যদি তিন চার দিন পর পর ক্যালেন্ডারের দাগ অর্থাৎ ছুটির দিন পাওয়া যায় তাহলে বাঙালির মন ‘দিপুদা’ করে ওঠে। অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং এই তিনটি জায়গার মধ্যে তারা ঘুরতে যাওয়ার চেষ্টা করে। তবে এই মূল্য বৃদ্ধির বাজার এমনি পকেটে টান ধরিয়েছে মধ্যবিত্তের তার উপরে যদি এইসব জায়গায় ঘুরতে যাওয়ার আগেই আপনার যাতায়াতি অর্ধেক টাকা অর্থাৎ বাজেট চলে যায় তাহলে করে আপনি ঘুরবেন কিভাবে?
দেখেনিন সস্তায় দার্জিলিং কিভাবে, কোথা থেকে কখন যাবেন।
হ্যাঁ বর্তমানে দার্জিলিং যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে যেসব গাড়ি পাওয়া যায় সেগুলির ছাড়া এতটাই বেশি যে আপনার ঘুরতে যাওয়ার বাজেট ওখানেই অনেকটা চলে যাবে। আর যদি বলেন টয় ট্রেনের কথা তবে দার্জিলিং শৈল শহরের টয় ট্রেনের ভাড়াও বেশ চড়া ফলে আপনার সাশ্রয়ের বদলে খরচ হয়ে যাবে অনেকটাই। তবে সেই দিক থেকে একটু লাঘব করবার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তরফে নিয়ে আসা হয়েছে দার্জিলিংয়ের ভ্রমণকারীদের জন্য একটি নতুন উপহার।
যা আপনাকে আপনার ভ্রমণ স্থল অর্থাৎ শৈল শহরে পৌঁছে দেবে মাত্র ১০৫ টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন, যেখানে আপনার রিজার্ভ গাড়িতে প্রায় তিন হাজার টাকা এবং শেয়ার ট্যাক্সিতে মাথাপিছু ৩০০ থেকে ৫০০ টাকা লেগে যায় সেখানে মাত্র ১০৫ টাকাতে একটি পৌঁছে যাবেন। যারা ভ্রমণকারী তারা হয়তো কিছু সময় এ রিজার্ভ গাড়ির ব্যবহার করেন।
কিন্তু অনেকেই আছেন যাদেরকে মাঝে মাঝে ব্যবসার কাজে তার জন্য যেতে হয় তাদের ক্ষেত্রে এটি খুব সাশ্রয় একটি পদক্ষেপ। কিংবা আপনি যদি কম বাজেটে দার্জিলিং ঘুরতে যেতে চান সেক্ষেত্র আপনি এই পরিবহন অনায়াসে ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনাকে শিলিগুড়িতে ট্রেন থেকে নামতে হবে এবং তারপরে দার্জিলিং পৌঁছে দেবে এই বাস।
কোথা থেকে এবং কখন ছাড়ে এই বাস?
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে এই সুন্দর পদক্ষেপ নেওয়া হয়েছে। সকাল সাড়ে ছটা থেকে পরপরই দার্জিলিং যাওয়ার বাস ছাড়ে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে। এইবার যথেষ্ট আরামদায়ক এবং কম সময়ের মধ্যেই আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যে। তাহলে পর্যটক এরাও আরামে ব্যবহার করতে পারবেন এই বাহন।
বহু মানুষ আছে আমি যারা প্রথমবার দার্জিলিং যাচ্ছে না, সেই ক্ষেত্রে এই বাস তাদের পক্ষে একটা ভালো সিদ্ধান্ত হবে। তবে বর্তমানে বহু মানুষই এটার ব্যাপারে জানে না আবার অনেকেই জানিনা এজন্য বহু মানুষ এখন এই বাস ব্যবহার করেন আবার যারা বাধ্য হয়ে যেমন বাস হয়তো ভর্তি হয়ে গেছে কিংবা যে সময় বাস পৌঁছাবে তা তাদের পছন্দের হচ্ছে না সে ক্ষেত্রে অনেকে ট্যাক্সি বা ভাড়ার গাড়ি ব্যবহার করেন।