সামনেই লোকসভা নির্বাচন। আর নির্বাচনের আগে রাজ্য সরকার (LPG Gas Price) কিংবা কেন্দ্র সরকার একের পর এক নিত্য নতুন ঘোষনা করে চলেছেন। এই ঘোষণার ফলে সাধারণ মানুষের অনেকটাই আর্থিক সহায়তা এনে দিচ্ছে। কখনো নতুন কোনো প্রকল্প আনছেন নয়তো কোনো লোন এর সুবিধার কথা জানাচ্ছেন। এবার যে খবরটা রাজ্য সরকার ঘোষনা করলেন তাতে তো সাধারণ মানুষের সোনায় সোহাগা। রান্নার গ্যাস মানুষের জীবনের একটা অত্যাবশ্যক জিনিস। যেটা না হলে প্রতিদিনের রান্নাটাই করা দূরস্থ হয়ে যাবে।
Get LPG Gas Price at RS 500
আর মূল্য বৃদ্ধির বাজারে যেভাবে দিনের পর দিন সব কিছুর দাম বাড়ছে তার মধ্যে রান্নার গ্যাস অন্যতম। যদিও পূজার আগে LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম কিছুটা কমিয়ে ছিল কেন্দ্র। বিশেষ করে উজ্জ্বল যোজনার গ্যাসের দাম অনেকটাই কমে পাওয়া যায়।বরং সরকার ৪০০ টাকা ভর্তুকি প্রদান করে থাকে। এছাড়া সাধারণ গ্যাস সিলিন্ডারের জন্য ২০০ টাকা কমানো হয়েছিল।
তারপর থেকে কলকাতায় এই মুহূর্তে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে ৯২৯ টাকায়। গত ছয় মাসে আর হেরফের হয়নিLPG Gas Price বা গ্যাস সিলিন্ডারের দাম। দেশের অন্যান্য মহানগর গুলোতেও ৯০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করে একটি গ্যাস সিলিন্ডারের দাম। রাজ্য সরকার জানিয়েছে আরও ৪০০ টাকা কমে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে এবার থেকে।
এই কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। যদিও পশ্চিমবঙ্গ সরকার আর কোনো LPG Gas Price বা রান্নার গ্যাসের দামের কথা ঘোষণা করেননি কিন্ত এইমুহুর্তে তেলেঙ্গানা সরকার সেই রাজ্যের বাসিন্দাদের জন্য একটি বড়ো ঘোষনা করেছেন। মাত্র ৫০০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার ও মাসে ২০০ ইউনিট করে ফ্রি বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার।
প্রায় 14 দিন বন্ধ থাকবে ব্যাংক! এক নজরে ছুটির তালিকা দেখে নিন।
প্রসঙ্গত, তেলেঙ্গানা সরকার ‘রেবন্ত রেড্ডি মহালক্ষ্মী যোজনা’-এর সীমা বৃদ্ধি করেছেন। সেই সময়েই গত ২৬ ফেব্রুয়ারি ৫০০ টাকার গ্যাস সিলিন্ডার এবং ২০০ ইউনিট ফ্রি-তে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আপনাকে এই ৫০০ টাকার রান্নার গ্যাস পাওয়ার জন্য অফলাইনে অর্থাৎ গ্যাস অফিসের গিয়ে আবেদন করতে হবে অথবা অনলাইনে ও আবেদন জানাতে পারেন।
এই খবরে রীতিমত তেলেঙ্গানাবাসি খুবই খুশি যদিও রাজনৈতিক বিশ্লেষকরা এই রকম সিদ্ধান্তকে কিছুতে রাজনীতির টোপ হিসেবে দেখছেন। সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই তেলেঙ্গানার কংগ্রেস সরকার নিজেদের কাজের দ্বারা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষন করতে চাইছেন বলে অনেকে মনে করছেন (LPG Gas Price).
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মমতার মাস্টার স্ট্রোক। বিনামূল্যে 1 কোটি পরিবার পাবে।
অন্যদিকে গত ডিসেম্বর মাসে সবে তেলেঙ্গানায় প্রথমবারের জন্য সরকার গঠন করেছে কংগ্রেস। তাই এই নির্বাচনে নিজেদের জায়গা ধরে রাখা খুবই প্রয়োজন। তাই সেই জনপ্রিয়তা ধরে রাখতেই এমন ঘোষণা সরকারের এমনটাই মনে করছেন অনেকে। তবে সাধারণ মানুষের অনেকটাই আর্থিক সাশ্রয় হবে তারজন্য তারা এমন ঘোষণায় খুবই খুশি।
Written by Shampa Debnath.