সকল চাকরি প্রার্থীদের দের জন্য সুখবর নিয়ে হাজির হল Bandhan Bank. বিভিন্ন পদের জন্য এই প্রাইভেট ব্যাংকে কর্মী নিয়োগ চলছে। দেখে নিন এই খবর বিস্তারিত ভাবে। Bandhan Bank এর তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, তারা তাদের বিভিন্ন শাখার জন্য কর্মী নিয়োগ করতে চলেছে। ছেলে – মেয়ে সকলে এই চাকরি পাওয়ার জন্য আবেদন করতে পারবে।
Bandhan Bank এ আবেদন করবেন কীভাবে দেখেনিন।
এই আবেদন করার জন্য কোন আবেদন মূল্য দিতে হবে না বলে জানিয়েছে বন্ধন ব্যাংক। এই কাজের জন্য আবেদন করতে কি যোগ্যতা লাগবে, মাইনে কত, কি পোস্ট এর জন্য প্রার্থী চাওয়া হচ্ছে সেই সকল কিছু নিয়ে আগে আলোচনা করা হল। মনোযোগ সহকারে একবার পরে দেখুন।
কি কি পোস্ট এর জন্য আবেদন করতে পারবেনঃ-
• KYC Verification Executive
• Branch Relationship Officer
• Loan Department Cleark
• Cash Officer
• Business Development Executive
এই সকল পদ গুলির জন্য আপনি Apply করতে পারেন। এর জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। বন্ধন ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে এই নিয়োগের জন্য কোন ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজ পেতে যারা সক্ষম হবে তাদের প্রতি মাসে ১৪,৫০০ থেকে ২০,৭০০ টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।
কোন পদ্ধতিতে আপনি আবেদন করতে পারবেন জেনে নিনঃ-
1. Bandhan Bank Recrutment 2022 এর জন্য আবেদন পুরোপুরি ভাবে অনলাইনে করতে হবে
2. বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে
3. New User বা Sign up এ ক্লিক করে আপনাকে নিজেকে “Jobseeker” হিসাবে বেছে নিতে হবে
4. এর পরে একটা অনলাইন ফর্ম খুলবে যেখানে আপনাকে নিজের নাম, বাবার নাম, যোগ্যতা, বয়স, বসবাসের ঠিকানা ইত্যাদি সমস্ত তথ্য দিয়ে দিতে হবে
5. এর সঙ্গে আপনার নিজের মোবাইল নাম্বার ও ই মেল আই ডি দিতে হবে। জেনে রাখুন মোবাইল নম্বর দেওয়া বাধ্যতা মূলক
6. আবেদনকারীর নিজের বর্তমানের একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিতে হবে
7. নিজের একটা সই স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে
8. আঁধার কার্ড
এবার “Submit” বাটান আসবে একবার নিজের সব তথ্য যাচাই করে নেবেন। তারপর সাবমিট করে দেবেন। মনে রাখবেন কোন ভুল নথি দেওয়া থাকলে আপনার আবেদন বাতিল হতে পারে।
Bandhan Bank এর তরফ থেকে আরও বলা হয়েছে যারা এই কাজের জন্য আবেদপন করতে চাইছেন। তাদের সকলকে নুন্যতম উচ্চ – মাধ্যমিক পাশ হতে হবে এছাড়াও তাদের কম্পিউটার এর জ্ঞান থাকতে হবে।
কি প্রয়োজনীয় নথি আপনার কাছে থাকতে হবে আবেদন করার সময় দেখে নিনঃ-
১. আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড।
২. বয়সের প্রমানপত্র।
৩. শিক্ষাগত যোগ্যতার প্রমান।
ইন্ডিয়ান ব্যাংকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ, স্নাতক পাস হলে করা যাবে আবেদন
৪. যদি কারোর কাছে জাতির প্রমানপত্র থাকে সেটি।
৫. আগে কোন কাজের অভিজ্ঞতা থাকলে সেই বিষয়ের ওপর কিছু প্রমান।
বন্ধন ব্যাংকের এই সকল আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৭/১২/২০২২ অর্থাৎ ২৭ শে ডিসেম্বর ২০২২ এর মধ্যে Apply করতে হবে।