বর্তমানে এই মূল্য বৃদ্ধির বাজারে নাজেহাল হতে হচ্ছে মধ্যবিত্তদের। তারা তাদের জমানো অর্থ বেশিরভাগটাই জমা করে রাখে ব্যাংকের। অনেকে ফিক্স ডিপোজিট করে রাখে ব্যাংকের সুদ দিয়ে সংসার চালান। তবে বর্তমানে ব্যাংকের যা সুদ তাতে সংসার চালানো যথেষ্ট কঠিন হয়ে যাচ্ছে। এই কাজে সাহায্যের জন্য এগিয়ে এসেছে Axis Bank fd rates 2022. এই ব্যাংক নিজের গ্রাহকদের 5 নভেম্বর 2022 থেকে 2 কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিট এর উপর অনেক পরিমাণে সুদ বৃদ্ধি করেছে।
দেখেনিন Axis Bank fd rates 2022 এবং অন্য ব্যাঙ্কে কতো শতাংশ সুদ পাবেন গ্রাহকরা।
Axis Bank fd rates 2022
অ্যাক্সিস ব্যাঙ্ক 46 দিন থেকে 10বছরের মেয়াদের 2 কোটি টাকার Fd তে 115 বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করেছে। 7 দিন থেকে 10 বছরের fd তে সুদের হার 3.50 শতাংশ থেকে 6.50 শতাংশ বাড়ানো হয়েছে।
সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 3.50 শতাংশ থেকে 7.25 শতাংশ। এবং তারা তিন থেকে দশ বছরের fd তে 7.25 শতাংশ এবং 6.50 শতাংশ সর্বোচ্চ সুদের হার পাবেন। শুধু Axis নয় ICICI Bank ও সুদ বৃদ্ধি করেছে। ICICI ব্যাঙ্ক ‘গোল্ডেন ইয়ারস’ স্কিমের সময় বাড়ল।
Axis Bank fd rates 2022 এবং অন্যান্য ব্যাঙ্ক কতো?
তবে 46 দিন থেকে 60 দিনের আমানতে সুদের হার 3.50 শতাংশ থেকে বাড়িয়ে 4শতাংশ করা হয়েছে।61 দিন থেকে 3 মাসের ফিক্সড ডিপোজিটে আগে 4 শতাংশ সুদ মিলত। বর্তমানে 4.50 শতাংশ সুদের হার স্থির করা হয়েছে। 3 মাস থেকে 6 মাসের আমানতের সুদের হার 4.25 শতাংশ থেকে বাড়িয়ে এখন 4.50 শতাংশ করা হয়েছে।
6 থেকে 9 মাসের আমানতে সুদের হার 5 শতাংশ থেকে বাড়িয়ে 5.50 শতাংশ করা হয়েছে। 9 মাস থেকে 1 বছরের মেয়াদের ক্ষেত্রে সুদের হার 5.75 শতাংশ। 1 বছর থেকে 15 মাসের আমানতে সুদের হার 7 শতাংশ করা হয়েছে। আগে এটি 6.10 শতাংশ ছিল। 15 থেকে 18 মাসের মেয়াদের আমানতে সুদের হার 6.15 শতাংশ থেকে বাড়িয়ে 7 শতাংশ করা হয়েছে।
18 মাস থেকে 2 বছরের স্থায়ী আমানতে সুদের হার বাড়ানো হয়েছে। আগের 6.15 শতাংশ থেকে বাড়িয়ে 7.05 শতাংশ করা হয়েছে। 2 থেকে 3 বছরের আমানতে সুদের হার 7.05 শতাংশ। Indian Bank 90 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়ল FD তে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 6 মাস থেকে 10 বছরের Fixed Deposit এ অতিরিক্ত সুদের হার মিলবে।