Cast Certificate – জানুন কীভাবে আবেদন করবেন?
অনেকেরই তফসিলী জাতি (SC), তফসিলী উপজাতি (ST), আদিবাসী এবং ওবিসি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েও শংসাপত্র (Cast Certificate) নেই। এইসব জনগোষ্ঠী সরকার কর্তৃক বেশ কিছু সুবিধা পেয়ে থাকে। ফলে শংসাপত্র না থাকার কারণে এইসব সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হয়ে যান। এখন তাহলে উপায় কী? এই প্রতিবেদনে আপনাদের শংসাপত্র পাওয়ার কয়েকটি ধাপ বলব।
তফসিলী জাতি ও তফসিলী উপজাতি ঐতিহাসিকভাবে সুবিধাবঞ্চিত মানুষের জনগোষ্ঠী। এই কারণে ভারতীয় সংবিধানে এই জনগোষ্ঠীকে বিশেষ বিভাগে মনোনীত করা হয়। ব্রিটিশ শাসনকালে এই জনগোষ্ঠী অনুন্নত শ্রেণী হিসেবে পরিচিত ছিল। এই জনগোষ্ঠীকে দলিত (Dalit) হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে।
বাংলা আবাস যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া শুরু, তালিকা দেখেছেন?
এই জনগোষ্ঠীর মানুষদের রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তর কর্তৃক শংসাপত্র (Cast Certificate) দেওয়া হয়ে থাকে। এই শংসাপত্রের মাধ্যমেই বিভিন্ন রকমের সুবিধা পেয়ে থাকেন এই জনগোষ্ঠীর মানুষেরা। যা তাঁদের পড়াশোনা থেকে শুরু করে প্রাত্যহিক জীবনে সাহায্য করে থাকে। এই শংসাপত্র পেতে তফসিলী জাতি, তফসিলী উপজাতি, আদিবাসী এবং ওবিসি জনগোষ্ঠীর মানুষদের 1A ফর্ম পূরণ করে জমা করতে হয়। এই ফর্ম আপনারা বর্তমানে পেয়ে যাবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে।
এখন এইসব ফর্মের পিছনে দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর থাকা আবশ্যিক করে দেওয়া হয়েছে। এই ফর্মের সাথে আপনাদের জমা দিতে হবে কিছু নথি-
১)এই ফর্ম একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই তুলতে পারবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বা ভূমি পত্র হিসেবে আপনাদের প্রমাণ দিতে হবে। প্রমাণ হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড অথবা খাদ্য সাথী কার্ড এর মধ্যে থেকে যেকোনো একটি জমা করলেই হবে।
২) প্রসঙ্গত জানিয়ে রাখি, বাবার বংশের দিক থেকে যদি জাতি তফসিলী, তফসিলী উপজাতি, আদিবাসী এবং ওবিসি হয়ে থাকে তাহলেই একমাত্র জাতিগত শংসাপত্র (Cast Certificate) পাওয়া যাবে। মায়ের বংশ হিসেবে এই শংসাপত্র অনুমোদন হয় না। এছাড়াও এই ফর্মের সাথে উক্ত জাতি অথবা সম্প্রদায় ভুক্ত হওয়ার প্রমাণ দিতে হবে। প্রমাণ হিসেবে আপনারা পরিবারের অন্য কোন ব্যক্তির শংসাপত্র অথবা পারিবারিক বিবরণ দিতে পারবেন।
৩) তবে ওবিসি শংসাপত্র আবেদনকারীদের জন্য নন-ক্রিমি লেয়ার এর প্রমাণপত্র জমা করতে হবে।
৪) প্রতিটি আবেদনকারীকেই ভারতীয় ও পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার পরিচয় পত্র জমা করতে হবে। এই প্রমাণ পত্র জমা করা বাধ্যতামূলক। এক্ষেত্রে আপনারা ভোটার কার্ড অথবা আধার কার্ডের মধ্যে থেকে যেকোনো একটি জমা করতে পারবেন।
চিট ফান্ড এর টাকা ফেরত দিচ্ছে কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গের নাগরিকেরা সার্টিফিকেট সহ আবেদন করুন।
৫) এর পাশাপাশি আপনাদের লাগবে মোবাইল নম্বর ও সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি।
এইভাবে আপনারা অফলাইনের মাধ্যমে শংসাপত্রের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি জাতিগত শংসাপত্রের (Cast Certificate) জন্য অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে চাইলে castecerificatewb.gov.in পোর্টালের মাধ্যমে করতে পারবেন।