ATM থেকে টাকা তুললে দিতে হবে আগের দিয়ে বেশি চার্জ, কত টাকা বাড়লো জানুন বিস্তারিত?

ATM ব্যবহার করতে পারেন আপনি। বর্তমানে টাকা মানিব্যাগে নিয়ে ঘুরে বেড়াতে চায়না মানুষজন। মানিব্যাগে টাকা যেমন বেশি মাত্রায় রাখা যায়না সেটা জায়গা কম থাকার দরুন বলুন কিংবা চুরি হওয়ার ভয়েই জন্যই হোক এরজন্য এটিএম কার্ড ব্যবহার করতেই সবাই পছন্দ করেন। কিন্ত এটিএম থেকে টাকা তুললে একটা মিনিমাম টাকা কেটে নেওয়া হয়। কিন্ত এবার সেই টাকা আরেকটু বেশি পরিমাণে কাটবে। এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।

Advertisement

ATM Operators Have Hiked Interchange fees

এমতাবস্থায়, আপনি যদি নিয়মিতভাবে এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে আপনার পকেটে এবার টান পড়তে চলেছে। প্রসঙ্গত, কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি RBI ব্যাঙ্ক এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়াকে এটিএম এ লেনদেনের সময়ে ইন্টারচেঞ্জ চার্জ বাড়াতে বলেছে। এই অবস্থায় যদি CATMi এর এই বিবৃতি মেনে নেওয়া হয় তাহলে প্রতি লেনদেনে ২০ টাকার বেশি চার্জ আরোপ করা শুরু হবে।

Advertisement

কেন এই চার্জ নেওয়া হয় বা ইন্টারচেঞ্জ চার্জ কি

ইন্টারচেঞ্জ চার্জ হল সেই চার্জ যা কার্ড ইস্যুকারী ব্যাঙ্ক যে ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা হয় তাকে প্রদান করে। তবে, এটিএম এর ফ্রি লিমিটের বাইরে এটিএম ব্যবহার করা হলে এই চার্জটি দিতে হবে। CATMi বলেছে যে প্রতি লেনদেনে ২৩ টাকা চার্জ করা হবে। তবে এই চার্জ তখনই নেওয়া হবে যখন কোনো এটিএম কার্ডহোল্ডার এক মাসে উপলব্ধ ফ্রি লিমিটের চেয়ে বেশি এটিএম ব্যবহার করবেন তখন। CATMi-এর মতে, কিছু ব্যাঙ্ক প্রতি লেনদেনের হার ২১ টাকা এবং কিছু ব্যাঙ্ক ২৩ টাকা পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেছে।

বর্তমানে SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক ৬ টি মেট্রো শহরে মাসে ৫ টি বিনামূল্যে লেনদেন উপলব্ধ করছে। এই শহরগুলিতে, সাধারণ মানুষ তাঁদের ব্যাঙ্কের ATM এ মাসে ৫ টি বিনামূল্যে লেনদেন করতে পারেন। অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রে এক মাসে বিনামূল্যে লেনদেনের সীমা হল ৩। এরপরে গ্রাহকদের প্রতি লেনদেনে আরও বেশি অর্থ প্রদান করতে হবে।

যদি আমরা SBI সম্পর্কে বলি সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্কের নিজস্ব এটিএম থেকে ৫ টির বেশি লেনদেনের জন্য প্রতি লেনদেনে ১০ টাকা চার্জ করা হয় এবং অন্যান্য এটিএম এর বিনামূল্যের সীমার বাইরে লেনদেনের জন্য ২০ টাকা চার্জ করা হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ATM এর লেনদেনের চার্জ শেষবার ২০২১ সালে বাড়ানো হয়েছিল। সেই সময়ে এই চার্জ ১৫ টাকা থেকে বাড়িয়ে ১৭ টাকা করা হয়।

আরও পড়ুন, রাজ্যের মানুষকে প্রণাম স্মার্ট কার্ড দিচ্ছে। কি কি সুবিধা পাবেন, কিভাবে এই কার্ড করবেন?

এখন তা ২০ টাকা থেকে বাড়িয়ে ২১ টাকা করার দাবি উঠেছে। তবে, কিছু ব্যাঙ্ক এই চার্জ বাড়িয়ে ২৩ টাকা করতে বলেছে। চার্জগুলি অ্যাকাউন্টের প্রকৃতির ওপরেও নির্ভর করে উল্লেখ্য যে, এটিএম এর লেনদেনের চার্জ অ্যাকাউন্টের প্রকৃতির ওপরেও নির্ভর করে। বেশিরভাগ ব্যাঙ্কই সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই চার্জ ধার্য করে। পাশাপাশি এই চার্জ প্রতি মাসে অ্যাকাউন্ট কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তার ওপরেও নির্ভর করে।

Aadhaar Card Update - (নতুন করে আধার কার্ড)

এদিকে, বেশিরভাগ ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের ওপর কোনো চার্জ আরোপ করে না। এই ধরণের গ্রাহকরা তাঁদের ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাঙ্কের এটিএম থেকে বারংবার কোনো চার্জ ছাড়াই টাকা তুলতে পারেন। তাই এটিএম থেকে টাকা তোলার সময় মনে রাখবেন মাসে কতবার টাকা তুলছেন। সেটা মনে রাখলে আপনি অনেকটাই চার্জ দেওয়া থেকে বাঁচতে পারবেন। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এই পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button