Recharge Plan: জিও, এয়ারটেল এ দুটোই বর্তমানে পপুলার টেলিকম কোম্পানি। কিন্ত ৩ জুলাই থেকে হঠাৎ জিও ও এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দেওয়ার ফলে প্রত্যেকেই বিএসএনএলের দিকে দৃষ্টি আকর্ষন করছেন। যদিও এতদিন বিএসএনএল গ্রাহক সংখ্যা অনেকটাই কম ছিল, জিও এবং এয়ারটেলের এর তুলনায় তবে দাম বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকেই সবার প্রথমে পকেটের চিন্তাটাই আগে করবে এটাই স্বাভাবিক।
Recharge Plan – রিচার্জ প্ল্যান
বিএসএনএল যেহেতু অনেক কম টাকায় ভালো রিচার্জ প্ল্যানের সুযোগ দিচ্ছে তাই বিএসএনএল গ্রাহকের সংখ্যা এই কয়দিনেই অনেকটা বেড়ে গিয়েছে। ৮৪ দিনের প্যাকেজটিতে জিও এবং এয়ারটেল যে সুযোগ সুবিধা দিচ্ছে তার মধ্যে বি এস এন এল সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে। এটা জানা কথাই প্রত্যেকটি ব্যক্তি কম দামে বেশি সুবিধা নিতে পছন্দ করেন। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এই কয়েকদিনেই বিএসএনএল এর ব্যবসা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে এবং আগামীতে আরও বৃদ্ধি পাবে।
BSNL এই ৮৪ দিনের রিচার্জ প্ল্যানটিতে কি কি সুবিধা
বিএসএনএল এর নতুন এই প্ল্যানটির নাম STV599। এই প্ল্যানটি গ্রহণ করলে যেসব সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল আনলিমিটেড কলিং, প্রতিদিন ৩ জিবি ডেটা অর্থাৎ মোট ২৫২ জিবি ডেটা, প্রতিদিন ১০০ টি SMS। এদিকে এই একই সুবিধা পাওয়া যাচ্ছে জিওর তরফেও তবে জিওর এই প্ল্যানের দাম ছিল ৯৯৯ টাকা। সম্প্রতি এর দাম আরও বাড়িয়ে করা হয়েছে ১১৯৯ টাকা।
তবে এতদিন বিএসএনএল গ্রাহকের সঙ্গে কম থাকার কারণ অনেক গ্রাহক অভিযোগ করেছিলেন বিএসএনএল নেটওয়ার্ক খুবই দুর্বল। সব জায়গাতে বিএসএনএল নেটওয়ার্ক কাজ করে না যেখানে জিও নেটওয়ার্ক খুবই দুর্দান্ত। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে যেহেতু বিএসএনএলের গ্রাহক সংখ্যা ধীরে ধীরে বাড়ছে তাই বিএসএনএল নেটওয়ার্ক পরিষেবা উন্নত করার জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড দ্রুত উদ্যমে নেটওয়ার্ক সমস্যার সমাধানের কাজ শুরু করেছে।
আরও পড়ুন, সব থেকে কমে কোন রিচার্জ প্ল্যান জিও, এয়ারটেল না ভিআই, দেখেনিন এক ক্লিকে
সমস্ত দেশজুড়ে ১০ হাজার ৪G টাওয়ার বসানোর কাজ সম্পন্ন করেছে এই সংস্থা। বিশেষ করে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, ধনী প্রত্যেকের কাছেই বর্তমানে ফোন একটি অতি প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। এদিকে জিওর ও এয়ারটেল সংস্থা রিচার্জ প্ল্যান এর দাম অনেকটা বাড়িয়ে দেওয়ার ফলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই খরচ চালানোটা অনেকটাই ব্যয় সাপেক্ষ হয়ে পড়েছে।
সেই কারণেই কম খরচে ভালো সুযোগ-সুবিধা পাওয়ার জন্যই বিএসএনএলের ওপরে নির্ভর করছে বর্তমানে বেশিরভাগ মানুষ। আর এই কারণেই বিএসএনএল ও তাদের নেটওয়ার্ক সমস্যা দ্রুত কাটিয়ে প্রত্যেকটি গ্রাহককে আরো উন্নত সুবিধার দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। আশা করা যায় আগামীতে বিএসএনএল, জিও কিংবা এয়ারটেলের পরিপূরক হয়ে উঠবে।
Written by Shampa Debnath.