে আরও একটি নোটিফিকেশন আসবে ফোনে।

প্রয়োজনীয় নথি

১) অরিজিনাল রেশন কার্ডের পাশাপাশি ফটোকপি।
২) পরিবারের সকল সদস্যের জন্য আধারের কপি।
৩) পরিবারের কর্তার আধারের ফটোকপি।
৪) পরিবারের কর্তার পাসপোর্ট সাইজ ছবি
৫)আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে ব্যাঙ্ক পাসবুকের কপি।

আরও পড়ুন, 1 সেপ্টেম্বর থেকে এই ৬টি জিনিসের নিয়মে পরিবর্তন ঘটবে। সরকারি কর্মীদের DA বৃদ্ধি হতে পারে

আপনি নিজের মোবাইল ফোনের মাধ্যমেই জানতে পারবেন আধার আর রেশন কার্ডের লিংক বা Ration Aadhar Link হয়েছে কিনা। তার জন্য সবার প্রথমে National Food Security Portal-এর My Ration Card Details পেজে যেতে হবে। তারপর রেশন কার্ডের নম্বর এবং ফোনের স্ক্রিনে ভেসে ওঠা ক্যাপচা কোড দিতে হবে। এরপর আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্কিং স্টেটাস জানার জন্য Get RC Details-এ ক্লিক করতে হবে।

তাহলে লিংক (Ration Aadhar Link) করা হয়েছে কিনা সেটা দেখতে পারবেন। আপনারা যারা এখনো পর্যন্ত রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাননি তারা অতি শীঘ্রই লিংক করিয়ে নিন। কারণ সরকারি নির্দেশ না মানলে পরবর্তী কোন সরকারি অফিসিয়াল কাজে এই সমস্ত নথি লিংক না করালে আপনারই সমস্যা হবে। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button