রাজ্য জুড়ে DA বা Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধিকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে তার অবসান এখনো হয়নি। রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দাবি না মেটানো পর্যন্ত এই আন্দোলন জারি রাখবেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার DA বাড়িয়ে চলেছেন। তবে এবার কেন্দ্রীয় সরকার DA নিয়ে কিছু ঘোষনা করেননি। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিশেষ টাকা দেবার ঘোষনা করলেন।
Dearness Allowance Pensioners will Also Get a Lot of Money
এরফলে লাভবান হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। শুধু সরকারি কর্মচারীরা (Dearness Allowance) নয় এই সুবিধা পাবেন। প্রথমেই জানিয়ে রাখি যে, কেন্দ্রের এই সিদ্ধান্ত কয়েক লক্ষ সরকারি কর্মচারী ছাড়াও পেনশনভোগীরা। তাহলে কিসের জন্য টাকা দেব কেন্দ্রীয় সরকার? জেনে নেওয়া যাক
সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের (Dearness Allowance) রেট সংশোধন করা হয়েছে। আর সেই ঘোষনা করা হয়েছে। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নয় তাদের পরিবারের জন্য এই সুবিধা দেওয়া হবে। পেনশন ভোগীরাও তাদের চিকিৎসার জন্য এই টাকা পাবেন। এখনো অবধি ৮০ টি শহরে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
আবারও মার্চ মাসে DA বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের! কত শতাংশ বাড়বে?
কি কি সুবিধা পাবেন
জানা যাচ্ছে, NABH স্বীকৃত হাসপাতালে ভর্তি থাকলে ৩০০ টাকা এবং নন NABH স্বীকৃত হাসপাতালে থাকলে ২২৫ টাকা খরচ হবে। এদিকে, NABH স্বীকৃত হাসপাতালগুলির জন্য সেলাই (৭-১২ টি সেলাই) অপসারণের ক্ষেত্রে হার হল ২০০ টাকা এবং নন NABH স্বীকৃত হাসপাতালগুলির ক্ষেত্রে এটি হল ১৭০ টাকা। পাশাপাশি, মোট কোলেক্টমির দাম ৩৪,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত রয়েছে।
তবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই সুবিধা পেতে হলে একটা ফ্রম ফিলাপ করতে হবে। ফ্রম টি পূরণ করে পরিবারের সদস্যদের ছবি নিয়ে রাখি, Central Government Health Scheme এর মন্ত্রক বা বিভাগে জমা দিতে হবে। আবেদন করার পর একটা কার্ড দেওয়া হবে কর্মীদের। তবে এই কার্ডটি অনলাইনেও আবেদনের পর ডাউনলোড করে নেওয়া যাবে।
4% DA বৃদ্ধির ফলে গ্রেড অনুযায়ী পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মীদের কত বাড়ছে বেতন? হিসাব দেখে নিন।
এই সুবিধা পেয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Dearness Allowance) স্বাভাবিকভাবেই খুশি। বিশেষ করে চিকিৎসার জন্য আর্থিক ভাবে সহায়তা দেওয়াটা বিশেষ করে পরিবারের জন্য অনেক বড়ো ব্যাপার। তাই কেন্দ্রীয় সরকারের Government Health Scheme খুবই জনপ্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে।
Written by Shampa Debnath.