Census of India: দীর্ঘ ১৩ বছর পর আবার শুরু হচ্ছে জনগণনা! কি কি প্রশ্ন করা হতে পাবে এবং কি কি নথি লাগতে পারে দেখে নিন
সমস্ত ভারতীয়দের জন্য সুখবর! আবারও দীর্ঘ ১৩ বছর পর শুরু হতে চলেছে আদমশুমারি বা জনগণনার কাজ। এটি খুব গুরুত্বপূর্ণ খবর সমস্ত ভারতবাসীদের কাছে। প্রায় অনেক বছর আগে দিয়ে বন্ধ ছিল এই জনগণনার কাজ, প্রতি ১০ বছর অন্তর এই কাজ করা হয়। ১৮৭২ সাল থেকে সরকারি নির্দেশ অনুসারে শুরু হয় আদমশুমারি বা জনগণনার নীতি। সেই থেকে প্রতি ১০ বছর অন্তর এই জনসংখ্যা গননার চলছে। ভারতবর্ষে শেষবার এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল ২০১১ সালে। তার পর ২০২১ সালে প্রস্তাব হলেও অতিমারীর কারনে সম্পন্ন হয়নি।
Census of India 2024
এই জনগণনার সমীক্ষার ওপর দেশের নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করে থাকে। যেমন সাধারণ মানুষদের বিভিন্ন পরিষেবা প্রদান, আবার বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া ইত্যাদি ক্ষেত্রে জনগণনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই বিষয়ে বিস্তারিত জানতে, আজকের এই প্রতিবেদনটি ভালো করে পড়ুন এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কিছুদিন আগেই জানিয়েছেন, আগামী ২০২৬ সালের মধ্যে জনগণনার ফলাফল ঘোষণা করা হবে। সেই হিসাবে এই কাজ ২০২৪ সালে মধ্যেই শুরু করা হবে ভারতের জনগণনার কাজ। এই কাজ প্রায় দেড় বছর ধরে চলবে। এখন জানা গিয়েছে, যে ২০২৪ সালের শেষের দিক থেকে শুরু হয়ে যাবে এই গনণার কাজের প্রক্রিয়াটি। এখনও পর্যন্ত জানা গিয়েছে এই কাজ নভেম্বর বা ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে, বাড়ি বাড়ি গিয়ে জনসংখ্যা গণনা কাজ শুরু হয়ে যেতে পারে। আর সেই মতো সমস্ত নথি জোগার করে রাখতে হবে সাধারণ মানুষকে। জেনে নিন কি কি ডকুমেন্ট আপনাকে হাতের কাছে রাখতে হবে? দেখে নিন সমস্ত তথ্য বিস্তারিত ভাবে।
জনগণনার জন্য কি কি প্রশ্ন করা হতে পাবে?
ভারতবর্ষে জনগণনার প্রক্রিয়া আরম্ভ হলে, আপনার বাড়িতে একজন সরকারি বা বেসরকারি এজেন্সির কর্মী যাবেন। তিনি বাড়িতে গিয়ে কিছু প্রশ্ন করবে আপনাদের কাছে।
যেমন – আপনার পরিবার সম্পর্কে, পরিবার সদস্য সম্পর্কে, আপনার জীবিকা ও মাসিক বা বার্ষিক আয় সম্পর্কে ইত্যাদি আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। সমস্ত প্রশ্ন করা হয়ে গেলে আপনাদের উত্তর তাঁরা নথিভুক্ত করে নিয়র আসবে।
সেক্ষেত্রে প্রশ্ন হতে পারে-
1. আপনার পরিবারের সদস্য কত জন
2. আপনার পরিবারের সদস্যদের নাম, তাঁদের বয়স ও লিঙ্গ সম্পর্কে।
3. জীবিকা ও এই সম্পর্কিত তথ্য
4. এছাড়াও অন্যান্য প্রশ্ন করা হতে পারে
আরও পড়ুন, টাকা দেওয়া শুরু, এই প্রকল্পে নতুন করে আবেদন করলে, কিছু দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন নিজের একাউন্টে
জনগণনার সময় কি কি নথি লাগতে পারে?
এই বিষয়ে আপনাদের বিশেষ কিছু চিন্তা করতে হবে না। কারন Census of India এর প্রক্রিয়ায় সাধারণত কোনো কাগজ পত্র প্রয়োজন হয়না। তবে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড দেখতে চাইতে পারে। যে সকল কর্মীরা এক্ষেত্রে আপনাদের বাড়িতে এসে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড চাইতে পাবেন। তাই এই দুটি ডকুমেন্ট রেডি রাখতে হবে।
এদিকে এই প্রক্রিয়া শুরু নিয়ে বিরোধীত NRC চালুর ষড়যন্ত দেখছে। যদিও কেন্দ্র সরকার জানিয়েছেন এটি একটি রুটিন মাসিক প্রক্রিয়া এর সাথে CAA NRC এর কোন সম্পর্ক নেই। তবে সাধারনের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, যিনি আপনার বাড়ি আসবে এই কাজের জন্য তার কাছে একটি মোটা বই থাকবে। যেটা দেখে নিশ্চিত মনে নিজের তথ্য জানাবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।