Fixed Deposit – ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে বর্তমানে কত রিটার্ন পাবেন দেখেনিন?

প্রত্যেকটি ব্যক্তি ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারণ প্রত্যেকটি ব্যক্তি নিজের উপার্জনের টাকার কিছুটা অংশ Fixed Deposit বা ব্যাংকের ফিক্সড করে রাখেন ভবিষ্যতে সুরক্ষার জন্য। বিভিন্ন ব্যাংকগুলো বিভিন্ন সময় ফিক্সড ডিপোজিট এর ওপর সুদের হার কমায় বা বাড়ায়। সম্প্রতি এসবিআই ও এইচ ডি এফসি সহ অন্যান্য ব্যাংক ফিক্সড ডিপোজিট এর ওপর সুদের হার পরিবর্তন করেছেন।

Advertisement

Best Fixed Deposit Scheme for Senior Citizens

কত শতাংশ পরিবর্তন করা হয়েছে জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। আমরা জানি শেয়ার বাজারের দাম ওঠানামা করে তবে প্রত্যেকটি ব্যক্তি ফিক্সড ডিপোজিট বা Fixed Deposit এর ওপর আস্থা রাখেন। ফিক্স ডিপোজিট এর ওপর নির্ভর করে প্রত্যেকটি ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ সুদ পেয়ে থাকেন। বর্তমানে SBI, HDFC ছাড়াও অনেক ব্যাঙ্কে বদলে গেছে স্থায়ী আমানতের সুদের পরিমাণ। জেনে নিন, দেশের বড় বড়

Advertisement

ব্যাংকগুলো সুদের হার কত

HDFC ব্যাঙ্ক এফডি রেট

HDFC ব্যাঙ্ক এক বছরের স্থায়ী আমানতের জন্য আকর্ষণীয় সুদের হার অফার করে। সাধারণ বিনিয়োগকারীরা এখানে 6.60 শতাংশ উপার্জন করেন এবং প্রবীণ নাগরিকরা 7.10 শতাংশের বেশি হার পান, অতিরিক্তভাবে HDFC ব্যাঙ্ক গ্রাহকদের জন্য 3 শতাংশ থেকে 7.75 শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে এই ব্যাংক অর্থাৎ HDFC (Fixed Deposit).

SBI এফডি রেট

SBI হলো দেশের সবচেয়ে বড় রাষ্ট্র ব্যাংক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সাধারণ গ্রাহকরা ফিক্সড ডিপোজিটে বা Fixed Deposit (এফডি) 3 শতাংশ থেকে 7 শতাংশ পর্যন্ত সুদের হার পেয়ে থাকেন। সিনিয়র সিটিজেনরা অতিরিক্ত 50 বেসিস পয়েন্ট (বিপিএস) বেশি সুদ পান। এক বছরে পরিপক্ক FD-এর জন্য ব্যাঙ্ক 6.80 শতাংশ সুদের হার অফার করে, যেখানে দুই বছর থেকে তিন বছরের কম মেয়াদের জন্য হার 7 শতাংশ।

PNB FD হার

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 3.50 শতাংশ থেকে 7.50 শতাংশ পর্যন্ত স্থায়ী আমানতের ওপর সুদ দিচ্ছে। বিশেষত, এক বছরে পরিপক্ক আমানতের জন্য সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুদের হার 6.75 শতাংশ, যেখানে প্রবীণ নাগরিকরা এক বছরের পরিকল্পনায় 7.25 শতাংশ উচ্চ হার পাবেন৷ অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন, ব্যাংক একাউন্টের সাথে আপনার নতুন মোবাইল নাম্বার আপডেট করতে চান? জেনে নিন সহজ পদ্ধতি

ICICI ব্যাঙ্ক এফডি রেট

এই ব্যাংক 27 জুন, 2024 পর্যন্ত এই ব্যাঙ্কটি ফিক্সড ডিপোজিটের বা Fixed Deposit ওপর 3 শতাংশ থেকে 7.50 শতাংশের মধ্যে সুদ দিয়ে থাকে। একইসাথে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত 0.5 শতাংশ সুদ পেয়ে থাকেন, যার ফলে 7 দিন থেকে 10 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে 3.50 শতাংশ থেকে 7.50 শতাংশ পর্যন্ত সুদ হয়৷ বিশেষত, এক বছরের মধ্যে ফিক্সড ডিপোজিটের জন্য সাধারণ গ্রাহকদের 6.70 শতাংশ সুদের হার দেওয়া হয়।

আরও পড়ুন, এর বাম্পার পলিসি, মাসে 1000 টাকা জমিয়ে সরকারি চাকরির মতো সুবিধা নিন।

আপনি যদি সম্প্রতি ব্যাংকে নতুন করে কোন ফিক্সড ডিপোজিট বা Fixed Deposit করতে চান তাহলে নতুন পরিবর্তনের নিয়ম অনুযায়ী সুদের হার গুলো সম্পর্কে ভালো করে অবগত হয়ে তবে ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করুন। তবে প্রত্যেকটি ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার অনেকটাই উচ্চে রেখেছে। যেটা প্রবীণ নাগরিকদের অনেকটাই সুবিধা করেছে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button