Free Ration – পুরো তথ্য জানতে পড়ুন বিস্তারিত।
রেশন কার্ড বিষয়ক সরকারের নয়া নিয়মগুলো আপনি জানেন কি ? ভারত বর্ষের বাসিন্দা হিসেবে রেশন (Free Ration) সম্পর্কিত সকল বিজ্ঞপ্তি গুলোর বিষয়ে পরিচিত থাকা আপনার অধিকার। যাদের রেশন কার্ড রয়েছে অবশ্যই নতুন নিয়ম গুলির ওপরে নজর দিন। একাধিক রিপোর্টে ইতিমধ্যেই পাওয়া গেছে যে অযোগ্য রেশন কার্ডধারীরা আর সুযোগ নিতে পারবেন না বিনামূল্যের রেশনের এবং সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব জমা করতে হবে সকল কার্ড গুলি। সেক্ষেত্রে, জরুরি সময়কালে সরকার কার্ড হস্তক্ষেপে নিজেই এগিয়ে আসবে বলে জানা গিয়েছে। গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে এই খবর হামেশাই চোখে মিলছে , যদিও তা ঘিরে বিপুল ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
সামনের মাসে ফের ছুটি পড়ছে রাজ্যের সকল স্কুল কলেজ গুলোতে, দেখে নিন লিস্ট।
ইতিমধ্যেই, চাঞ্চল্যকর ভাবে সরকারের একটি নির্দেশে দেখা যাচ্ছে যে, উত্তরপ্রদেশের সরকার সম্পূর্ণ ভাবে এই নাকচ করেছেন এই খবরটি। তাদের মতানুসারে, তাদের বিজ্ঞপ্তিতে এমন কোনো নির্দেশের কথা এখনও অবধি জানানো হয়নি। কার্ড সমর্পণের বিষয়ে কোনো অফিশিয়াল নির্দেশ তাদের তরফ থেকে আসেনি বলে জানা যাচ্ছে।
রাজ্য সরকারের এই নির্দেশের পর যেনো হাফ ছেড়ে বেঁচেছেন রেশন সুবিধাভোগীরা। রাজ্য কমিশনারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুয়ো তথ্য ছড়ানোকারী ব্যক্তিবর্গ বা গোষ্ঠীর বিরুদ্ধে যথাপযোচিত আইনি ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে। রেশন কার্ডের (Free Ration) ভেরিফিকেশন কে অতিমাত্রায় গুরুত্ব দিয়ে, কমিশনের তরফ থেকে নির্দেশ পাঠানো হয়েছে সকল কার্ডধারী ব্যক্তি যেনো অবশ্যই ভেরিফিকেশন সক্রিয় করে নেন। এই নির্দেশ ব্যতীত, কার্ড হস্তান্তরের পূর্বপ্রচারিত সকল তথ্যই ভুয়ো এবং বিভ্রান্তিকর হিসেবে জারি করা হয়েছে।
আদমশুমারি ২০১১ অনুযায়ী, রেশন কার্ড বরাদ্দ করা হয়েছে সকল ব্যক্তিকে। নিয়মাবলী অনুযায়ী, কার্ডধারীর পাকা বাড়ি এবং ঘরে বিদ্যুৎ ব্যবস্থা থাকা অবশ্যই প্রয়োজন। অস্ত্র লাইসেন্সস এর ক্ষেত্রে মাত্র একটি অস্ত্রের লাইসেন্স গ্রহণযোগ্য। বাড়িতে পোল্ট্রি অথবা মুরগি হাঁস এর প্রতিপালনের ব্যবস্থা থাকতে হবে। উপরন্তু, গরু মোষ পালক দের অযোগ্য হিসেবে গণ্য করা হবে না।
সরকারি কর্মীদের পুজোর উপহার। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি, মান্যতা দিলো সরকার।