প্রত্যেক মাসেই সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে কোন না কোন সামাজিক, ধর্মীয় কারণে ছুটি থাকে সরকারি, বেসরকারি অফিস বা ব্যাংকগুলো (Bank Holidays). নতুন বছরের শুরুর পর জানুয়ারি মাসের একাধিক ছুটি কাটিয়ে ফেব্রুয়ারি মাস সবে পদার্পণ করেছে। এরমধ্যেই কোন কোন দিন ফেব্রুয়ারি মাসে ব্যাংক ছুটি বা Bank Holidays থাকবে তার লিস্ট বেড়িয়ে গেছে। জানা যাচ্ছে, 11 দিন ছুটি থাকছে ব্যাংক। এই 11 দিন ছুটির মধ্যে 7 দিন হলো সাপ্তাহিক ছুটি অর্থাৎ রোববার পড়েছে। বাকি 4 দিন হলো অন্যান্য কারণে জন্য ছুটি।
Bank Holidays in February
ফেব্রুয়ারি মাসে ব্যাংক ছুটির তালিকা
ব্যাংক এমন এক প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র ব্যাংক কর্মীরা যুক্ত নয়, ব্যাংকের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একাধিক গ্রাহক। তাই ব্যাংক ছুটির তালিকা সমন্ধে অবগত করা খুবই গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করে (Bank Holidays).
4th ফেব্রুয়ারি 2024 – রবিবারের কারণে ব্যাংকগুলিতে সরকারী ছুটি থাকবে।
10th ফেব্রুয়ারি 2024 – দ্বিতীয় শনিবারের কারণে এই দিনে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
11th ফেব্রুয়ারী 2024 – রবিবার থাকার জন্য সারা দেশে Bank Holidays বা ব্যাংক ছুটি থাকবে।
14th ফেব্রুয়ারি 2024 – বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার কারণে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও উড়িষ্যায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
15th ফেব্রুয়ারি 2024 – লুই-এনগাই-নির কারণে এই দিনে মণিপুরে ব্যাঙ্ক ছুটি থাকবে।
18th ফেব্রুয়ারি 2024 – এই দিনে রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
19th ফেব্রুয়ারি 2024 – এই দিনে, ছত্রপতি শিবাজি জয়ন্তীর কারণে মহারাষ্ট্রে ব্যাঙ্ক ছুটি থাকবে।
20th ফেব্রুয়ারি 2024 – এই দিনে, রাজ্য দিবসের কারণে মিজোরাম এবং অরুণাচল প্রদেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
24 ফেব্রুয়ারি 2024 – দ্বিতীয় শনিবারের কারণে এই দিনে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
25 ফেব্রুয়ারি 2024 – রবিবারের কারণে এই দিনে ব্যাংকগুলিতে সরকারী ছুটি থাকবে।
26 ফেব্রুয়ারী 2024 – Nyokum এর কারণে এই দিনে অরুণাচল প্রদেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
সারা ফেব্রুয়ারি মাস জুড়ে ছুটির পাহাড় জমেছে। তাই ব্যাংক কর্মীদের জন্য সুখবর এটাই। তবে যারা ফেব্রুয়ারি মাসের এই দিনগুলোতে ব্যাংকে যাওয়ার কথা বিভিন্ন কারণ যেমন নতুন অ্যাকাউন্ট খোলা, টাকা জমা করা, টাকা উঠানো, চেক বই তোলা, ঋণ নেওয়া, বই আপডেট করা ইত্যাদি। Bank Holidays বা ব্যাংক বন্ধ থাকার তালিকাটি আগে থেকে জানা থাকলে ছুটির দিন বাদ দিয়ে অন্যদিন ব্যাংকে যাওয়া যায়।
ছুটির দিনে গিয়ে ফিরে আসার সম্ভাবনা কমে যায়। তাই Bank Holidays বা ব্যাংকের ছুটি সম্পর্কে আগে থেকেই জেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ভালো। যদিও বর্তমানে অনলাইনে সমস্ত কাজ হয় এছাড়া টাকা তোলা বা ট্রান্সফার ফোন দিয়েই করা যায়। তবুও বয়স্ক যারা আছেন তাদের অনলাইনে থেকে অফলাইনেই সুবিধা হয়। অনলাইন মাধ্যমে মোবাইল ব্যাংকিং, UPI এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তারা ব্যাংকের অনেক কাজ সম্পন্ন করতে পারবেন।
স্কলারশিপ দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আবেদন করলেই পাবেন 40 হাজার টাকা।
তবে দরকারি কোনো কাজের জন্য ব্যাংকে যাওয়ার আগে Bank Holidays বা ব্যাংক ছুটির তালিকা চোখ বুলিয়ে নিন। কাজের ছুটি মানেই আনন্দ, চাপ থেকে একটু সরিয়ে নিয়ে নিজেদের জন্য সময় দেওয়া। তাই সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে সরকারি ছুটির তালিকা দেখে ব্যাংক কর্মীদের সোনায় সোহাগা। তার সাথে আপনি যদি উক্ত দিনগুলোতে ব্যাংক যাওয়ার জন্য বেছে থাকেন, তাহলে সেইদিনগুলো পরিবর্তন করুন।
এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের পেজের সাথে থাকুন। নিয়মিত ফলো করুন।
Written by Shampa Debnath.