আধার কার্ড হল একটি গুরুত্বপূর্ণ নথি সেই আধার কার্ডটিকে এখন নতুন করে আপডেট বা Aadhaar Card Update করতে হবে জানিয়েছেন UIDAI. সরকারি বিভিন্ন কাজ থেকে শুরু করে অফিসিয়াল কাজ, স্কুল কলেজে ভর্তি, চাকরি ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে, প্যান কার্ড তৈরিতে, সরকারি স্কিমের জন্য এই আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে প্রয়োজন হয়। আধার কার্ডে যে সমস্ত তথ্য আপডেট করা হয় এবার সেই তথ্যের সাথে আরও দুটি তথ্য আপডেট করতে হবে এমনটাই জানানো হচ্ছে UIDAI তরফে।
Free Aadhaar Card Update Online
UIDAI পক্ষ থেকে এর আগেও আধার কার্ড আপডেটের বা Aadhaar Card Update জন্য অনেকবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেহেতু আধার কার্ড একজন শিশু বয়স থেকেই তৈরি করা হয় তাই সে বড় হওয়ার পরে তার মুখমণ্ডলের ছবি, আঙ্গুলের ছাপ প্রভৃতি পরিবর্তন হতে থাকে। তাই ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট ও বায়োমেট্রিক চেঞ্জ করতে হয়।
তেমনই এইবার আরেকটি নতুন নিয়ম শুরু করা হয়েছে UIDAI তরফে যেখানে আধার কার্ডে দুটি তথ্য নতুন করে আপডেট করতে হবে। জেনে নিন সেটি কোন দুটি তথ্য, কিভাবে আপডেট করতে হবে এ সমস্ত তথ্য জানতে এ প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। আধার কার্ডের বা Aadhaar Card Update এই দুটি তথ্য যদি এখনই আপনি আপডেট না করেন তাহলে আপনাকে গুনতে হবে মোটা টাকা। বর্তমানে এই কাজটি সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছে UIDAI.
আধার কার্ড আপডেট কাদের করতে হবে
আধার কার্ডে প্রত্যেকের এবার এই দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি হলো পরিচয় পত্র ডকুমেন্টস আর অপর একটি হলো ঠিকানার প্রমাণ পত্র। আধার কার্ডে আপলোড বা Aadhaar Card Update করা ২টি ডকুমেন্টস এর সাইজ থাকতে হবে 2MB এর মধ্যে। এছাড়া এই দুটি ডকুমেন্ট থাকতে হবে JPG/PNG কিংবা PDF ফাইলে।
UIDAI তরফে জানানো হয়েছে যে এই আধার কার্ড আপডেট বা Aadhaar Card Update বিনামূল্যে করার জন্য সময় থাকছে 14/06/2024 তারিখ পর্যন্ত। আপনারা নিজেরাই অনলাইনে মাই আধার ওয়েবসাইট ওপেন করে এই কাজটি করতে পারেন কিম্বা আধার কেন্দ্রে গিয়েও এই কাজটি করতে পারেন। তবে আধার কেন্দ্রে গিয়ে ডকুমেন্ট আপডেট করতে হলে আপনাকে ৫০ টাকা খরচ করতে হবে।
আধার কার্ড আপডেট কিভাবে করবো
১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর হোম পেজে থাকা Login এ ক্লিক করে আধার কার্ড নাম্বার বসিয়ে Login করুন।
৩) পরবর্তী পেজে গিয়ে Document Update এ ক্লিক করে, পর পর 2 বার Next এ ক্লিক করুন।
পশ্চিমবঙ্গে নতুন OBC List 2024 প্রকাশ! কাদের নাম বাতিল হলো? কারা তালিকায় আছে? PDF দেখে নিন
৪) এরপর আপনার সামনে আধার কার্ডে থাকা নাম, ঠিকানা, জন্ম তারিখ চলে আসবে। তা একবার মিলিয়ে নিয়ে নিচে থাকা বক্সে টিক মার্ক দিয়ে Next করুন।
৫) পরবর্তী পেজে 2 টি ডকুমেন্টস আপলোড করুন, লিস্টে থাকা ডকুমেন্টস এর মধ্যে। এরপর সাবমিট করলেই আপনার ডকুমেন্ট আপডেট হয়ে যাবে।
৬) আবেদন হয়ে গেলে একটি Acknowledgement Slip পাবেন, সেখানে থাকা নাম্বার দিয়ে পরবর্তীতে Status Check করতে পারবেন।
আধার কার্ড আপডেট লাস্ট ডেট
এভাবে আপনি সহজেই অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আধার কার্ডে দুটি তথ্য আপডেট করতে পারবেন। আর যারা একান্তই নিজেরা আপডেট করতে পারবেন না তারা আপনার কাছাকাছি আধার কেন্দ্রে গিয়ে এই আপডেট করিয়ে নিন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে না করালে পরবর্তীতে আপনাকে মোটা টাকা সহযোগে আপডেট করাতে হবে।
পশ্চিমবঙ্গে নতুন OBC List 2024 প্রকাশ! কাদের নাম বাতিল হলো? কারা তালিকায় আছে? PDF দেখে নিন
তাই বর্তমানে কাজটি বিনামূল্যে হচ্ছে তাই এখনই এই কাজটি সম্পন্ন করে রাখুন। যেহেতু আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি, তাই আধার কার্ডটির মধ্যে আপনার সমস্ত তথ্য আপডেট করা আবশ্যিক প্রয়োজন। এরকম গুরুত্বপূর্ণ আরো খবরের জন্য এই পেজটি ফলো করে পাশে থাকুন যাতে দরকারি সমস্ত খবর সবার আগে আপনার কাছে যায়।
Written by Shampa debnath.