Primary TET – প্রাথমিক নিয়োগ তদন্তে পার্থ ঘনিষ্ঠ প্রোমোটারের বাড়িতে ED র তলব। আরও কোন কোন নেতার ডাক পড়লো?

প্রাথমিক নিয়োগ বা Primary TET নিয়ে রাজ্যে কয়েক বছর ধরে যে দুর্নীতির কথা উঠে আসছে, তার ফলে রাজ্যে প্রাথমিক নিয়োগ প্রায় স্তগিদ হয়ে পড়েছে। লাখ লাখ প্রাথমিক শিক্ষক টেটে উত্তীর্ণ হয়েও নিয়োগ পাচ্ছেন না। সুপ্রিম কোর্টে নিয়োগ সংক্রান্ত কেস চলছে এখনও। টেট উত্তীর্ণরা রাস্তায় ধর্না দিয়েই তাদের বিক্ষোভ জারি রেখেছে। এরইমধ্যে শুক্রবার সকালে ইডির একটি দল হানা দেয় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার রাজীব দে-র নাকতলার বাড়িতে।

Advertisement

ED Raids at Five Place in WBBPE Primary TET Scam

জানা যাচ্ছে, পার্থের নাকতলার বাড়ির উল্টোদিকেই এই প্রোমোটারের বাড়ি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম প্রাথমিক নিয়োগ বা Primary TET দুর্নীতিতে অনেকদিন আগেই উঠে এসছিলো। এবার তারই ঘনিষ্ঠ একজনের নাম জড়িয়ে গেলো নিয়োগ দুর্নীতিতে। গত সপ্তাহেই পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা।

Advertisement

তার কাছে বেশ কয়েকজন প্রোমোটারের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ৫ প্রোমোটারের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ ছিল বলে সন্দেহ রয়েছে ইডি আধিকারিকদের। সেই সূত্রেই রাজীব দে-র নাম উঠে এসেছে। শুক্রবার রাজীব দে-র অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধারের চেষ্টা করছে ইডি (Primary TET).

প্রাথমিক নিয়োগ বা Primary TET দুর্নীতি মামলার তদন্ত অনেকদিন ধরেই চলছে তাতে বেশ কয়েকজন নামকরা নেতা ইডি র হেফাজতে রয়েছেন। আবার শুক্রবার ইডি ফের তদন্তে নামে। জানা যাচ্ছে, শুক্রবার সকাল ৭টা নাগাদ তদন্তকারীদের একটি দল নাকতলার বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং তার সাথে শহরের মোট পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা।

এমনকি প্রোমোটার রাজীবের আরেকটি বাড়ি রয়েছে বাঁশদ্রোণীতে সেখানেই ইডি যান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে ইডি আধিকারিকরা বেশকিছু নথিপত্র খতিয়ে দেখে তাদের সন্দেহের তীর যায় প্রোমোটার রাজীব দের দিকে। আর তখনই প্রথম প্রকাশ্যে আসে পার্থের সাথে তার প্রোমোটার রাজীব দের ঘনিষ্ঠতা।

সূত্র মারফত, শুক্রবার তার বাড়িতে গিয়েও ইডি আধিকারিকরা প্রবেশ করতে পারেননি কারণ বাড়িতে ঢোকার চাবি র জন্য অপেক্ষা করতে হয়েছে তাদের। বাড়ির সামনে একটি ইমারতি দ্রব্য বিক্রির কারখানা রয়েছে। সেই কারখানায় তল্লাশি চালাবার কথা রয়েছে প্রোমোটার রাজিব দে কে সঙ্গে নিয়েই (Primary TET).

প্রাইমারি টেট প্রার্থীদের জন্য সুখবর! 50 হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো পর্ষদ।

তবে শুধু রাজিব দে বাড়িতে তল্লাশি চালায়নি ইডি আধিকারিকরা। গত মঙ্গলবার থেকেই কলকাতার আরও বেশ কিছু জায়গায় ঘুরে ঘুরে তল্লাশি অভিযান চালায় ইডি। তারমধ্যে সল্টলেকের আইবি ব্লক থেকে শুরু করে পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি এলাকার আরও পাঁচটি জায়গায় হানা দিয়েছেন (Primary TET).

বেতন বৃদ্ধি তথা Govt Salary

তদন্তকারীদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। এরমধ্যে সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীকে। তিনি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। তবে জানা যাচ্ছে রেশন মামলায় ধৃত শঙ্কর আঢ্য ওরফে ডাকুরের ঘনিষ্ঠ ছিলেন এই ব্যাবসায়ী। দেখা যাক ইডি আধিকারিকরা আর কোথায় কোথায় তল্লাশি অভিযান চালায়। আর কতজনের নাম এই নিয়োগ দুর্নীতিতে উঠে আসে।

প্রাইমারী TET নিয়ে খুশির খবর! আরও 2225 জন চাকরি পাবে। লেটেস্ট তালিকা দেখে নিন।

সবচেয়ে আমজনতার কাছে এটাই আশর্য এর ব্যাপার রাজ্যের শিক্ষার আর চাকরির যদি এমন অবস্থা হয় সেই রাজ্যে সত্যিকারের শিক্ষার ফলস্বরূপ প্রাথমিক শিক্ষক তৈরি হবে কিভাবে। এই রাজ্য শিক্ষা নিয়োগ বা Primary TET দুর্নীতিতে একবার যখন নাম উঠিয়েছে আদৌ কি এই রাজ্য শিক্ষার আলোয় আলোকিত হবে? একটা প্রশ্ন চিন্হ থেকেই যাচ্ছে সবার মনে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button