DA বা Dearness Allowance বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন যেমন একই অবস্থায় রয়েছে। যদিও কিছু মাস আগে রাজ্য সরকার দুবারে ৪ শতাংশ DA বৃদ্ধি করেন তবে এইটুকু DA বৃদ্ধি নিয়ে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা। তারা কেন্দ্রের হারে DA চান আর সেটা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। তাই আন্দোলনের প্রভাব ভোটের উপর পড়বে কিনা সেই নিয়েও চিন্তায় রাজ্য সরকার।
Govt Employees Dearness Allowance Hike New Update
অন্যদিকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেশ অনেকবার Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা বাড়িয়েছেন। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ DA বাড়ানো নিয়ে অনেকদিন ধরেই বলছিলেন। আর সেটা লোকসভা ভোটের আগেই পূরণ হবে বলে জল্পনা চলছিল।
আর সেই জল্পনা সত্যি হলো। আরও ৪ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের। এতদিন ৪৬ শতাংশ করে DA পেতেন আরও ৪ শতাংশ বাড়ানোর জন্য মোট মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছাবে। জানা যাচ্ছে মার্চেই এই DA বৃদ্ধি করা হবে। তবে DA বৃদ্ধি পাওয়ার পর নতুনভাবে হিসেব গণনা করা হবে।
আর সেটা হলো ২৯ ফেব্রুয়ারি থেকে নতুন ডেটা আসবে আর ২০২৪ সালের জুলাই মাসে Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি একটি নতুন পদ্ধতি বের করে গণনা করা হবে। তার কারণ নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছলে তা শূন্য (০) হয়ে যাবে।
মার্চ মাসে DA বৃদ্ধি করা হলে কর্মচারীরা এপ্রিল থেকে বর্ধিত Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা পাবেন। যদিও এটি ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর করা হবে। অর্থাৎ বছরের প্রথম থেকেই তারা ৫০ শতাংশের হারে DA পেয়ে যাবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই নিয়ে আলোচনা হয়ে একরকম প্রস্তুতি শুরু হয়ে গেছে।
তবে এখনও কোনো অফিসিয়ালি অনুমোদন হয়নি। তবে খুব দ্রুত হয়ে যাবে আশা করা যায়। এর পরে আবার DA বৃদ্ধি পাবে জুলাই ২০২৪ এ। তবে ৫০ শতাংশ হওয়ার পর যেহেতু শূন্য হয়ে যায় তাই জুলাই থেকে নতুন হিসাব শুরু হবে। প্রত্যেক বছরই Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা সিরিজ পরিবর্তন হয়।
সরকারি কর্মীদের দাবি পূরণে মুখ্যমন্ত্রীর বড় সিদ্ধান্ত। বেতন বৃদ্ধিতে রাজ্যের খরচ বাড়ছে।
২০১৬ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পরে শ্রম মন্ত্রক Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা গণনার ফর্মুলাও পরিবর্তন করেছিল। শ্রম মন্ত্রক ২০১৬ সালে মহার্ঘ ভাতার ভিত্তি বছর পরিবর্তন করেছে এবং মজুরি হার সূচকের একটি নতুন সিরিজ প্রকাশ করেছে। শ্রম মন্ত্রক বলেছে যে WRI-এর নতুন সিরিজ ভিত্তি বছর ২০১৬=১০০ এর সাথে পুরানো সিরিজের পরিবর্তে ভিত্তি বছর ১৯৬৩-৬৫ হয়েছে।
জানা যাচ্ছে , মহার্ঘ্য ভাতা গণনার জন্য যেমন এখন সপ্তম বেতন কমিশনের মহার্ঘ ভাতা চলছে তাই বর্তমান হারকে মূল বেতন দ্বারা গুণ করে মহার্ঘভাতার পরিমাণ গণনা করা হয়। উদাহরণ দিয়ে বলতে হলে যদি আপনি মূল বেতন পান ৫৬,৯০০ DA (৫৬,৯০০x৪৬)/ Rs ১০০, বর্তমান হার হল ৪৬%। মহার্ঘ ভাতা শতাংশ = গত ১২মাসের গড় CPI – ১১৫.৭৬। এখন যা আসবে তা ১১৫.৭৬ দ্বারা ভাগ করা হবে। প্রাপ্ত সংখ্যা ১০০ দ্বারা গুণ করা হবে।
4% DA বৃদ্ধির ফলে গ্রেড অনুযায়ী পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মীদের কত বাড়ছে বেতন? হিসাব দেখে নিন।
আপনি যে বেতন পাচ্ছেন তার উপরেই Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা রেট নির্ভর করে গুন করা হয়। যদি একজন কেন্দ্রীয় কর্মচারীর ন্যূনতম বেসিক বেতন ২৫,০০০ টাকা, তাহলে তার মহার্ঘ ভাতা (DA গণনা) ২৫,০০০ টাকার ৪৬% হবে। ২৫,০০০ টাকার ৪৬ শতাংশ অর্থাৎ মোট ১১,৫০০ টাকা। এটি একটি উদাহরণ।
অতএব, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বাভাবিকভাবেই তাদের এইটা অনেক খুশির কারণ। তবে রাজ্য সরকারি কর্মচারীরা এখনো অপেক্ষায় তাদের ভাগ্যের চাকা কবে ঘুরবে! আন্দোলন আর কতদিন চললে মুখ্যমন্ত্রী তাদের ইচ্ছার মর্যাদা দেবেন।
Written by Shampa Debnath.