BSNL Offer – ফ্রী ইন্টারনেট দিচ্ছে সরকার প্রতিটি বাড়িতে। এই পরিষেবা কী ভাবে পাবেন দেখেনিন?

BSNL একটি পুরনো টেলকম কোম্পানি যেটি বর্তমানে খুবই ভালো ভাবে চলছে এবং গ্রাহকদের জন্য বিশেষ বিশেষ অফার দিচ্ছে বা BSNL Offer। স্পেশাল রিচার্জ অফার ছাড়াও বর্তমানে BSNL ফ্রী ওয়াই ফাই অফার করছে। বর্তমানে এয়ারটেল জিও এর প্রাধান্য বেশি হলেও BSNL গ্রাহক এখনো পর্যন্ত প্রচুর রয়েছে। তাই তাদের জন্যই এই বিশেষ অফার দিচ্ছে। আমরা দেখেছি একসময় জিও গ্রাহকদের জন্য বিনামূল্যে মোবাইল নেটওয়ার্কের পরিষেবা দিয়ে একচেটিয়া ব্যবসা ভালই করেছিল। তবে BSNL ও কম যায়না, বর্তমানে রিচার্জ প্ল্যানে অনেক অফার দিচ্ছে।

Advertisement

BSNL Offer Customers Will Get Free WI-FI

সেইসাথে এই অভিনব সুযোগ দিয়ে গ্রাহকদের যেন আরও উৎসাহিত করছে BSNL Offer। দেশজুড়ে দেওয়া হবে বিনামূল্যে WI-FI কানেকশন, এমনটাই সূত্রের খবর। অনেকের মনে প্রশ্ন জাগছে কিভাবে এই WI-FI কানেকশন দেওয়া হবে ? প্রাথমিকভাবে কত টাকা লাগবে? কারা নিতে পারবে ? কিভাবে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে এই পরিষেবা।

Advertisement

এমন অনেক প্রশ্নের উত্তর দিতেই আজকের প্রতিবেদন। BSNL এর মূল লক্ষ্য হলো মোবাইল নেটওয়ার্কের মতো ঘরে ঘরে ব্রডব্যান্ড পরিষেবা ছড়িয়ে দেওয়া। BSNL বা যার পুরো নাম Bharat Sanchar Nigam Limited এর ব্রডব্যান্ড পরিষেবার পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে গ্রাহকদের একটু সুবিধা হতে পারে।

কিভাবে আপনি এই কানেকশন পেয়ে যাবেন

জানা যাচ্ছে, BSNL এর পক্ষ থেকে গতবছরেই ঘোষণা করা হয়েছিল ঘরে ঘরে কোনরকম ইনস্টলেশন চার্জ ছাড়াই BSNL এর ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া হবে। আর BSNL কোম্পানির ব্রডব্যান্ড নিজের বাড়িতে স্থাপন করলেই আপনি পেয়ে যাবেন ফ্রী ওয়াইফাই কানেকশন। আর এই BSNL কোম্পানির ব্রডব্যান্ড স্থাপন করার জন্য প্রাথমিকভাবে কোন টাকা দিতে হবেনা।

যাদের 2টি SIM আছে, তাদের এবার দ্বিগুন খরচ দিতে হবে।

কারণন্ম BSNL বর্তমানে ভারত ফাইবার এবং এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা দুটিতে গ্রাহকদের ফ্রী ইনস্টলেশন দেওয়ার ঘোষণা করেছে। সমস্ত ভারতীয় নাগরিকরাই BSNL এর ব্রডব্যান্ড পরিষেবা পেতে পারবেন। তবে তার জন্য করতে হবে আবেদন। এখন প্রশ্ন হচ্ছে আপনার বাড়িতে কীভাবে এই ফ্রি ওয়াইফাই পৌঁছে যাবে? আবেদনের জন্য আপনাকে BSNL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (BSNL Offer).

Jio Special Offer
Jio Special Offer

সেখানে ফ্রম ফিলাপ করে আবেদন পর্ব সারতে হবে। এছাড়াও অফলাইনে আপনি আবেদন জানাতে পারেন। তারজন্য আপনাকে BSNL কোম্পানির মূল অফিসে গিয়ে কথা বলতে হবে। তারপর ফ্রম ফিলাপ করতে হবে। তবে এই ফ্রীওয়াই ফাই পেতে হলে আবেদন পর্ব সারতে হবে কিছুদিনের মধ্যেই। কারণ এই সুযোগ সীমিত সময়ের জন্য।

বাড়ি বাড়ি ফ্রি ইন্টারনেট দিচ্ছে সরকার। PM Wani প্রকল্পে Free WIFI কিভাবে পাবেন?

গতবছরের ঘোষণা অনুযায়ী ২০২৪ সালের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত বিনামূল্যের ব্রডব্যান্ড ইনস্টল করা হবে বলে ঘোষণা করা হয়েছিল। তবে মেয়াদ শেষের পর বর্তমানে পুনরায় সেই মেয়াদ বৃদ্ধি করে চলতি বছরের ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত বিনামূল্যে BSNL ব্রডব্যান্ড ইনস্টল করা হবে বলে ঘোষণা করা হয়েছে। তাই এখনো কয়েক মাস সুযোগ রয়েছে। আপনিও যদি এই ফ্রী ওয়াই ফাই পেতে চান তাহলে BSNL Offer ব্রডব্যান্ড ইনস্টল করেনিন।
Written by Shampa debnath

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button