Dearness Allowance – DA নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন! সরকারি কর্মীদের বর্ধিত বেতন কবে থেকে কার্যকর হবে?

রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের হারে Dearness Allowance বৃদ্ধিকে কেন্দ্র করে দীর্ঘদিনের যে অবস্থান বিক্ষোভ তার পথ কোর্ট অবধি গিয়েছে আমরা সবাই জানি। যদিও এর মধ্যে কেন্দ্র সরকার আরোও কয়েকবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছেন সেইসাথে অন্যান্য রাজ্য সরকার ও তাদের সরকারি কর্মীদের জন্য DA বৃদ্ধি করেছেন কিন্ত পশ্চিমবঙ্গ সরকার এই DA বৃদ্ধি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।

Advertisement

West Bengal Dearness Allowance Hike News Update

তবে অনেক উত্থান পতনের পর এই নতুন বছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষনা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। যদিও এই সামান্য পরিমাণ DA বৃদ্ধি নিয়ে খুশি নয় রাজ্য সরকারি কর্মীগণ। কারণ তাদের প্রথম থেকে একটাই কারণে বিক্ষোভ আর সেটা হলো কেন্দ্রের সমান DA প্রাপ্তি।

Advertisement

যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমানে ৪৬ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। যদিও আর কিছু মাসের মধ্যে সেটা ৫০ গিয়ে দাঁড়াবে। সেখানে এই ৪ শতাংশ DA বৃদ্ধি হওয়ার ফলে রাজ্য সরকারি কর্মীদের DA পরিমান দাড়ায় ১৪ শতাংশ। এখনো কেন্দ্রের সাথে রাজ্যের কর্মীদের DA ফারাক ৩২ শতাংশ।

তাই এই সামান্য Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি রাজ্য সরকারি কর্মীগণ। তারা এখনও সমান ভাবেই বিক্ষোভ জারি রেখেছেন। আর আগামীতে লোকসভা ভোটের আগেই আরও জোরদার হতে চলেছে এই বিক্ষোভ সে কথা স্পষ্ট জানিয়েছেন সরকারি কর্মী সংগঠন।

অন্যদিকে শুক্রবার নবান্ন থেকে ঘোষনা হয়ে গেলো এই বর্ধিত ৪ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ ভাতা কার্য্যকর হবে মে মাস থেকে। অর্থাৎ মে মাস থেকে রাজ্য সরকারি কর্মীরা এই বর্ধিত হারে DA পাবেন। তবে মুখ্যমন্ত্রী এখনো কিছুটা চিন্তিত লোকসভা ভোটের আগে কোনো ঝামেলা এসে পড়ার আশঙ্কায়। কারণ নির্বাচন খুবই গুরুত্তপূর্ণ একটা বিষয়।

DA ঘোষণার পর এবার সরকারি কর্মচারীদের জন্য ডবল সুখবর ঘোষনা। কত টাকা বেশি পাবেন?

সেই সময় যদি সরকারি কর্মী সংগঠন মিছিল মিটিং করে আন্দোলনকে আরও জোরদার করে তোলে তাহলে সেই প্রভাব নির্বাচনে এসে পড়বে। তাই কিছুটা আতঙ্কিত রয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা তাদের ভাবনায় অনড়। তাদের দাবি না মেটানো অবধি তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Dearness Allowance - মহার্ঘ ভাতা

কিন্ত মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সরকারি কর্মীদের Dearness Allowance বা মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়। তাই মুখ্যমন্ত্রীর DA বাড়াতেই হবে এমন কোনো কথা নেই। তবে এই কথা মানতে নারাজ সরকারি কর্মী যৌথ সংগঠন। মুখ্যমন্ত্রী আরও বলেন এই ৪ শতাংশ DA বৃদ্ধি করার ফলে সরকারের উপর ২৪০০ কোটি টাকার ভার চাপলো।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের আরো 4% DA বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ। কত টাকা বাড়ছে, কবে থেকে চালু?

তবে জানা যাচ্ছে এই ৪ শতাংশ বর্ধিত Dearness Allowance বা মহার্ঘ ভাতা নিয়ে খুশি নন সরকারি কর্মীরা। তারা কেন্দ্রের সমান DA চান। তাই ভোটের আগেই আরও বড়ো কোনো আন্দোলন হবে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। যদিও এই ৪ শতাংশ DA বৃদ্ধি পাওয়ার পর প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন। তাই কেন্দ্রের সমান না হলেও কিছুটা বৃদ্ধি হওয়ায় অনেকটাই সুবিধা পাবেন সরকারি কর্মীরা।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button