Free Ration – বাড়তি ফ্রী রেশন পাওয়া যাবে সেপ্টেম্বর মাসে, কার্ড অনুযায়ী থাকবে রেশনের পরিমাণ। জানুন আপনি কতটা রেশন পাবেন।

Free Ration – জেনেনিন কোন কার্ডে কতটা রেশন পাবেন।

রেশন আইটেমস লিস্ট (Free Ration) আমাদের দেশের প্রতিটি মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সরকারি রেশন প্রকল্পের আওতাভুক্ত হয়ে রাজ্যের লক্ষাধিক মানুষ খাদ্যের সংস্থান পাচ্ছে। প্রায় 90 কোটির বেশি মানুষ ভারতবর্ষে রেশন ব্যবস্থার আওতাভুক্ত এবং পশ্চিমবঙ্গেই বসবাস করছে প্রায় কয়েক কোটি রেশন সুবিধা ভোগীরা। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার গুলির কথা মাথায় রেখে সেপ্টেম্বর মাসেই পরিবর্তিত রেশন ব্যবস্থার আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকার।

রেশন ব্যবস্থার (Free Ration) নিরিখে নিয়মের কিছু বিশেষ পরিবর্তন এনেছে সরকার। ইতিমধ্যেই, সারা দেশব্যাপী সকল রেশন ব্যবস্থার পরিবর্তনের খবর বেশ সাড়া ফেলেছে। রেশন দেওয়ার আগে প্রতিটি কার্ড holder এর তথ্য যাচাই করা এবং রেশন কার্ডের প্রকারভেদ অনুযায়ী কোন কার্ডে কোন গ্রাহক কত রেশন পাবে সেই গুলি খতিয়ে দেখা এই কাজ গুলি বাধ্যতামূলক রেশন ডিলারের জন্য। এই তথ্যের ওপর নির্ভর করে পরিমাণ মতো রেশনসামগ্রী পাঠানো হয় রেশন ডিলারদের কাছে। সেপ্টেম্বর মাসের রেশনের তালিকা প্রকাশিত হয়েছে। প্রতিদিন রেশন কার্ডের টাইপ অনুযায়ী কোনো গ্রাহক কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন, বিস্তারিত জেনেনিন নিচে।

স্কুলের মিড ডে মিলের পাতে পড়বে এবার ইলিশ এবং চিংড়ি, পড়ুয়াদের জন্য নতুন চমক সরকারের।

AAY রেশন আইটেমস লিস্ট ( অন্ত্যোদ্যয় অন্নযোজনা রেশন কার্ড ):
কেন্দ্র সরকার দ্বারা অনুমোদিত এই কার্ডের অন্তর্ভুক্ত হতে পারবে অতি দরিদ্র নাগরিকরা। এই ক্যাটাগরির কার্ডের মাধ্যমে প্রত্যেক পরিবার পিছু ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা গম বরাদ্দ থাকে। ২১ কেজি চাল এবং 13 টাকা 50 পয়সা হারে ১কেজি চিনি পাওয়া যায় এই কার্ডের আওতায়।

PHH রেশন আইটেমস লিস্ট (অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড):
এই কার্ডটি কেন্দ্র সরকার দ্বারা অনুমোদিত ডিজিটাল কার্ড। যেসব নাগরিকরা প্রায় দারিদ্রসীমার প্রায় কাছাকাছি আছেন, তারা এই কার্ডের (Free Ration) সুবিধা পাবেন। এই ক্যাটাগরির কার্ডে প্রত্যেক নাগরিক তার পরিবারে মাথাপিছু চাল ৩ কেজি করে, আটা ১কেজি ৯০০ গ্রাম বা ২কেজি পরিমাণ গম পাবেন।

SPHH রেশন আইটেমস লিস্ট ( বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড):
PHH এর মত এই কার্ডও কেন্দ্র সরকার দ্বারা অনুমোদিত। প্রধানত দারিদ্রসীমার নিচে থাকা নাগরিকবৃন্দ এই কার্ডের সুবিধা পাবেন। এই ধরনের কার্ডে PHH এর সমপরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন গ্রাহকরা অর্থাৎ পরিবারে মাথাপিছু প্রত্যেক সদস্য ১কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২কেজি গম এবং ৩কেজি চাল পেতে পারবেন।

RKSY1 কার্ডের রেশন (Free Ration) লিস্ট :
এই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত কার্ড। এই কার্ডের সুযোগ সুবিধা উপরিউক্ত কার্ডের তুলনায় কম। এই কার্ডের আওতাভুক্ত পরিবার প্রতি মাথা পিছু মাত্র ৫ কেজি করে চাল পেয়ে থাকেন। চাল ছাড়া অন্য কোনো সামগ্রীর বণ্টন করা হয় না এই সকল কার্ডের উপভক্তাদের।

RKSY2 কার্ডের রেশন লিস্ট:
RKSY 1এর মত রাজ্যসরকার অনুমোদিত এই কার্ডের মাধ্যমে প্রত্যেক মাথাপিছু মাত্র ২কেজি চাল বরাদ্দ থাকে। এই কার্ডের খাদ্যশস্যের পরিমাণ এবং সুযোগ সুবিধা দুটিই কম।

সেপ্টেম্বরে একটানা ছুটি থাকবে স্কুল কলেজ, সরকারি অফিস। দেখুন সেপ্টেম্বর মাসের পুরো ছুটির তালিকা।

Leave a Comment