Bhabisyat Credit Card – টাকার দরকার হলেই সর্বোচ্চ 5 লাখ টাকা দিচ্ছে রাজ্য সরকার। অনলাইনে আবেদন করুন।

রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য নিত্য নতুন প্রকল্প (Bhabisyat Credit Card) নিয়ে আসেন। এতে সাধারণ মানুষের আর্থিক সহায়তা অনেকটাই হয়। আবারও আরেকটি নতুন প্রকল্প নিয়ে হাজির রাজ্য সরকার। এর আগে রাজ্য সরকার বেকার যুবকদের জন্য যুবশ্রী প্রকল্প এনেছিলেন। এবার তেমনি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যে প্রকল্প আনতে চলেছে তার নাম Bhabisyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প।

Advertisement

Bhabisyat Credit Card Online Apply

এই Bhabisyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের অনেকটাই কর্মসংস্থান ঘটবে। দেখে নেওয়া যাক এই ভবিষ্যত ক্রেডিট কার্ড বিষয়টা কি? কিভাবে আবেদন করবেন? কত বয়স? টাকার পরিমাণ এমন আরও কিছু তথ্য

Advertisement

জানা যাচ্ছে এই Bhabisyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের প্রায় ২ লাখ যুবক যুবতী এই কার্ডের মাধ্যমে উপকৃত হতে পারবে।

  • বয়স সীমা
  • টাকার পরিমাণ
  • প্রয়োজনীয় তথ্য
  • প্রয়োজনীয় নথি
  • আবেদন পদ্ধতি

বয়স সীমা

এই Bhabisyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

টাকার পরিমাণ

অর্থমন্ত্রী জানিয়েছেন ৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। যার ফলে মোট ঋণের ১০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত সরকার এই ভর্তুকি দিয়ে দেবে। সেই সঙ্গে ১৫ শতাংশ পর্যন্ত আর্থিক গ্যারান্টি দেবে। এই Bhabisyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রয়োজনীয় তথ্য

১)এই Bhabisyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে সেইসাথে, গত ১০ বছর ধরে পশ্চিম বঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) বয়স ১৮-৪৫ বছর হতে হবে।
৩) একজন পরিবার এর অর্থাৎ স্বামী ও স্ত্রীর মধ্যে যে কোনো একজন আবেদন করতে পারবেন।

৪) যে কোনো ব্যবসা (দোকান ও অন্যান্য ব্যবসা ) / পরিষেবা মূলক / উৎপাদন মূলক শিল্প, এছাড়াও পোল্ট্রি ফার্ম, ছাগল পালন সহ আরও নানাবিধ ব্যবস্যা করার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত লোন পাবেন।
৫) কোনো গ্যারান্টার ছাড়াই এই লোন আপনি নিতে পারবেন।
৬) আপনি যদি কেন্দ্রীয় সরকারি কিংবা রাজ্য সরকারি জব করেন তাহলে আবেদন করতে পারবেন না।
৭) আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন আবেদন করতে পারবেন না।

প্রয়োজনীয় নথি

  • নিজের পরিচয় পত্র প্রমাণ (আই কার্ড, আধার কার্ড)
  • বসবাসের প্রমান পত্র
  • বয়সের প্রমান পত্র
  • ব্যাঙ্ক পাস বই
  • প্যান কার্ড
  • ট্রেড লাইসেন্স
  • প্রজেক্ট রিপোর্ট যে ব্যাবসা বা কিছু আপনি করবেন

নগদ ১০ লক্ষ টাকা পেতে আবেদন করুন পোস্ট অফিসে নতুন এই স্কিমে।

আবেদন পদ্ধতি

আপনি অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন এই Bhabisyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে। আবেদন করতে হলে যুবক যুবতীদের নিকটবর্তী বি ডি ও অফিস/এস ডি ও অফিস এবং দুয়ারে সরকার ক্যাম্প এ যোগাযোগ করতে হবে। সেখানে প্রয়োজনীয় নথি নিয়ে গিয়ে সেখানকার আধিকারিকদের সাথে কথা বলতে হবে।

PM Kisan - পিএম কিষাণ

তারা একটা ফ্রম দেবে সেটা পূরণ করে নথি সমেত জমা দিতে হবে। আপনার নথি ও সব তথ্য সঠিক হলে আপনি নির্বাচিত হলেই টাকা পেয়ে যাবেন। এছাড়াও ভিসিট করেত পারেন wbmsmet.gov.in অথবা www.myenterprisewb.in. অনলাইন এ আবেদন করার জন্য আপনাকে Bhabisyat Credit Card Portal এর মাধ্যমে আবেদন করতে হবে।

আপনি ৫ লক্ষ টাকা লোন পাবেন তারজন্য আপনাকে যে কোনো একটা প্রজেক্ট দেখাতে হবে। যেটা করে আপনি আর্থিক স্বচ্ছল হবেন। সেটা কোনো ব্যাবসা হতে পারে কিংবা কোনো প্রজেক্ট হতে পারে।
এই Bhabisyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের অর্থনৈতিক ভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহিত করা এবং সাহায্য করা।

বেকার ছেলে মেয়েদের 5 লাখ টাকা দিচ্ছে রাজ্য সরকার। এইভাবে আবেদন করলে ভোটের আগে টাকা পাবে।

তাই আপনিও যদি বেকার হয়ে থাকেন কি করে নিজের পায়ে দাড়াবেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না তাহলে রাজ্য সরকারের এই Bhabisyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করে এর সুবিধা গ্রহণ করুন। এমন আরও সরকারি প্রকল্প ও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button