পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিশেষ সুখবর নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গ সরকার তাদের Salary Hike বা বেতন বাড়ালো। ঠিক কত কি বাড়ালো এবং কবে থেকেই কার্যকর হবে জেনে নিন বিস্তারিত। অনেক আন্দোলনের পর সুফল হাতে পেলো কর্মীরা। দীর্ঘদিনের আন্দোলন অবশেষে শেষ হলো। সামনেই লোকসভা নির্বাচন।
Daily Wage Salary Hike of These WB Contractual Workers
আর তার আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন চুক্তিভিত্তিক কর্মচারীদের একাংশের দৈনিক মজুরি বাড়বে। দৈনিক হিসেবে ১৭ টাকা করে বাড়বে। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষনা করেছেন। দৈনিক ১৭ টাকা করে হলে তাদের মাসিক বেতন ৫১০ টাকা করে বাড়বে।
কাদের বেতন বাড়বে
পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জলপ্রকল্পে কর্মরত পাম্প অপারেটর, ভালভ অপারেটর, গার্ড, পঞ্চায়েতের নিরাপত্তারক্ষী, পুরসভার নিরাপত্তারক্ষীদের দৈনিক মজুরি (Salary Hike) বাড়ানো হচ্ছে। যাঁরা কোনও ন্যূনতম মজুরি আইনের আওতায় পড়েন না। তাঁদেরই দৈনিক মজুরি বাড়ছে। অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়তে চলেছে।
বেতন বৃদ্ধি বা Salary Hike এর আগে চুক্তিভিত্তিক কর্মচারীরারা দৈনিক মজুরি হিসেবে ৪০৪ টাকা পেতেন। সেটা এবার ১৭ টাকা করে বাড়ায় বেড়ে ৪১২ টাকা করা হচ্ছে বলে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের তরফে জানানো হয়েছে। এই বর্ধিত বেতন কার্যকর হবে ২০২৩ সালের ১ মার্চ থেকে ।
তবে এই Salary Hike বা বেতন বৃদ্ধি নিয়েও চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন। যেমন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা নির্ঝর কুণ্ডু বলেন, ‘তিন শতাংশ DA বৃদ্ধি পাওয়ায় অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরি ১৭ টাকা বাড়ল।
মার্চ মাসে আবারও বাড়ছে DA! সরকারি কর্মচারীদের কত টাকা দেবে? নতুন আপডেট দেখে নিন।
তাহলে বকেয়া ৩৬ শতাংশ DA দেওয়া হলে প্রতিদিন ২০৪ টাকা হারে মাসে ৬,১২০ টাকা বৃদ্ধি পায়। এই টাকাটা পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে চুরি করছে। যদিও চুক্তিভিত্তিক কর্মীদের অনেক দিনের Salary Hike বা বেতন বৃদ্ধি র আন্দোলন একটু হলেও স্তগিদ হলো। কারণ বেতন বৃদ্ধিতে কর্মীদের বেশির ভাগই খুশি।
তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনো ষষ্ঠ বেতন কমিশনের আওতায় DA পাচ্ছেন। আগে ১০ শতাংশ DA পেতেন। কিছুদিন আগে ৪ শতাংশ DA বৃদ্ধি করায় তারা ১৪ শতাংশ করে DA পাবেন। তবে এই বর্ধিত DA কার্যকর হবে ২০২৪ এর মে মাস থেকে। তবে এই ৪ শতাংশ DA বৃদ্ধি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীরা।
4% DA বৃদ্ধির ফলে গ্রেড অনুযায়ী পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মীদের কত বাড়ছে বেতন? হিসাব দেখে নিন।
তাদের প্রথম থেকেই দাবি ছিল কেন্দ্রীয় হারে DA বৃদ্ধি। তাই প্রথম থেকেই যে আন্দোলন চলছিল এখনো সেই আন্দোলন সরব রয়েছে। কেন্দ্রীয় হারে DA বৃদ্ধি না করা পর্যন্ত তাদের আন্দোলন Salary Hike বা বেতন বৃদ্ধি পাবে বই কমবে না। আর সামনেই লোকসভা নির্বাচন তাই আন্দোলনের তীব্রতা কিছুটা শঙ্কিত করছে রাজ্য সরকারকে।
Written by Shampa Debnath.