Paytm Electricity Bill Payment এ ১০০% ক্যাশব্যাক পাওয়ার জন্য মেনে চলুন এই নিয়মগুলি।
Paytm India দিচ্ছে দারুণ সুযোগ দিচ্ছে তাদের গ্রাহকদের এই নিয়ম মেনে আপনি পেতে পারেন পুরো টাকা ফেরত। ভারতে ইলেকট্রিক এর ব্যবহার ব্রিটিশ আমলে ১৮৭৯ সালে তৎকালীন ক্যালকাটাতে প্রথমবারের জন্য পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছিল। এর পরে এই প্রয়োগ সফল হলে ১৯০৫ সালে বম্বেতে প্রথম বারের জন্য ইলেকট্রিক চালু করা হয়েছিল। তারপর থেকে এর ব্যবহার প্রতিদিন বেড়েই চলেছে।
Paytm এর মাধ্যমে এইভাবেই করতে হবে পেমেন্টে, তাছাড়া পাবেন না এই অফার।
বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন দেশ। আমাদের দেশে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমাদের বাড়ীর লাইট থেকে শুরু করে মোবাইল, টি ভি, সহ সকল যন্ত্রাংশ চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন। আর এই বিল মেটানোর সময় কারেন্ট লাগে আম জনতার। এই কারেন্ট থেকে দেশের নাগরিকদের উদ্ধার করতে এগিয়ে এল Paytm তাদের Electricity Bill Payment এর ক্যাশব্যাক অফার নিয়ে।
প্রতিমাসের ১০ – ১৫ তারিখ এর মধ্যে ইলেকট্রিক বিল জমা করলে তবেই পাওয়া যাবে এই Paytm Cashback অফারটি। প্রতিমাসের এই পাঁচ দিনকে “বিজলি ডে” বলে ঘোষণা করা হয়েছে পে টি এম এর পক্ষ থেকে। এই দিন গুলির মধ্যে মোট ২০ জন গ্রাহককে সর্বাধিক ২০০০ টাকা বা বিল পেমেন্টে ১০০% ক্যাশব্যাক পেতে পারেন। দেশের ৭০ এর বেশি ইলেকট্রিক বোর্ডের টাকা Paytm এর মাধ্যমে দেওয়া সম্ভব।
ইলেকট্রিক বিলের খরচ কমাতে, 20 টাকা দিয়ে আজই কিনুন এই যন্ত্রটি।
এছাড়াও Paytm এর মাধ্যমে যেই সকল গ্রাহকরা প্রথম বারের জন্য নিজেদের ইলেকট্রিক বিল জমা করবেন তারা ২০০ টাকার ক্যাশব্যাক ফেরত পাবেন। এর জন্য Elec New 200 এই প্রমোকোড টি লিখতে হবে। এছাড়াও যেই সকল নাগরিকরা ক্যাশব্যাক পাবেন না তারা ডিসকাউণ্ট কুপন পেয়ে যাবেন। সেই কুপন গুলি দিয়ে অনলাইন কেনা কাটা করা যাবে।
এবার দেখেনিন কীভাবে পেমেন্ট করবেনঃ-
১. প্রথমে Paytm অ্যাপ খুলতে হবে।
২. এর পরে Recharge And Bill Payment এ ক্লিক করতে হবে।
৩. Electricity তে সিলেক্ট করতে হবে।
৪. ইলেকট্রিক বিলে লেখা গ্রাহকের আই ডি দিয়ে কত টাকা বাকি আছে সেটা দেখে নিতে হবে।
৫. কত টাকা পেমেন্ট করতে চাইছেন সেটা লিখে প্রসিড করতে হবে।
৬. এর পরে Otp – One Time Password দিয়ে দিতে হবে।
৭. আপনার বিল পেমেন্ট সফল হলে Paytm ও আপনাকে পরিষেবা প্রদান করা সংস্থার পক্ষ থেকে মেসেজ করে দেওয়া হবে।
৮. এর পরে আপনি ক্যাশব্যাক বা ডিসকাউণ্ট কুপন পেয়ে যাবেন।
এই কয়েকটি সহজ নিয়ম মেনে নিয়ে আপনিও প্রতিমাসে Paytm এর মাধ্যমে ১০০% ক্যাশব্যাক ফেরতের সুযোগ কাজে লাগান। এই নতুন অফার নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও ক্যাশব্যাক এর খবর পাওয়ার জন্য।