State Bank Of India দিচ্ছে তাদের সাথে জুড়ে রোজগার করার সুযোগ। দেশের বৃহত্তম সরকারি ব্যাংক SBI. তারা দেশের সকল নাগরিককে সুযোগ করে দিচ্ছে রোজগার করার। কি সেই সুযোগ জেনে নিন।করোনা মহামারীর ফলে গত দুই বছর ধরে তাল মাতাল দেশ থেকে দুনিয়ার অর্থনীতি। এর মুল ফল ভোগ করছে চাকরিপ্রার্থী মানুষেরা।
State Bank Of India র সাথে কীভাবে আয় করবেন জেনেনিন।
এই মহামারি চলাকালীন এক কথায় বলতে গেলে পুরো বিশ্ব থমকে গিয়েছিল। সেই সময় থেকে নিয়ে এখনও পর্যন্ত বিশ্বের অর্থনীতি সেই তলানিতেই পরে আছে। এই জন্য ব্যাংক গুলির অবস্থাও একই বলা যেতে পারে। এরই মধ্যে State Bank Of Indiaদেশের মানুষকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট টাকা রোজগারের সুযোগ দিতে চলেছে। কি সেটা জেনে নিন।
সারা বিশ্বের মতো আমাদের দেশের GDP (Gross Domestic Product) ও তলানিতে ঠেকেছে। এর ফলে দেশে চাকরির বাজারের অবস্থা খুব একটা ভালো নয়। এই জন্য এই সময়ে অনেকে ব্যবসা করতে চাইছে। কিন্তু অনেকে ভুলে যাচ্ছে ঠিক মতো না জানলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা অনেক বেশি থাকে। তাই ষ্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া দিচ্ছে এক দারুণ ব্যবসার সুযোগ।
মোবাইলে PAYTM থাকলেই, ঘরে বসে রোজগারের সুযোগ, এই কাজ সবাই পারবে – Earn Money Online.
সেটা হল ATM Franchise এই কাজ করে প্রত্যেকে রোজগার করার সুযোগ পাবে। SBI এর তরফ থেকে দেওয়া এই ATM Franchise নিয়ে আপনারা প্রতি মাসে ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত টাকা রোজগার করতে পারবেন। এই হিসাবে আপনি এক বছরে ৬,০০,০০০ থেকে ৭,২০,০০০ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
এই FRANCHISE নিতে কিছু শর্তঃ-
১. আপনার নিজের কাছে একটা ৫০-৬০ বর্গফুট এর দোকান থাকতে হবে। দোকান টি অবশ্যই কোন জন বহুল এলাকাতে হতে হবে।
২. এই দোকানে একটা পাকা ছাদ থাকতে হবে।
৩. দোকানের ১০০ মিটারের মধ্যে কোন অন্য ATM থাকা চলবে না।
৪. যেই এলাকাতে এই দোকান থাকবে সেই এলাকাতে ২৪/৭ ইলেকট্রিক কানেকশান থাকতে হবে।
পোস্ট অফিস থেকে মাসে মাসে রোজগার করুন প্রচুর টাকা, জেনে নিন এই নিয়মগুলি।
আপনি কিভাবে এইখানে রোজগার করতে পারবেনঃ-
• প্রতিবার টাকা তুললে আপনি একটা নির্দিষ্ট পরিমানে কমিশন পাবেন।
• এছাড়াও টাকা তোলা ছাড়াও ব্যাল্যান্স চেক, টাকা ট্রান্সফার ইত্যাদির থেকেও আপনি রোজগার পাবেন।
State Bank Of India’র তরফ থেকে এই ATM Franchise নিতে হলে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে। এর পরে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমান টাকা রোজগারের সুযোগ। এর সুবর্ণ সুযোগ কাজে লাগানোর জন্য আজই আপনার কাছা কাছি যে কোনো ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন।