Dearness Allowance – আবারও মার্চ মাসে DA বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের! কত শতাংশ বাড়বে?

মহার্ঘ্য ভাতা বা Dearness Allowance নিয়ে একদিকে যখন রাজ্য সরকারি কর্মচারীদের সাথে রাজ্য সরকারের একটা আন্দোলন চলছে অন্যদিকে কেন্দ্র সরকার একের পর এক ঘোষনা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা। অনেকদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ DA এর জন্য বলছিলেন যদিও কেন্দ্র থেকে নির্দিষ্ট সময় বাড়ানো হবে বলে বলা হয়েছিল। তবুও একটা জল্পনা ছিল কবে থেকে বাড়ছে?

Dearness Allowance Hike for Central Govt Employees

নতুন বছর পরেই গিয়েছে আরোও আলোচনা তীব্র হচ্ছে, শোনা যাচ্ছিল মে মাস নাগাদ বাড়ানো হতে পারে বলে। সামনেই লোকসভা ভোট আর তার জন্য অনেকেই মনে করছেন হয়তো খুব দ্রুত Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির খবর ঘোষনা করা হবে। অনেকে মনে করছেন দোলের আগেই DA বৃদ্ধি ঘোষনা করা হবে। সূত্র অনুযায়ী অনেক রিপোর্ট সেই রকম ইঙ্গিত দিচ্ছে।

মার্চ এর মধ্যেই Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির খবর ঘোষনা করে কেন্দ্রীয় সরকারি চমকে দেবে সরকার। এখন কথা হচ্ছে ঠিক কত শতাংশ বাড়ানো হবে DA? এতদিন যে হারে DA বাড়ানো হতো সেটা ৪ শতাংশ করে। এছাড়া এবারও যে সর্বভারতীয় মূল্যসূচক প্রকাশিত হয়েছে, সেটার ভিত্তিতে ধারণা করা হচ্ছে ৪ শতাংশ বৃদ্ধি করা হবে।

কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি সর্বভারতীয় মূল্যসূচকের ভিত্তিতেই হয়। একইভাবে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের ৪ শতাংশ DA বৃদ্ধি করা হতে পারে। জানা যাচ্ছে, ১২ মাসের সর্বভারতীয় মূল্যসূচকের গড় ৩৯২.৮৩ হয়েছে।

সেই অর্থে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত Dearness Allowance বা মহার্ঘ্য ভাতার পরিমাণ কিছুটা বেড়ে ৫০.২৬ শতাংশ হওয়ার কথা। কিন্ত ৪ শতাংশ বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ DA পেয়ে থাকেন। এটা তারা সপ্তম বেতন কমিশনের আওতায় পেয়ে থাকেন। ৪ শতাংশ DA বৃদ্ধি হলে তারা ৫০ শতাংশ করে DA পাবেন।

100 দিনের কাজের বকেয়া টাকা মেটানোর বিজ্ঞপ্তি দিলো রাজ্য সরকার। সেই সাথে করা হবে তালিকা প্রদর্শন।

এর আগে অক্টোবর মাস ৪ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয়েছিল। যেটা কার্যকর হয়েছিল ২০২৩ কার্যকর হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ DA জন্য অনেক দিন ধরেই আশা করেছিলেন। তাই এবার সেই আশা হয়তো পূরণ হতে আর বেশি অপেক্ষা করতে হবেনা বলে মনে করা হচ্ছে।

Dearness Allowance বা মহার্ঘ ভাতা

আর সবার লক্ষ্য লোকসভা নির্বাচন। কারণ লোকসভা নির্বাচনের আগে নিশ্চই অনেকবার বৈঠক হতে চলেছে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা মিলে। সেখানেই হয়তো Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি নিয়ে প্রসঙ্গ উঠবে। জানা যাচ্ছে ১৩ মার্চের পর লোকসভা ভোটের দিন ঘোষনা করা হবে আর তার আগেই DA বৃদ্ধির ঘোষনা হয়েও যেতে পারে সংশ্লিষ্ট মহলের মতে।

পশ্চিমবঙ্গের বকেয়া DA নিয়ে গুরুত্বপূর্ণ খবর। রাজ্য সরকারি কর্মীদের জানা উচিত।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা হলে তাদের আশা পূরণ হবে নিশ্চই। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের আশা এখনো কোনো আশানুরূপ ফল দেখতে পাওয়ার কথা ভাবতেই পারছে না। বরং কেন্দ্রের হারে DA বৃদ্ধি নিয়ে আরও আন্দোলন তীব্র করার হুশিয়ারি দিচ্ছেন লোকসভা ভোট কে লক্ষ্য করেই।
Written by Shampa Debnath.

Leave a Comment