বর্তমানে Pan Card তথা প্যানকার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি। অফিসিয়াল কাজ থেকে শুরু করে ব্যাংকিং ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে প্যান কার্ড অত্যাবশ্যক। তবে অনেকেই আছে প্যান কার্ড সঠিকভাবে ব্যাবহার করতে পারেননা। ফলে অনেক সমস্যার সম্মুখীন হন। বেশির ভাগ সময় ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে PAN বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিতে হয়। আধার কার্ডের মতো 10 সংখ্যার এই নম্বরও খুবই গুরুত্বপূর্ণ। আর কোনো অফিসিয়াল কাজে প্যান এর বিবরণে ভুল হয়ে গেলে 10 হাজরের মতন জরিমানা দিতে হতে পারে।
Correct Method of Using Pan Card
আবার অনেকসময় দেখা যায়, কোন ব্যক্তির প্যান কার্ড বা Pan Card নেই। তিনি প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছেন। কোনো কারণে প্যান কার্ড ডেলিভারি হতে দেরি হওয়ায় সেই ব্যক্তি আবারও একটি প্যান কার্ডের জন্য আবেদন করেছেন। ফলে সেই ব্যক্তির একাধিক প্যান কার্ড হয়ে যাচ্ছে। তার কাছে যে কোনো একটা রেখে বাকি গুলো দিয়ে দেওয়া উচিত।
আবার যখন কোনও নাগরিক আয়কর রিটার্ন (ITR) ফাইল করেন, তাঁকে খুব সতর্ক হয়ে 10 সংখ্যার Pan Card এর নম্বর লিখতে হবে। কোনও রকম জরিমানা এড়াতে এবিষয়ে সতর্ক থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী কোনও একজন ব্যক্তির শুধুমাত্র একটিই প্যান কার্ড থাকতে পারে। তাই আপনার কাছে একের বেশি প্যান কার্ড থাকলে সেটা অপরাধ। সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হবে।
আধার কার্ড দিয়ে বাড়ি বসে বানিয়ে ফেলুন ইনস্ট্যান্ট প্যান কার্ড। দেখে নিন সহজ পদ্ধতি।
আয়কর আইন 1961 র 272 বি ধারা অনুযায়ী নিয়ামক সংস্থা এই কারণে আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। এমনকী আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে। এছাড়াও আপনাকে 10 হাজার টাকা অবধি জরিমানা দিতে হতে পারে। আপনার যদি দুটি প্যান থাকে, তাসত্ত্বেও জরিমানা থেকে বাঁচার উপায় রয়েছে। আপনি দ্বিতীয় প্যানটি জমা দেওয়ার সুযোগ পাবেন।
দ্বিতীয় প্যান কার্ড জমা দেওয়ার পদ্ধতি
১) প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইট www.incomettaxindia.gov.com যেতে হবে।
২) ‘Request For New PAN Card and Changes Or Correction in PAN Data.’ এই অপশনে ক্লিক করতে হবে।
৩) ফর্ম ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
৪) এরপর আপনার পূরণ করা ফ্রম NSDL অফিসে গিয়ে সেই ফর্ম জমা দিতে হবে। সেইসাথে দ্বিতীয় প্যান কার্ডটি জমা দিতে হবে।
বাড়ি বসেই সহজ কয়েকটি স্টেপ ফলো করে বানিয়ে নিন ডিজিটাল রেশন কার্ড।
খুবই সহজ ভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। তাই আপনার কাছে একটার বেশি প্যান কার্ড তথা Pan Card থাকলে সেটা এইভাবে রিটার্ন করুন। আর জরিমানা থেকে রেহাই পান। এমন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের পেজ নিয়মিত ফলো করুন।
Written by Shampa debnath.