অনেকদিনের অপেক্ষার অবসান। অবশেষে রাজ্যের শিক্ষকদের মুখে হাসি ফুটলো। বাড়তে চলেছে তাদের বেতন মানে Salary Hike বা বেতন বৃদ্ধি। সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব পুরস্কার রাজ্যের শিক্ষক মহলকে অবাক করে দিয়েছে। একলাফে ৪০ শতাংশ বেতন বৃদ্ধিSalary Hike বা বেতন বৃদ্ধি করলো সরকার। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী মানস ভুইয়াঁ।
Govt School Teachers 40% Salary Hike
প্রায় ৪০ শতাংশ Salary Hike বা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে তিনি বলেন, ‘‘আজকে দীর্ঘ দিন লড়াই করা শিক্ষাবন্ধুরা সুবিচার পাচ্ছেন।’’ এর পরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংবাদিক বৈঠকে মানস জানান, ২০১৮ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবন্ধুদের জন্য যে বর্ধিত হারে বেতনক্রম নির্ধারিত হলেও দীর্ঘ দিন তা কার্যকর হচ্ছিল না।
আর এই জন্য শিক্ষক মহল দীর্ঘদিনের আন্দোলন অব্যাহত রেখেছিল। তবে অপেক্ষার ফল যেমন মিষ্টি হয় কথায় বলা হয় এ যেন ধ্রুব সত্যি। এই প্রসঙ্গে মানস ভুঁইয়া বলেন, ‘‘আমাদের মানবদরদি, কর্মচারীদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের অর্থ দফতরের মঞ্জুরি নিয়ে তা মঞ্জুর করে দিয়েছেন।’’
রাজ্যে মোট শিক্ষাবন্ধু রয়েছেন ৩৩৩৭ জন। আগামী ১ এপ্রিল থেকে শিক্ষাবন্ধুরা ওই বর্ধিত বেতনক্রমের টাকা পাবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এতদিন তারা বেতন পেতেন ৫৯৫৪ টাকা। এখন বর্ধিত Salary Hike বা বেতন বৃদ্ধির পর তা হয়ে দাঁড়িয়েছে ৮৩৩৫ টাকা। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুবই খুশি রাজ্যের শিক্ষক মহল।
তারাও বুঝিয়ে দিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর পাশে আছেন। অর্থাৎ তারা ইঙ্গিতে বুঝিয়ে দেন আসন্ন লোকসভা নির্বাচনে তারা তার পাশেই আছেন। এছাড়া আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, প্যারাটিচার, ভিলেজ পুলিশ অক্সিলিয়ারি ফায়ার অপারেটরেরা অবসরকালীন সুবিধা হিসেবে যে তিন লক্ষ টাকা পেতেন, তা বাড়িয়ে ছ’লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
আবারও DA বাড়লো আরও 4%. নির্বাচনের আগেই সুখবর পেলো সরকারি কর্মচারীরা।
তাঁর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক প্রতাপ নায়েক। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে উপকৃত হচ্ছে ৩ হাজার ৩৩৮ জন শিক্ষক। আর এই ৪০ শতাংশ বেতন বৃদ্ধির ফলে রাজ্যের অতিরিক্ত ৯ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয় হবে। মানস ভূইয়া কেন্দ্রের নিন্দা করে বলেন “বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে। রাজ্যের বকেয়া পাওনাও দিচ্ছে না।
তার মধ্যেও আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী শিক্ষাবন্ধুদের Salary Hike বা বেতন বৃদ্ধি করলেন।” এসবের মধ্যেও মুখ্যমন্ত্রী এখনো রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির কোনো উল্লেখ করেননি। যদিও সেই নিয়ে আন্দোলন আরোও জোরালো হওয়ার ইঙ্গিত রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। এখনো ১০ শতাংশ হারে DA পাচ্ছেন সরকারি কর্মীরা।
যদিও বাজেট পেশের সময় আরও ৪ শতাংশ DA বৃদ্ধি করেছে সরকার যেটা কার্যকর হবে ১ লা মে থেকে। মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের শিক্ষকদের মুখে হাসি ফোটালো বেতন বৃদ্ধির মাধ্যমে তেমন কবে DA বৃদ্ধি করে রাজ্যের সরকারি কর্মচরীদের মুখে হাসি ফোটাতে পারে সেই অপেক্ষায় রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা।
Written by Shampa Debnath.