DA Hike News – সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, ডিএ বাড়ানোর ঘোষনা সরকারের, জানুন বিস্তারিত।
রাজ্য সরকারি কর্মচারীরা যখন একের পর এক মিছিল মিটিংয়ের সরব হচ্ছেন তাদের DA বৃদ্ধির (DA Hike News) জন্য। এমনকি সেই আন্দোলন সুপ্রিমকোর্ট অবধি গিয়ে পৌঁছিয়েছে। এদিকে কেন্দ্র তরফে একের পর এক বাম্পার সুযোগ দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। কিছুদিন আগেই তাদের DA বৃদ্ধি পেয়েছে।
যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (DA Hike News) মুখে হাসি ফুটেছে। আবারও পূজার আগে তাদের DA আরও ৫ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করলো কেন্দ্র। কেন্দ্রের এই বারংবার DA বৃদ্ধি যেন রাজ্য সরকারি কর্মচারীদের আরও আন্দোলনের সরব হচ্ছেন। তাদেরও অনেকদিন ধরে একই DA পেয়ে আসছেন। তাই তারা এতে খুশি নন।
মাধ্যামিক পাশে 6000 ক্লার্ক নিচ্ছে রাজ্য সরকার, জানুন কবে থেকে শুরু হবে ফর্ম ফিলাপ।
এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুব দ্রুত ৫ শতাংশ ডিএ (DA Hike News) বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছেন। বর্তমানে তারা ৪২ শতাংশ করে DA পেয়ে থাকেন। অনেকদিন ধরেই জল্পনা চলছিল তাদের ডি এ বৃদ্ধি পাবার। এবার সেই জল্পনার অবসান ঘটবে বলে জানা যাচ্ছে। এখনো কেন্দ্র তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সূত্রের খবর, দুর্গাপূজার পর ও দীপাবলির আগেই এই ডি এ বাড়বে। অর্থাৎ তখন DA এর পরিমাণ হবে ৫০ শতাংশ। সূত্র অনুযায়ী, জানা যাচ্ছে ৫ টি রাজ্যে আসন্ন ভোটের আগেই মোদী সরকার সরকারি কর্মচারীদের জন্য ডি এ আর ডি আর মহার্ঘ্যভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে ৪২ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পান কর্মচারীরা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য শ্রম মন্ত্রক দ্বারা প্রকাশিত AICPI তথ্য অনুযায়ী, এবারও মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করা হবে। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে যে DA বৃদ্ধি নাকি ৫ শতাংশ হয়েছে। তাহলে কি এটি সঠিক নয়?
না এটাই সত্য হতে চলেছে। এবার সত্যিই ৫ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা (DA Hike News) বেড়েছে। তবে তা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের না। তেলেঙ্গানা সরকার তাদের সড়ক পরিবহনের কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। এই কর্মীদের অক্টোবর মাসের বেতনের সাথে আরও ৪.৮ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে।
সূত্রের খবর, যে তেলেঙ্গানা সরকার তাদের সড়ক পরিবহনের কর্মীদের মোট ১৭৩ মাসের DA বাকি রেখেছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের পুজোর পর ও দীপাবলির আগে মহার্ঘ্য ভাতা বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। তাদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়লে তাঁরা পাবেন ৪৬% হারে।
Written by Shampa Debnath
সোনার দাম 6 মাসের মধ্যে সর্বনিম্ন। শুধু হাত ছাড়া না করতে হলে আজই কিনে ফেলুন সোনার গয়না।