ছাত্রছাত্রীদের পড়াশুনার জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন রকম স্কলারশিপ রয়েছে। এই স্কলারশিপ গুলোর মধ্যে PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপ অন্যতম। স্কলারশিপ দেওয়া হয় মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য। অনেক ছাত্র ছাত্রী আছে যাদের যথেষ্ট মেধা থাকা সত্বেও পারিবারিক আর্থিক অনটনের কারণে উচ্চ শিক্ষা করতে পারেনা। সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য এই স্কলারশিপ ব্যাবস্থা করা হয়েছে।
Get Instant 3000 Rs on PM Scholarship 2024
যাতে তাদের পড়াশুনা চালিয়ে যেতে কোনো রকম বাঁধা না আসে। তেমনই একই ভাবে কেন্দ্রীয় সরকার এই স্কলারশিপ চালু করেছেন। কারা এই স্PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপের যোগ্য, কত টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন সব তথ্য তুলে ধরবো এই প্রতিবেদনে। আগে জেনে নিন প্রধানমন্ত্রী স্কলারশিপ কি এবং কাদের জন্য
যে কোনো স্কলারশিপ দেওয়া হয় মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য। এই PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপ এর টাকা দেয় কেন্দ্র সরকারের সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্ট। এই প্রকল্পের উদ্দেশ্য হল যে সব প্রাক্তন সেনা কর্মী, প্রাক্তন কোষ্ট গার্ড, পুলিশ কর্মী এবং রেল কর্মীরা মূলত জঙ্গি হামলায় ও নকশাল হামলায় শহিদ হয়েছেন তাদের সন্তান ও বিধবা স্ত্রীদের মাসিক ভাতা দেওয়া।
সেই শহিদ ব্যক্তির নিজের ছেলে বা মেয়ে যদি বর্তমানে কোনো কোনো উচ্চ শিক্ষা কোর্স করে থাকেন তাহলে সে এই স্কলার্শিপের টাকা পেয়ে যাবেন। শুধু কোর্স এ ভর্তি হওয়ার টাকাই নয় সেইসাথে টিউশন খরচ, বই পত্রের খরচ, পড়াশোনার অন্যান্য যাবতীয় খরচ দেওয়া হবে।
টাকার পরিমাণ
এই PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপ পুরুষ এবং মহিলাদের আলাদাভাবে টাকার পরিমাণ নির্ধারিত আছে। প্রতিবছর মোট 5500 জনকে এই স্কলারশিপের টাকা দেওয়া হয়। পুরুষদের মধ্যে 2750 জন করে এবং মহিলাদের মধ্যে 2750 জন করে টাকা দেওয়া হয়। পুরুষ প্রার্থীদের দেওয়া হয় প্রতি মাসে 2500 টাকা করে এবং মহিলাদের দেওয়া হয় 3000 টাকা করে।
আবেদনের শর্ত
১) আসাম রাইফেলস, RPF এবং RPSF এর সেই সমস্ত পুলিশ কর্মীরা সন্ত্রাসবাদী বা নকশাল হামলায় বা তাদের চাকরির সময় মারা গেছেন অথবা প্রতিবন্ধী হয়েছেন, একমাত্র তাদের ছেলে মেয়ে অথবা বিধবাদের এই ভাতা দেওয়া হবে।
২) আবেদনকারীকে অবশ্যই AICTE অথবা UGC দ্বারা স্বীকৃত যে কোনো কলেজ বা প্রতিষ্ঠানে কোর্স করে থাকতে হবে।
৩) PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপে আবেদন করার জন্যে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
৪) উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় কম পক্ষে 60% নম্বর পেতে হবে। কেবলমাত্র যারা রেগুলার কোর্স করবে তারাই এর সুবিধা পাবে। উচ্চশিক্ষার জন্য যারা ডিসটেন্স বা অনলাইন কোর্স করছে তারা এই আবেদনের যোগ্য হবেনা।
৫) এই PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপকেই আবেদন করলে সে অন্য কোনো সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে না।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আপডেট! এইভাবে আবেদন করলেই পাবে টাকা।
প্রয়োজনীয় নথি
PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপে আবেদন করার জন্যে আবেদন প্রার্থীকে তার কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে।
- পাসপোর্ট সাইজ ছবি,
- সিগনেচার,
- আইডেনটিটি প্রুফ,
- বয়সের প্রমান হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,
- আধার কার্ড অথবা জন্মপ্রমান পত্র
- ক্লাস 12 এর সার্টিফিকেট ও মার্কসীট,
- বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের বোনাফাইড সার্টিফিকেট
- ব্যাংকের পাশবই এর জেরক্স,
- আবেদনকারীর বাবা কোন কাজের সাথে যুক্ত ছিলেন তার প্রমানপত্র।
আবেদন প্রক্রিয়া
১) আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে প্রথমে প্রধানমন্ত্রী বৃত্তি এর ওয়েবসাইটে www.ksb.gov.in যেতে হবে ।
২) এরপর New Registration ক্লিক করে Registration ফ্রম আসবে।
৩) সেই ফর্মে নিজের নাম, ফোন নম্বর ও ইমেল আইডি এবং Password দিতে হবে। যাদের আগে থেকে Registration করা আছে তাদের আর করতে হবে না।
আবেদন করলেই মাসে 3000 টাকা পাবেন। শুরু হলো প্রধানমন্ত্রী স্কলারশিপে অনলাইনে আবেদন প্রক্রিয়া।
৪) নিজের ইউজার আইডি ও Password দিয়ে লগ ইন করতে হবে।
৫) এরপরে Apply বটান ক্লিক করতে হবে । সেখানে আবেদন ফ্রম আসবে। সেখানে ব্যক্তিগত, শিক্ষাগত, এবং বাসস্থান গত সব তথ্য গুলি সঠিকভাবে দেখে শুনে আবেদনপত্র পূরণ করতে হবে।
৬) Next এ ক্লিক করে পরের পেজে এসে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
৭) সব প্রক্রিয়া শেষ হবার পর Submit বাটান ক্লিক করলে আবেদন সম্পূর্ণ করতে হবে।
এমন সরকারি আরও স্কলারশিপ বা অন্যান্য প্রকল্প খবরের জন্য এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath