ESIC Recruitment – কেন্দ্রীয় শ্রম দফতরে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে প্রার্থী নির্বাচন।

চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। যারা বর্তমানে একটি ভালো চাকরির জন্য অপেক্ষা করছেন (ESIC Recruitment). যে চাকরিটি শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। এমপ্লয়ি ট্রেট ইন্সুরেন্স কর্পোরেশন, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিছুদিন আগেই। পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদন যোগ্য।

Advertisement

ESIC Recruitment 2024 Apply Now

কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন (ESIC Recruitment). আবেদন পদ্ধতি, বয়স সীমা, মাসিক বেতন ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনের আলোচ্য বিষয়। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন তা হলেই কী না কী সমস্ত বিষয়ে আপনি জানতে পারবেন আর আবেদনের জন্য আপনার সুবিধা হবে।

Advertisement

নিয়োগ সংস্থা :- Employees’ State Insurance Corporation (ESIC Recruitment).
পদের নাম:- Professors.
মোট শূন্যপদের সংখ্যা :- ১০৬ টি
আবেদনের শেষ তারিখ :- ০৪-০৬-২০২৪

বয়স সীমা ও বেতনস্কেল

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানানোর ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়সসীমা হতে হবে 67 বছরের মধ্যে। কেবলমাত্র সিনিয়র রেসিডেন্ট পদগুলিতে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স হতে হবে 45 বছরের মধ্যে। এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন ৭৬,৭০০/- টাকা থেকে শুরু হবে (ESIC Recruitment).

শিক্ষাগত যোগ্যতা

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রকমের রয়েছে। ফ্যাকাল্টি পদের জন্য এনএমসি অথবা এমসিআই যোগ্যতা লাগবে। সুপার স্পেশালিস্ট পদের জন্য এমবিবিএস ডিগ্রি আবশ্যক। স্পেশালিস্ট পদের জন্য এমবিবিএস সহ পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা প্রয়োজন হবে। সিনিয়র রেসিডেন্ট পদগুলির জন্য পিজি ডিগ্রী বা ডিপ্লোমা ডিক্রি লাগবে (ESIC Recruitment).

রেলে গ্রুপ ডি তে চাকরির সুযোগ! 1.5 লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ।

আবেদন পদ্ধতি

অনলাইন বা অফলাইন পদ্ধতিতে আলাদাভাবে আবেদন জানানোর প্রয়োজন নেই। প্রার্থীরা নিজেদের বায়োডাটা ফরমেট একটি পরিষ্কার A4 পেপারে তৈরি করে নেবেন। এরপর সংশ্লিষ্ট বায়ো ডাটার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের কপি যুক্ত করে নিতে হবে। সকল কপি একত্রে যুক্ত করে ইন্টারভিউর দিন সংস্থার নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে ইচ্ছুক আবেদনকারীদের (ESIC Recruitment).

agniveer recruitment - (আগ্নিবির নিয়োগ)

আবেদন ফি ও জমা করার ঠিকানা

তপশিলি শ্রেণীভুক্ত জাতি, মহিলা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত অন্যদের এককালীন 225/- টাকা আবেদন ফি জমা করতে হবে। Academic Block, ESIC Mch, Desula Mia, Alwar (RAJ) 301030 এই ঠিকানাতে আপনাকে আবেদন করতে হবে তা হলে আপনার আবেদন জমা করা হবে বা নেওয়া হবে। উপরে যেই সময় বলা হয়েছে সেই সময়ের মধ্যে আপনাকে ইন্টারভিউ দিতে যেতে হবে সমস্ত ডকুমেন্ট সাথে নিয়ে (ESIC Recruitment).

LIC তে চাকরির বিজ্ঞপ্তি। LIC Assistant পদে 7000 জন কর্মী নিয়োগ। যোগ্যতা ও কিভাবে আবেদন করবেন জেনে নিন।

আপনি যদি আবেদনের জন্য ইচ্ছুক হন সংস্থার ওয়েবসাইট www.esic.gov.in টি ভিজিট করে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে আবেদন করুন। এমন আরও অন্যান্য চাকরির পরীক্ষার আপডেট পেতে আমাদের পেজটি নিয়মিত ফলো করে পাশে থাকুন। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন (ESIC Recruitment).
Written by Shampa debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button