PM Atta Chakki Yojana – ঘরে ঘরে আটা তৈরির মেশিন দিচ্ছে কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে, আবেদন করবেন কিভাবে?

কেন্দ্রীয় সরকার জনসাধারণের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বা প্রকল্প উদ্বোধন করেছেন যাতে দেশের আপামর জনসাধারণ বিভিন্ন প্রকল্পের (PM Atta Chakki Yojana) মাধ্যমে অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকেন। সবেমাত্র লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে এবং তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি জয়লাভ করেছেন।

Advertisement

Free PM Atta Chakki Yojana Apply Online

নির্বাচনী ইশতেহারের সময় অনেক রকম নতুন প্রকল্পের সূচনা করার কথা জানানো হয় আর সেই রকমই একটি অভিনব প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন দেশের মহিলা শ্রেণি। অর্থাৎ মহিলাদের স্বনির্ভর করার জন্যই এই প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্র সরকারের নতুন প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আটা চাক্কি যোজনা বা PM Atta Chakki Yojana.

Advertisement

প্রকল্পের মূল লক্ষ্য

এখনো দেশের অত্যন্ত গ্রাম গুলিতে অনেক পরিবার রয়েছে যেখানকার মহিলারা স্বনির্ভর নন। এদিকে তাদের পারিবারিক অর্থনীতির অবস্থা উন্নত নয় তাই পরিবারের মহিলাদের স্বনির্ভর করার জন্য কেন্দ্রীয় সরকার প্রতি মহিলা কে আটা তৈরীর মেশিন দেওয়া হচ্ছে যার মাধ্যমে সে সমস্ত মহিলারা বাড়িতে বসেই আটা তৈরি করে বিক্রি করে ব্যবসা করতে পারবেন। এছাড়া রেশন থেকে যে গম তারা পান সেই গম ভাঙাতে আর বাইরের দোকানে টাকা দিয়ে গম ভাঙাতে যেতে হবে না।

প্রত্যেক ঘরের মহিলারাই নিজেরাই পারবেন গম থেকে আটা (PM Atta Chakki Yojana) ভাঙ্গিয়ে নিতে। এই আটা মেশিন নেওয়ার জন্য কোনরকম অর্থ বরাদ্দ করতে হবে না। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বিনামূল্যেই এই আটা তৈরীর মেশিন দিচ্ছে। আপনিও কি এভাবেই ব্যবসা করে স্বনির্ভর হতে চান তাহলে এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত হন। আজকের প্রতিবেদনের মাধ্যমেই জানাবো এই প্রকল্পে আবেদন করতে হলে কি যোগ্যতা লাগবে, প্রয়োজনীয় ডকুমেন্ট আবেদন পদ্ধতি সমূহ বিভিন্ন তথ্য।

এই যোজনা থেকে কি কি সুবিধা পাবেন

১) এই প্রকল্পের মাধ্যমে মহিলারা অর্থাৎ যারা আবেদন করবেন তাদের ঘুম ভাঙাতে বাইরের যেতে হবে না ফলে খরচ এবং পরিশ্রম দুটোই লাঘব হবে।
২) এই আটা চাকি সৌরশক্তি দ্বারা পরিচালিত হবে। আটা চাকির উপর একটি সোলার প্যানেল ফিট করা থাকবে। যা সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করবে। আটা চাটির সাথে ব্যাটারি সিস্টেমও যুক্ত করা থাকবে। সেই ব্যাটারি সৌরশক্তিকে এই আটা-চাকি মেশিনের মধ্যে সঞ্চয় করতে সাহায্য করবে। এই আটা মেশিনটা যেহেতু সৌর শক্তি চালিত তাই সূর্যের আলো না পেলে মেশিনটি কাজ করবে না।

৩) সৌর চালিত হওয়ায় বিদ্যুৎ খরচ হবে না এর দ্বারা। তাই সুবিধাভোগীকে কারেন্টের বিল নিয়ে ভাবতে হবে না।
৪) সৌরশক্তি ব্যবহার করায় এটি পরিবেশ দূষণ ঘটবে না।
৫) পিএম আটাচাকি গুলি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। তাই এগুলো ব্যবহার করা অত্যন্ত সহজ এবং সুবিধা জনক।

আবেদনের যোগ্যতা

১) আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
২) গ্রামীন এলাকায় বসবাস করতে হবে।
৩) একমাত্র পরিবারের মহিলারা এই প্রকল্পে (PM Atta Chakki Yojana) আবেদন করার যোগ্য।

৪) অর্থনৈতিক ও সামাজিকভাবে বঞ্চিত গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে।
৫) পারিবারিক বার্ষিক আয় ৮০ হাজার টাকার বেশি হওয়া চলবে না।
৬) আবেদনকারীর বয়স হতে হবে ৬৯ বছরের মধ্যে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • শ্রম কার্ড
  • আধার লিঙ্কড মোবাইল নম্বর।
  • রেশন কার্ড।

আবেদন পদ্ধতি

১) সোলার আটা চাকি যোজনার বা PM Atta Chakki Yojana এর সুবিধা পেতে গেলে আবেদন করতে হবে অফলাইনে। এজন্য আপনাকে সবার প্রথমে যেতে হবে রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে।
২) এরপর অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে গিয়ে Free Solar PM Atta Chakki Yojana 2024 লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে।

আরও পড়ুন, আবাস যোজনার মাধ্যমে ৩ কোটি দেশবাসী ১.৩ লাখ করে টাকা পাবেন। এইভাবে আবেদন করুন

৩) এরপর ডাউনলোড করা আবেদন পত্র A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে। তারপর সম্পূর্ণ সঠিক ভাবে ফর্মটি পূরণ করতে হবে।
৪) আবেদনপত্রের সাথে উল্লেখিত ডকুমেন্টগুলো জেরক্স করে যুক্ত করতে হবে।
৫) এরপর আবেদনপত্র ও ডকুমেন্টগুলো একটি খামে ভরে নিকটবর্তী খাদ্য দপ্তরের অফিসে গিয়ে জমা করে আসতে হবে। তাহলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

Yuvashree New List - (যুবশ্রী নতুন লিস্ট)

মহিলাদের স্বনির্ভর করার জন্য এমন একটি অভিনব প্রকল্প (PM Atta Chakki Yojana) আপনি যদি হাতছাড়া না করতে চান অতি অবশ্যই উপরিউক্ত পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন। এই সংক্রান্ত আরো অন্যান্য তথ্য জানতে আমাদের এই পেজটি ফলো করুন যাতে সমস্ত গুরুত্ব পূণ্য তথ্য সবার আগে আপনার কাছে যায়।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button