Hallmark Gold Price Today in kolkata.
সোনার মূল্য (Gold Price Today) কখনোই এক থাকেনা। বাজারে প্রতি মুহূর্তে সোনার দাম ওঠানামা করে। আর এই কম থাকার সুযোগেই কিনে রাখতে হয় সোনা। কারণ সোনা এমন এক জিনিস যা ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের বিকল্প পথ বলা যায়। আর পূজোর মরশুম চলে গেছে ভাবছেন এখন আর সোনা কিনে কি হবে? কিন্ত পূজা চলে গেছে তো কি হয়েছে সামনেই আসছে বিয়ের মরশুম।
আর আপনার বাড়ির কারোর যদি সামনেই বিয়ে থাকে তবে তো এখনি সুবর্ণ সুযোগ সোনা কেনার। কিংবা আপনার কোনো আত্মীয়ের বিয়ে আপনাকে সোনা উপহার দিতে হবে সেক্ষেত্রে কিন্ত এই দাম পতনের সময় সোনা কিনেই রাখুন। বলা যায়না পরে আবার দাম বেড়ে যেতেই পারে। দীপাবলির সময় ও সোনার দাম অনেকটাই বেড়েছিল।
কিন্ত শুক্রবার থেকেই দাম অনেকটাই কমেছে। কিছুদিন আগেও তরতরিয়ে বেড়েছিল সোনার মূল্য। কিন্তু আজ অনেকটাই কমলো সোনার দাম। যেখানে ১০গ্রাম সোনার দাম (Gold Price Today) বেড়ে দাঁড়িয়েছিল 400 টাকা। গত দিনও ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ২৫০ টাকা। কিন্ত আজ তার উল্টো ছবি দেখা যাচ্ছে। অনেকটাই নিম্নমুখী সোনার মূল্য।
জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামে ৬১৯০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ৬১৯০০ টাকা। জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে ৬২২০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ৬২২০০ টাকা। গতকালকের তুলনায় আজ পাকা সোনার দাম কমেছে ১০ গ্রামে ২০০ টাকা।
হলমার্ক সোনার মূল্যঃ
জিএসটি এবং টিসিএস বাদ দিয়ে আজ কলকাতায় ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম (Gold Price Today) প্রতি গ্রামে ৫৯১০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ ৫৯১০০ টাকা। গতকালের তুলনায় আজ ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম কমেছে ১০ গ্রামে ২৫০ টাকা। এর আগে গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৫৯৩৫০ টাকা। এদিকে সেদিন ১ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৫৯৩৫ টাকা।
দেখে নেওয়া যাক বিগত কিছু দিনের হলমার্ক সোনার কেমন দাম ছিলঃ
এদিকে দেখা যাচ্ছে গত ২২ নভেম্বর কলকাতায় ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৯১০০ টাকা। ২১ নভেম্বর কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৮৭০০ টাকা। ২০ নভেম্বর কলকাতায় গয়নার হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৮৭৫০ টাকা। ১৯ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৮৭৫০ টাকা। ১৮ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম (Gold Price Today) ছিল ৫৮৭৫০ টাকা।
১৭ নভেম্বর কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৮২৫০ টাকা। ১৬ নভেম্বর ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৮৩০০ টাকা। তাহলে বোঝাই যাচ্ছে বিগত দিনগুলির তুলনায় আজকের হলমার্ক সোনার ১০ গ্রামের দাম অনেকটাই কম।
রূপার দাম কেমন কলকাতায়ঃ
শুধুই কি সোনার দাম (Gold Price Today) জানলে হবে, রূপাও কেনে অনেকেই। তাই রূপার বাজারদর জেনে নেওয়া জরুরী। এদিকে আজ কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৭৩৪০০ টাকা। এদিকে প্রতি কেজি খুচরো রুপোর দাম ৭৩৫০০ টাকা। গতকালকের তুলনায় আজ রুপোর দাম কমেছে ৩৫০ টাকা প্রতি কেজিতে। এর আগে গতকাল কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ছিল ৭৩৭৫০ টাকা। আর সেদিন কলকাতায় খুচরো রুপোর দাম ছিল ৭৩৮৫০ টাকা। অর্থাৎ রূপার দাম ও কম চলছে।
দেখে নেওয়া যাক বিগত কিছু দিনের রূপার দামঃ
এর আগে গত ১৫ নভেম্বর প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭৩৫০০ টাকা। ২১ নভেম্বর কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭৩৩০০ টাকা। ২০ নভেম্বর প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭৩৬৫০ টাকা। ১৯ নভেম্বর কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭৩৬৫০ টাকা। ১৮ নভেম্বর কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭৩৮৫০ টাকা। ১৭ নভেম্বর কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭৩০০০ টাকা। ১৬ নভেম্বর প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭২৬০০ টাকা।
প্রকাশিত হল মাধ্যমিক ইতিহাস সাজেশন! PDF সহ এখনই ডাউনলোড করুন।
সবমিলিয়ে সোনা হোক আর রূপা দুটো ধাতুর মূল্য এখন নিম্নমুখী আছে। তাই এই সুযোগ হাতছাড়া না করে কাজে লাগান। কম দামের (Gold Price Today) সময়েই প্রয়োজনীয় সোনা বা রূপা কিনে নিয়ে মজুত রাখুন। আর বিয়ের মরসুম চলছেই নিজের বা প্রিয়জনের বিয়েতে সোনা উপহার দিন।
Written by Shampa Debnath.