নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর (Employee Benefits) দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেট এবার উপচে পড়ার পালা। নভেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি (Dearness Allowance Hike) করেছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।
Central Government Employee Benefits
এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর করা নিয়ে দাবি উঠেছে, সেই অনুযায়ী আগামী ১লা ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের সময় অষ্টম বেতন কমিশন কার্যকর করা হবে কিনা, সেই নিয়ে আলাপ আলোচনা চলছে কেন্দ্রীয় মন্ত্রক মহলে। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে, বর্তমানে ৫৩ শতাংশ মহার্ঘভাতার বৃদ্ধির সাথে সাথে এবার গ্র্যাচুইটির পরিমাণও (Gratuity Hike Employee Benefits) অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে।
গ্রাচুইটি কত টাকা বাড়লো?
যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১লা জানুয়ারির ২০২৪-এ অবসর গ্রহণ করেছেন তাদের গ্র্যাচুইটির পরিমাণ থাকছে ২৫ লক্ষ টাকা। এর আগে গ্র্যাচুইটির পরিমান ছিল ২০ লক্ষ টাকা। ৫০ শতাংশ মহার্ঘ ভাতা হওয়ার সময় থেকেই ৫ লক্ষ টাকা গ্র্যাচুইটি বৃদ্ধি পেয়েছে অবসর গ্রহণকারী কর্মচারীদের। এছাড়াও এই ২৫ লক্ষ টাকা গ্র্যাচুইটির ওপর কোনো কর আরোপ করা হচ্ছে না। যদিও বেসরকারি খাতির কর্মীদের জন্য এখনো গ্র্যাচুইটির পরিমাণ সীমা ২০ লক্ষ টাকা রয়েছে।
আরও পড়ুন, সরকারি কর্মীদের জানুয়ারি থেকে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধি। কাদের বেতন কত হবে?
গ্রাচুইটি কি?
গ্র্যাচুইটি বলতে বোঝায়, একজন সরকারের কর্মী যে সংস্থায় কাজ করেন, সেই সংস্থায় অবসর গ্রহণ করার পরে এককালীন একটা টাকা দেওয়া হয়, তবে এক্ষেত্রে নিয়ম রয়েছে সেই কর্মীকে ওই সংস্থায় অন্তত টানা পাঁচ বছর কাজ করতে হবে। প্রতি বছর ২৪০টি কর্মদিবসের হিসেবে এই গ্র্যাচুইটি গণনা করা হয়, ৫ বছর কাজ করার পরেই এই Gratuity দেওয়া হয়ে থাকে কর্মীকে। আগের নিয়ম অনুযায়ী, ১৫ দিনের বেতনের হিসেবে এই গ্র্যাচুইটি গণনা করা হত, বর্তমানে ১ মাসের বেতনের ভিত্তিতে এই গ্র্যাচুইটি গণনা করা হয়।
একদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটির পরিমাণ যে রকম বৃদ্ধি পেতে চলেছে, যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন তথা অবসরকালীন ভাতার পরিমাণ বৃদ্ধি পাবে (Retirement Benefits). পকেট ফুলে ফেঁপে উঠেছে। অন্যদিকে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে বেতনের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। বর্তমানে ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের (Union Budget) দিকেই আপাতত লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।