Durga Ratna Award 2023 – শুধু কলকাতা নয় জেলার পুজা জিতে নিল সেরার পুরস্কার, জানুন বিস্তারিত।
দূর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এটিকে শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সংস্কৃতি ও সম্প্রীতির (Durga Ratna Award 2023) বন্ধনে মিলনস্থল হিসাবে পর্যালোচনা করা হয়। একটি দুর্গাপূজার অবসানের পর থেকেই পরের বছরের দুর্গাপূজার জন্য মনের মধ্যে যে অনন্ত প্রতীক্ষা এইরকম আর কোনো পূজা বা উৎসবে দেখা যায়না। মহালয়ার পর থেকেই মানুষের মনে পূজার শুভারম্ভের জন্য দিনগোনা শুরু হয়ে যায়। শপিং, পার্লারে আপামর জনসাধারণের ভিড় উপচে পড়ে। এসবই শারদোৎসবকে কেন্দ্র করে।
সারা রাজ্য জুড়ে বিশেষ করে কলকাতা তিলোত্তমার দুর্গাপূজা ইউনেস্কোর স্বীকৃতি (Durga Ratna Award 2023) পেয়ে বিশ্বের দরবারে বিশেষ স্থানে ভূষিত হয়েছে। এই পূজো কে ঘিরে শিল্পী, লাইট, ঢাকি, প্রতিমা তৈরির কারিগর আরও কত মানুষের রুজি রোজগার জড়িত আছে। একেকটি প্যান্ডেল তৈরি করতে কত দিনের রাত জাগা পরিশ্রম রয়েছে। শিল্পীর হাতের কারুকার্যে একেকটি প্যান্ডেল হয়ে ওঠে মাইলস্টোন।
পুজো মিটতেই ডিএ নিয়ে বড় ঘোষণা সরকারের, খুশি সকল সরকারি কর্মীরা, কত শতাংশ বাড়লো? জানুন।
প্রত্যেকটি প্যান্ডেলের আলাদা রকম শৈল্পিক ভাবনা, লাইটিং আর প্রতিমার মূর্তির ধরনের উপর বিচার করে একেকটি ক্লাবকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত করা হয়। আর এই পুরস্কার হলো তাদের এত খাটনির এতটা সুন্দর ভাবনা মানুষদের উপহার দেওয়ার জন্য তাদের জন্য আরও ভবিষ্যতে উৎসাহিত করার জন্য ও তাদের ভাবনা ও কাজকে কুর্নিশ জানানোর জন্য এই পুরস্কার।
বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেলেও সবথেকে অন্যতম সেরা পুরস্কার হলো রাজ্যপালের দেওয়া দুর্গরত্ন (Durga Ratna Award 2023) পুরস্কার এবং এটি কোন প্যান্ডেল পাবে সেটা ঠিক করার জন্য জনসাধারণের ওপর ছেড়ে দেওয়া হয়। তাদেরকেই ইমেইল এর মাধ্যমে সেরার সেরা পূজা প্যান্ডেল নির্বাচন করার জন্য বলা হয়। এবছর ৪ টি প্যান্ডেল সেরার সেরা শিরোপা পেল। এবছর পুরস্কার স্পনসার করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
পুরস্কার প্রাপক ৪টি প্যান্ডেল হলোঃ
১) টালা প্রত্যয় পূজা মন্ডপ
২) নেতাজি কলোনি পূজা মন্ডপ
৩) কল্যাণী আই টি আই পূজা মণ্ডপ
৪) বরানগর বন্ধুদল পূজা মন্ডপ
এই ৪টি পূজা প্যান্ডেলের থিম ছিলঃ
১) টালা প্রত্যয় পূজা মন্ডপের থিম ছিল আলো ও ছায়ার সৃজনশীল ব্যাবহারের জন্য পুরস্কৃত হয়েছে।
২) নেতাজি কলোনি থিম ছিল উদ্ভাবনী থিম
৩) ৩) কল্যাণী আই টি আই পূজা মণ্ডপের থিম ছিল দৃষ্টি সুখ। অপরূপ আলোকসজ্জা ও চিত্রাকর্ষ ভাবনার জন্য পুরস্কৃত হয়েছে।
৪) বরানগর বন্ধু দল ক্লাবের থিম ছিল পরিবেশ সচেতনতা।
পুরস্কার (Durga Ratna Award 2023) হিসাবে ক্লাবগুলোকে সমষ্টিগত ভাবে ৫ লাখ টাকা দেওয়া হবে। ৪ টি ক্লাব নিজেদের মধ্যে ভাগ করে নেবে এই টাকা। এছাড়া এই ৪ টি ক্লাবকে মানপত্র ও ফলক দেওয়া হবে। সব মিলিয়ে ৪ টি ক্লাব রাজ্যপালের দূর্গারত্ন পুরস্কারে নামাঙ্কিত হয়ে খুবই খুশি।
Written by Shampa Debnath.