দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি হল BSNL. নতুন বছরে তাদের তরফে দেশবাসীর জন্য খুবী কম খরচে রিচার্জ প্ল্যান নিয়ে আসা হল। মাত্র ১০০ টাকা খরচ করে আপনি পেয়ে যাবেন কলিং, ইন্টারনেট ও মেসেজ এর সুবিধা। দেখে নিন বিস্তারিত আলোচনা।
BSNL – Bharat Sanchar Nigam Limited ২০০০ সালে সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে স্থাপনা করা হয়েছিল।
BSNL রিচার্জ প্ল্যান গুলি দেখে নিন।
বর্তমানে এক সরকারী পরিসংখ্যান অনুসারে এই সংস্থার গ্রাহক সংখ্যা ১১ কোটির বেশি এবং BSNL দেশের চতুর্থ বৃহৎ টেলিকম কোম্পানি। কম খরচের রিচার্জ প্ল্যান এর খবর সামনে আসতেই খুশিতে গ্রাহকেরা। দেশের বাকি সকল বেসরকারি টেলিকম কোম্পানি গুলি সস্তায় রিচার্জ প্ল্যান নিয়ে এসে গ্রাহকদের মন জয় করে নিয়েছে।
ইন্টারনেট ও স্মার্টফোন ছাড়া UPI পরিষেবা ব্যবহার এর পদ্ধতি দেখে নিন।
এই বেসরকারি কোম্পানি গুলোর একাধিপত্য শেষ করতেই BSNL এর এই প্রচেষ্টা বলে মনে করছে সকল বিশেষজ্ঞরা। মাত্র ১০ টাকা থেকে শুরু করে ৬,০০০ টাকার রিচার্জ প্ল্যান আছে BSNL এর ঝুড়িতে। আজকে আমরা ১০০ টাকার কাছাকাছি কিছু রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করতে চলেছি।
১. ৯৮ টাকার প্ল্যান –
প্রত্যেক দিন ২ জিবি করে ইন্টারনেট ডেটা ও কলিং দেওয়া হবে ২২ দিনের জন্য। এর সাথে Eros Now Entertainment এর সদস্যপদ পাওয়ার সুযোগ।
২. ১০৭ টাকার প্ল্যান –
এই নতুন প্লান সবথেকে বেশি জনপ্রিয় হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ ৮৪ দিনের জন্য এই রিচার্জ প্লান বৈধ থাকবে। ২৪ দিন ১ জিবি করে ইন্টারনেট ডেটা। তারসাথে আনলিমিটেড কলিং ও ১০০ টা মেসেজ এর সুবিধা পেয়ে যাবেন।
৩. ১০৮ টাকার প্ল্যানঃ-
১ জিবি করে ডেটা ৬০ দিনের জন্য তারই সঙ্গে কলিং ও ৫০০ টি মেসেজ এর সুবিধার সাথে।
৪. ১৪৯ টাকার প্ল্যানঃ-
২৮ দিনের জন্য ১ জিবি করে ডেটা ও তার সঙ্গে ১০০ টা মেসেজ এর সুবিধা পাওয়া যাবে এই রিচার্জ এর মাধ্যমে।
৫. ১৯৮ টাকার প্ল্যানঃ-
এই প্ল্যানের বৈধতা ৪০ দিনের হতে চলেছে। প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে। এছাড়াও কিছু ফ্রী অনলাইন গেম খেলার সুযোগের সাথে।
জেনে রাখা ভাল এই সকল প্ল্যান গুলি 3G পরিষেবার অন্তর্গত। Jio, Airtel এর মতো 4G পরিষেবা BSNL এর তরফে এখনও চালু করা হয়নি।
নতুন বছরে Jio এর 2 টি দুর্দান্ত অফার, মিলবে অতিরিক্ত ডেটা আর কি কি সুবিধা পাবেন?
২০২২ সালে এই পরিষেবা শুরু করার কথা থাকলেও সেই পরিকল্পনা পিছিয়ে ২০২৩ সালে নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় টেলিকম মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এর বক্তব্য অনুসারে ২০২৩ সালের ১৫ ই আগস্টের মধ্যে BSNL 5G পরিষেবা চালু করার লক্ষ মাত্রা রেখেছি। সব ঠিক থাকলে ১৫ ই আগস্ট থেকে দেশবাসী এই পরিষেবা উপভোগ করতে পারবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আর খবরের আপডেট পাওয়ার জন্য।