Pay Commission – কপাল খুলতে চলেছে সরকারি কর্মীদের আবারো বাড়তে চলেছে ডিএ, অষ্টম বেতন কমিশন গঠনে।

বর্তমানে সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের বা Pay Commission আওতায় ডিএ পেয়ে থাকেন। লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন শুধু তাই নয়, ডিএ ছাড়া অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছিলেন। ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার পর মোট ডিএ পরিমাণ হয়ে দাঁড়ায় পঞ্চাশ শতাংশ।

Advertisement

Central Govt 8th Pay Commission Date

এছাড়া বাজেট পেশ করার সময়ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ ডিএ পেয়ে থাকেন। লোকসভার নির্বাচন শেষ হয়ে ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে তৃতীয়বারের মতন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আসন লাভ করেছেন। এবার অষ্টম বেতন কমিশন বা Pay Commission গঠনের জন্য প্রস্তাব জমা পড়ল মোদী সরকারের কাছে।

Advertisement

লোকসভা ভোটের আগেও এই একই ধরনের প্রস্তাব জমা পড়েছিল সরকারের কাছে। ভোটর পরে ফের একবার সেই একই প্রস্তাব জমা পড়ল। মোদী সরকারের কাছে এই নয়া অষ্টম বেতন কমিশন বা Pay Commission গঠনের প্রস্তাব দিল অল ইন্ডিয়া রেলওয়েলমেন ফেডারেশন। ভারতীয় রেলকর্মীদের সর্ববৃহৎ এই ইউনিয়নের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র এই চিঠি লিখেছেন কেন্দ্রীয় সরকারকে।

দাবি করা হচ্ছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করতে হবে এই নয়া পে কমিশন। এর আগে ২০১৬ সালের পয়লা জানুয়ারি সপ্তম বেতন কমিশন বা Pay Commission কার্যকর করা হয়েছিল। তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। তবে সপ্তম বেতন কমিশনে আমাদের দাবি খারিজ করে ন্যূনতম বেতন মাত্র ১৮ হাজার টাকা রাখা হয়েছিল।

আরও পড়ুন, সরকারি কর্মীদের জন্য সুখবর, এক ধাক্কায় ১০ শতাংশ বৃদ্ধি ডিএ মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা।

এদিকে কেন্দ্রকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ৮০ শতাংশ বেড়েছে। তবে রেলের কর্মীদের ডিএ বেড়েছিল মাত্র ৪৬ শতাংশ। এই আবহে মুদ্রাস্ফীতি এবং ডিএ বৃদ্ধির হারে বিস্তর ফারাক রয়ে গিয়েছে। এই আবহে অবিলম্বে অষ্টম বেতন কমিশন বা Pay Commission গঠন করার দাবি জানানো হয় রেলকর্মীদের সংগঠনের লেখা চিঠিতে। যেহেতু দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়।

Govt Employees - (সরকারি কর্মী)

তাই ২০১৬ সালের পর পরবর্তী ২০২৬ সালে পে কমিশন বা Pay Commission গঠন করার কথা দাঁড়ায় সে অনুযায়ী রেল কর্মীদের পক্ষ থেকে দাবি উঠতে থাকে ২০২৬ সালে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে হবে। অষ্টম বেতন পে কমিশন গঠন হলে ডিএ ও বেতনের মূল্যবৃদ্ধি হবে এটা বলার অপেক্ষা রাখে না। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বার ক্ষমতায় আসার পরে ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারী কর্মচারী অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের আপডেটের জন্য অপেক্ষা করছেন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button