Amul Franchise – বিনা পুঁজিতে ব্যবসা করে, মাসে লাখ টাকা আয় করুণ আমূলের কোম্পানির সাথে।

আমূল ও অন্যতম একটি ব্রান্ডেড তথা Amul Franchise কোম্পানী তার সাথে ব্যবসা করার সুযোগ। বর্তমানে সরকারি চাকরির অবস্থা তেমনটা ভালো না। যদিও পরীক্ষা হয় সেভাবে নিয়োগ প্রক্রিয়া দেখা যায় না। তাই অনেকেই ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে ব্যবসা করতে গেল কিছু মূলধনের প্রয়োজন হয়। যেটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে ব্যয় করা সম্ভব হয় না। তবে আপনি চাইলে মূলধন ছাড়াই ব্যবসা শুরু করতে পারেন এবং তার থেকে লাখ টাকা উপার্জন করতে পারেন।

Apply for Amul Franchise Business Online

ভাবছেন, এটা কি করে সম্ভব ? হ্যা এই অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে আমূল কোম্পানি বা Amul Franchise. আমূল কোম্পানির নাম সবাই শুনেছেন কারণ আমূল কোম্পানি দুগ্ধজাত দ্রব্য তৈরি করে। দুধ একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাই এই নিয়ে ব্যাবসা শুরু করলে সেটা অনেকটাই লাভজনক হবে।

যদি সেটা আমূল কোম্পানির সঙ্গে ব্যবসা শুরু করেন তাহলে তো কথাই নেই। লকডাউনের সময় কম বেশী সমস্ত কোম্পানী ব্যবসায় মার খেয়েছে, কিন্তু এই সময়েও Amul Franchise তথা আমূল ৩৯২০০ কোটি টাকার ব্যবসা করেছে। দুগ্ধজাত দ্রব্য উৎপাদন কোম্পানি কখনোই মার খাওয়ার পর্যায় যায় না তাই এই কোম্পানির সঙ্গে যুক্ত হওয়াটা অনেকটাই লাভজনক হবে।

দুগ্ধ জাত দ্রব্য উৎপাদনে আমূল একটি অন্যতম ব্রান্ডেড কোম্পানি। কিন্তু কিভাবে এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করবেন সেই সম্পর্কিত তথ্যই আজকে দেবো এই প্রতিবেদনের মাধ্যমে। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। আমূল কোম্পানির ফ্রাঞ্চাইজি তথা Amul Franchise নিয়েই আপনি ব্যাবসা শুরু করতে পারেন।

কিভাবে এই ফ্রাঞ্চাইজি নেবেন

আমূল কোম্পানি সাধারণ নাগরিকদের জন্য ফ্রাঞ্চাইজি বা Amul Franchise নেওয়ার সুযোগ দিচ্ছে। আপনি এই ফ্রাঞ্চাইজি নিয়ে দুগ্ধজাত দ্রব্য বিক্রয় করতে পারবেন আর এর জন্য আপনাকে বেশি মূলধন বিনিয়োগ করতে হবে না। অল্প বিনিয়োগ করেই আপনি উপার্জন করতে পারবেন মাসে লাখ খানেক টাকা। আমূল কোম্পানি দুই ধরনের ফ্রাঞ্চাইজি অফার করছে। প্রথমটি হল আমূল আউটলেট দ্বিতীয়টি হল আমূলের আইসক্রিম স্কুপিং পার্লার হিসাবে নেওয়া। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোন একটি ফ্রাঞ্চাইজি নিতে পারেন।

ফ্রাঞ্চাইজিতে কিভাবে বিনিয়োগ করবেন

কোন ব্যক্তি নিজের থেকে আমূলের আউটলেট ব্যবসা করতে চাইলে তাঁর খরচ পড়বে ২ লক্ষ টাকা এবং আমুলের আইসক্রিমাম স্কুপিং পার্লার খুলতে চাইলে খরচ পড়বে ৫ লক্ষ টাকার কাছাকাছি। তবে আপনি যদি আমূল কোম্পানির থেকে ফ্রাঞ্চাইজি বা Amul Franchise নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে মাত্র ২০ থেকে ৫০ হাজার টাকার মতন বিনিয়োগ করলেই হবে।

তবে এই বিনিয়োগ ও ফেরত যোগ্য অর্থাৎ আমরা কোম্পানি আপনাকে যে ফ্রাঞ্চাইজি দিচ্ছে তার জন্য এইটুকু অর্থ আপনাকে এই কোম্পানিকে দিতে হবে কিন্তু তার থেকে আপনি যে লাভ পাবেন সেটি সম্পূর্ণ আপনার থাকবে। এই আমূল ফ্র্যাঞ্চাইজি বা Amul Franchise নেওয়ার জন্য আপনাকে মাত্র একবারই বিনিয়োগ করতে হবে এবং লাভ পাবেন অনেকটা।

ভেবে দেখলে দেখা যাবে একটি ব্যবসা শুরু করতে গেলে কয়েক লাখ টাকার প্রয়োজন হয়, কিন্তু এক্ষেত্রে আপনি যদি আমূল কোম্পানি থেকে ফ্রাঞ্চাইজি বা Amul Franchise নেন তাহলে মাত্র ২০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে আপনি ব্যবসা শুরু করে দিতে পারছেন এবং তার থেকে প্রাপ্ত লাভ শুধু আপনি একাই পাচ্ছেন। তাহলে এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে?

পোস্ট অফিসের সাথে ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করার সহজ উপায় শিখে নিন

আপনি যদি ২০ হাজার টাকা দেন তাহলে আমূলের নামে দুধের আউটলেট খুলতে পারবেন আর যদি ৫০ হাজার টাকা দেন তাহলে আমূলের আইসক্রিম স্কুপিং পার্লার থেকে শুরু করে পিজ্জা, স্যান্ডউইচ, হট চকলেট ও অন্যান্য জিনিসপত্র আউটলেট খুলতে পারবেন। এবং আমূল একটি নামি দামি নাম করা ব্র্যান্ড যার থেকে আপনি অতি সহজে আমূলের সমস্ত জিনি বিক্ররি করতে পারবেন।

dragon fruit farming - (ড্রাগন ফল চাষ)

ফ্রাঞ্চাইজি নিয়ে আয় কেমন হবে

আপনি যদি আমূলের আউটলেটের ব্যবসা খোলেন তাহলে প্রতিটি জিনিসের বিক্রির পেছনে বিক্রির জন্য আপনি বড় অংকের কমিশন পাবেন। যেমন একটি দুধের প্যাকেট বিক্রি করলে আপনি ২.৫% কমিশন পাবেন এবং অন্যান্য দুধের পণ্যের জন্য ১০ শতাংশ কমিশন পাবেন। স্যান্ডউইচ, চকলেট ও অন্যান্য দ্রব্য বিক্রির ওপর ৫০ শতাংশ কমিশন পাবেন। আপনি যদি মাসে ১০ লাখ টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনার মাসিক ইনকাম ১ লাখ টাকার উপরে হবে ।

আধুনিক যুগের নতুন ব্যবসার আইডিয়া। 50-50 লাভ হবে। বাড়িতে বসে লাখ টাকা আয়ের সুযোগ।

আপনি নিজের মূলধন দিয়ে কোন ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গে সে ব্যবসা দাঁড় করানো সম্ভব হয় না কিন্তু যেহেতু আমূল কোম্পানি একটি ব্র্যান্ডেড কোম্পানি তাই তার নামে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে খুব সহজেই আপনার লাভ হতে শুরু করবে তাই এই সুযোগ হাতছাড়া না করে আমূলের ফ্রাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করতেই পারেন। এই ব্যাপারে আপনি যদি ইচ্ছুক হন আপনার নিকটবর্তী আমূল কোম্পানির সাথে কথা বলে বিস্তারিত জেনে নিন।
Written by Shampa debnath.

Leave a Comment