Best Business Ideas – জীবন কেটে যাবে ব্যবসা বন্ধ হবে না, 2023 এর সেরা ব্যবসা।

Best Business Ideas – বাড়িতে বসে ব্যবসার সুবর্ণ সুযোগ, খরচ হবে মাত্র ১০ হাজার টাকা, রোজগারের পদ্ধতি জানুন বিস্তারিত।

বর্তমানে বাড়িতে বসে ইনকামের হাজারো একটা উপায় তৈরি হয়েছে। খুব স্বল্প ইনভেস্ট (Best Business Ideas) করে দ্বিগুণের চেয়ে বেশি রোজগারের উপায় জেনে নিন এবার। বাড়িতে বসে টিপ তৈরির ব্যবসা পদ্ধতি আজকাল মেয়েদের জন্য এক দারুণ আয়ের পথ। এই ব্যবসার সবচেয়ে সুবিধা জনক বৈশিষ্ট্য হলো যে ঘরে বসেই কোন অফিস বা কারখানায় যাওয়া ছাড়াই এই ব্যবসার কাজ করা যায়। প্রাথমিকভাবে ছোট্ট একটা মেশিন দিয়েই এই ব্যবসার কাজ শুরু করা যায়।

Advertisement

টিপের ব্যবসা –
আজকের দিনে মেয়েদের পরিচয়ে টিপ এর ব্যবহার একটি গুরুত্বপূর্ণ সামাজিক অংশ। ছোট থেকে বড় যে কোন বর্ষের মানুষের জন্য বিভিন্ন রকমের বা বিভিন্ন ডিজাইনের টিপ এর ব্যবহার প্রচলিত। গোল গোল লাল লাল টিপ এর বদলে, আজকাল বাজারে বিভিন্ন ধরনের টিপের প্রচলন দেখা যাচ্ছে। বিবাহিত থেকে অবিবাহিত মেয়েদের মধ্যেও টিপের জনপ্রিয়তা দেখা যাচ্ছে।

Advertisement

জিওর দুর্দান্ত রিচার্জ প্ল্যান! প্রতিদিন 4 টাকার রিচার্জে পাবেন আনলিমিটেড ডেটা।

ভারতবর্ষে তাই টিপের বাজার বেশ সুদূর প্রসারিত হয়েছে। পরিসংখ্যান তথ্য অনুসারে, একজন মহিলা বছরে প্রায় ১২ থেকে ১৪ টি টিপের পাতা ব্যবহার করেন। প্রাথমিক পর্যায়ে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ (Best Business Ideas) করে শুরু করা যেতে পারে এই ব্যবসা। টিপ তৈরির কাঁচামাল হিসেবে লাগবে, মখমলের কাপড়, মুক্ত, এবং আঠা। এই কাঁচামাল গুলি বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়।

টিপ বানানোর পদ্ধতি –
টিপের ব্যবসা শুরু করতে আপনাকে টিপ প্রিন্টিং মেশিন, গামিং মেশিন এবং টিপ কাটার মেশিন কিনতে হবে। এছাড়াও প্রয়োজন হবে হ্যান্ড টুল এবং বৈদ্যুতিক মোটরের। প্রাথমিক পর্যায়ে আপনি ম্যানুয়াল টিপ তৈরির মেশিন ব্যবহার করতে পারেন। তবে আরও ভালো মানের এবং সহজ পদ্ধতিতে টিপ তৈরির জন্য আপনাকে পরবর্তীতে অটোমেটিক মেশিনের সাহায্য নিতেই হবে।

টিপের ব্যবসায় আনুমানিক আয় –
বেশি রোজগারের জন্য বেশি বিনিয়োগ (Best Business Ideas) এই ব্যবসায় আপনাকে আরো লাভবান করবে। সেক্ষেত্রে, ৫০-৫০ শতাংশ লাভের হিসেবে আপনি ব্যবসায় এগোতে পারেন। সঠিকভাবে এবং উন্নত মানের টিপ তৈরির মাধ্যমে আপনি মাসে ৫০ থেকে ৬০০০০ টাকা অব্দি ইনকামের সুযোগ পেয়ে যেতে পারেন। প্রাথমিক পর্যায়ে আয়ের পরিমাণ এতটা থাকবে না কিন্তু সঠিকভাবে ব্যবসার পথে এগোলে আপনি লাভবান হবেন।

মার্কেটিং যে কোন ব্যবসার (Best Business Ideas) জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। টিপের ব্যবসা শুরু করবার পর আপনাকে যথেষ্ট পরিমাণে মার্কেটিং এর দিকে নজর দিতে হবে। সেই ক্ষেত্রে ই- কমার্স বা অনলাইন ব্যবসায় আপনি ভালো ফল পেতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনি প্রচুর মানুষের নিজের ব্যবসা পৌঁছে দিতে পারবেন।

আপনার নিজের শহর বা গ্রামের দোকান গুলোতে বা ছোট কসমেটিকস দোকানগুলোতে টিপ সরবরাহ করতে পারেন। বিশেষ করে গ্রামের ছোটখাট দোকানগুলিতে আপনার এই ব্যবসা পৌঁছে দিতে পারলে আপনি অনেকাংশে লাভবান হতে পারবেন। বর্তমানে বিউটি পার্লারের সংখ্যা একাধিক, আপনি পার্লারের প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার ব্যবসার প্রসারের উদ্দেশ্যে।

পুজোয় দেশের সকল মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেবে কেন্দ্রীয় সরকার! পুরো তথ্য জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button