Bank Holidays – আবারও টানা 6 দিন ব্যাংক বন্ধ! কী কারণে কোন কোন দিন ছুটি জানুন?

রিজার্ভ ব্যাংকের বা RBI এর নির্দেশে চলতি মাসে একাধিক Bank Holidays বা ব্যাংক বন্ধ থাকছে। ব্যাংক এমন এক আর্থিক প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকদিন মানুষজন তাদের প্রয়োজনের জন্য যায়। কেউ টাকা জমা করতে, কেউ টাকা তুলতে কিংবা কোনো আপডেট বা অন্য কোনো কারণে। তাই ব্যাংক কবে ছুটি থাকবে না জানলে প্রত্যেক ব্যক্তি সমস্যায় পড়বে। তাই ব্যাংক কবে কবে ছুটি থাকবে সেটা জেনে রাখা জরুরী।

February Bank Holidays List Released by RBI

ব্যাংক কবে ছুটি থাকবে বা Bank Holidays এর তালিকা ঘোষণা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। জাতীয় ছুটি ছাড়াও কিছু সময় আঞ্চলিক ছুটিও থাকে ব্যাংকে। তাই অনেকসময় সব জায়গায় ব্যাংক একই দিনে ছুটি থাকেনা। অঞ্চল ভিত্তিক কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে বিভিন্ন ব্যাংকের ছুটি ভিন্ন হয়।

দেখে নেওয়া যাক RBI নির্দেশিত ২০২৪ সালে ঠিক কি কারণে ৬ দিন টানা ব্যাংক বন্ধ বা Bank Holidays থাকবে। জানা যাচ্ছে, ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে বেশ অনেকদিন ব্যাংক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের জাতীয় স্তরে ব্যাংক ছুটির তালিকায় ১১ দিনই ছুটি রয়েছে।

টানা 4 দিন ছুটি! স্কুল, কলেজ, অফিস সব বন্ধ। সরকারি কর্মচারীরা বেশ ভালোই কাটাতে পারবে এই বছরটিকে।

  • ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (রবিবার ) – হলিডে হওয়ায় সারাদেশে ব্যাংক বন্ধ বা Bank Holidays থাকবে।
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৪ – চতুর্থ শনিবারের কারণে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।
  • ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার পড়েছে তাই সারাদেশে ব্যাংক বন্ধ বা Bank Holidays থাকবে। এছাড়াও সেইদিন সরস্বতী পূজার ছত্রপতি শিবাজী জয়ন্তীসহ বিভিন্ন উৎসব অনেক জায়গায় পালন হয় তাই দেশে রাজ্যস্তরে বিভিন্ন জায়গায় ছুটি থাকবে।
Bandhan Bank Loan - বন্ধন ব্যাংক লোন
  • ১৯ ফেব্রুয়ারি ২০২৪ – ছত্রপতি শিবাজী জয়ন্তীর কারণে মহারাষ্ট্রে ব্যাংক বন্ধ থাকবে।
  • ২০ ফেব্রুয়ারি ২০২৪ – রাষ্ট্র দিবস উপলক্ষে আইজল এবং ইটানগরে ব্যাংক বন্ধ থাকবে।
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৪ – ইটানগরে ব্যাংক বন্ধ বা Bank Holidays থাকবে।

আবার টানা ছুটি থাকবে রাজ্যে। সবাই এই ছুটি পাবে। কবে থেকে শুরু হচ্ছে?

আপনিও যদি ফেব্রুয়ারি মাসে ব্যাংকিং কোনো দরকারি কাজ করবেন বলে ভেবে থাকেন এই Bank Holidays বা ছুটির তালিকা দেখে যাবেন, নাহলে সমস্যায় পড়বেন। তবে ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ ডিজিটাল পরিষেবা অনলাইনে পেমেন্ট বা এটিএম পরিষেবা অব্যাহত থাকবে। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের সন্ধানে এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment