Farming Machine – নতুন প্রকল্পে যন্ত্রপাতি কেনার জন্য টাকা দিচ্ছে সরকার। আবেদন করুন এইভাবে

কেন্দ্রীয় সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এনে সাধারণ আমজনতার অনেক উপকার করেছেন তার মধ্যে আরও একটি নতুন প্রকল্প এনেছে (Farming Machine). বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক সাহায্য পেয়ে থাকেন সাধারণ মানুষ। এগুলো ছাড়াও আরেকটি নতুন প্রকল্পে যন্ত্রপাতি কেনার সুবিধা পাচ্ছেন রাজ্যের কৃষকরা। ২০২৪ সালের এপ্রিল মাস থেকেই এই সুবিধা দেওয়া হচ্ছে রাজ্যের কৃষকদের।

Advertisement

Govt is Giving Money to Buy Farming Machine

কৃষকদের অবদান ফসল উৎপাদনে অনস্বীকার্য। তবুও কৃষকদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা উন্নত নয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষকরা দারিদ্র সীমার নিচে অবস্থান করে তাই তাদের আর্থিক সহায়তার জন্য উন্নত মানের কৃষি যন্ত্রপাতি বা Farming Machine কেনা থেকে শুরু করে কৃষির মান উন্নয়নে ব্যয় করছে বিপুল অর্থ। কৃষকদের দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা। যাতে তাদের অনেকটাই আর্থিক সাশ্রয় হয়। আপনিও কি একজন কৃষক?

Advertisement

এই সুবিধা পেতে চান তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। কৃষিকাজের যত উন্নত ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হবে ততই কৃষি কাজ করা অনেকটাই সুবিধাজনক হবে কিন্তু যেহেতু এই উন্নত যন্ত্রপাতি গুলোর মূল্য অনেক তাই কৃষকদের পক্ষে কেনা সম্ভব হচ্ছিল না। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষি যন্ত্রপাতি বা Farming Machine কেনার ক্ষেত্রে এককালীন অর্থ সাহায্য করবে সরকার। যন্ত্রপাতির মানের উপর নির্ভর করবে ভর্তুকির পরিমাণ।

কি কি সুবিধা দেওয়া হচ্ছে জেনে নেওয়া যাক

১) ছোট কৃষি যন্ত্রপাতির কিনলে, দামের 50% ভর্তুকি পাবেন, 10,000 টাকা পর্যন্ত।
২) শক্তিচালিত যন্ত্রপাতি কিনলে, দামের 50-60% ভর্তুকি পাবেন, 3,00,000 টাকা পর্যন্ত।
৩) কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার ডিস্ট্রিবিউটর খুললেও ন্যূনতম প্রজেক্ট মূল্য হতে হবে 20 লক্ষ টাকা। তাহলে 40% সরকারি ভর্তুকি পাবেন কৃষকরা।

৪) কৃষি যন্ত্রপাতি বা Farming Machine হাবের জন্য সর্বাধিক প্রজেক্ট মূল্য 10 লক্ষ টাকা হলে, মোট মূল্যের 80% ভর্তুকি নিশ্চিত। মূলত, এই সরকারি প্রকল্পের অধীনে 1100 টি কাস্টম হায়ারিং সেন্টার খোলা হবে। ভর্তুকিতে ফার্ম মেশিনারিও স্থাপন করা হবে। এর জন্য মোট 4 প্রকল্প চালাচ্ছে সরকার। এই প্রকল্প গুলির মাধ্যমে সমস্ত কৃষকদের অনেক টাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

প্রয়োজনীয় নথি

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস
  • পাসপোর্ট ছবি সাইজের ছবি
  • অনলাইন আবেদনের রসিদ
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া

আবেদন করার আগে আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিভাবে করবেন জেনে নিন
১) সবার প্রথমে কৃষি দপ্তরের অফিসিয়াল FMS পোর্টালে গিয়ে “New Registration” এ ক্লিক করুন।
২) তারপর “Applicant Registration” ফর্মে যেটা আসবে সেখানে সমস্ত বাধ্যতামূলক বিবরণ পূরণ করুন।
৩) এরপর সমস্ত ডিটেইলস আরেকবার পড়ে নিয়ে “Sign Up” এ ক্লিক করুন।

আরও পড়ুন, বাংলা আবাস যোজনায় আবেদন শুরু হলো। বাড়ি বানানোর 1.30 লাখ টাকা পেতে এইভাবে আবেদন করুন

আবেদন প্রক্রিয়া

১) সবার প্রথমে অফিসিয়াল FMS পোর্টালে “Log in” এ ক্লিক করুন।
২) এরপর ভোটার কার্ড নম্বর, পাসওয়ার্ড লিখুন এবং সিজন নির্বাচন করুন। তারপর “Log In” করুন।
৩) আবেদনপত্রে সমস্ত বাধ্যতামূলক বিবরণ পূরণ করুন।
৪) অনলাইনে আবেদন জমা দেওয়ার পর, প্রাপ্ত রসিদ সহ আবেদনের প্রিন্ট আউটের হার্ড কপি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য নির্ধারিত নথি সহ কৃষি দফতরের অফিসে যান।

আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি ও আবেদন পত্র সমেত জমা করুন। কৃষি দপ্তর থেকে নথিপত্র যাচাই করে আপনি যদি এই আবেদনের জন্য গ্রাহ্য হন তাহলে সরাসরি আপনার ব্যাংকের একাউন্টে টাকা ঢুকে যাবে। এমন আরো অন্যান্য প্রকল্প বা গুরুত্ব পূর্ন সমস্ত খবর পেতে, সম্পর্কে জানতে এই পেজটি ফলো করে পাশে থাকুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button