Cast Certificate – কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের, এই নির্দেশ মানতে হবে

Cast Certificate: জেনারেল ক্যাটাগরি ছাড়াও OBC ও তপশিলি উপজাতি SC ও ST ক্যাটাগরির ব্যক্তিরা চাকরি ক্ষেত্রে অন্যান্য কারণে একটু বেশি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। কিছুদিন আগেই ওবিসি সার্টিফিকেট বাতিল করার মতন সিদ্ধান্ত নেওয়া হয় হাইকোর্ট থেকে। এবং তারপর থেকেই ওবিসি ক্যাটাগরির যারা সরকারি কাজে নিযুক্ত তাদের মনে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল তাদের কোনভাবে চাকরি থেকে বাতিল করা হবে কিনা!

Cast Certificate – কাস্ট সার্টিফিকেট

যদিও চাকরি থেকে বাতিল করার মত কোন নির্দেশ দেওয়া হয়নি হাইকোর্ট থেকে। তবে এবার হাইকোর্ট থেকে অন্য আরেকটি নির্দেশ দেওয়া হলো এই OBC ও SC, ST সার্টিফিকেট নিয়ে। কি সেই নির্দেশ? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। অনেক ব্যক্তিই রয়েছেন যারা নিজের রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে চাকরি করতে যান এবং সেখানেই থাকেন। সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট বৈধ হবে না অন্য রাজ্যে।

অর্থাৎ আপনার জাতিগত সার্টিফিকেট এর জন্য যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা শুধুমাত্র পাবেনই আপনার নিজের রাজ্যে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকতে গিয়ে আর কাস্ট সার্টফিকেটের সুবিধা পাবেন না। বড়সড় ঘোষণা করে দিয়েছে ছত্রিশগড় হাইকোর্ট। এই সিদ্ধান্ত এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকার জন্য যাওয়া নাগরিকদের সংরক্ষণ নীতির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি, এই কাস্ট সার্টিফিকেট নিয়ে ছত্রিশগড় হাইকোর্ট একটি বড়সড়র নির্দেশ দিলেন। সে নির্দেশে স্পষ্ট বলা রয়েছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত ব্যক্তিরা তাঁদের কাস্ট মর্যাদা এবং এর সঙ্গে সম্পর্কিত সংরক্ষণ সুবিধাগুলি নিতে পারবেন না। আসল ঘটনাটি হল, মামলাটি করেছিলেন যারা রাজস্থান থেকে ছত্রিশগড়ের স্থানান্তরিত হয়েছিলেন। এবং ছত্রিশগড়ে তাদের কাস্ট সার্টিফিকেট অনুযায়ী তপসিলি উপজাতির মর্যাদা চেয়ে আদালতের দ্বারস্থ হন।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পে আবেদন করলেই মিলবে 10 হাজার টাকা। কারা আবেদন করবেন?

এরপরেই বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস সমস্ত দিকপর্যালোচনা করে এই রায় ঘোষণা করেন। মামলা বেঞ্চে ওঠার পর আদালত উচ্চ-ক্ষমতাসম্পন্ন কাস্ট তদন্ত কমিটি ব্যাপারটি খতিয়ে দেখেন যে আবেদনকারীরা জাল নথি জমা দিয়েছিলেন। তারপরই আদালত বলেছে যে কোনও বিশেষ সম্প্রদায়কে তপসিলি উপজাতি বা ওবিসি মর্যাদা দেওয়া একমাত্র সেই ব্যক্তির নিজ রাজ্যে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত অনগ্রসরতার সঙ্গে যুক্ত।

তাই সেই রাজ্যের নিয়ম অনুযায়ী কাস্ট সার্টিফিকেট অন্য রাজ্যে মান্যতা দেওয়া হবেনা। প্রত্যেকটি রাজ্যের জাতিগত সার্টিফিকেট নির্ধারণের জন্য সেই রাজ্যের অর্থনৈতিক ও অন্যান্য পরিকাঠামোর উপর নির্ভর করে। তাই কোন রাজ্যে কোন ব্যক্তির জাতিগত শংসাপত্র অন্য রাজ্যের জাতিগত সার্টিফিকেটের নিয়ম অনুযায়ী না মিললে সেই রাজ্যের সুযোগ সুবিধা গুলো ওই ব্যক্তিটি কখনোই পেতে পারেন না।
Written by Shampa Debnath.

Leave a Comment