বছর পড়তেই বাড়ানো হল পোস্ট অফিসের সুদের হার।

নতুন বছরে সকল প্রকল্পে সুদ বাড়ানো হল পোস্ট অফিসের তরফে।
২০২৩ এর ১ লা জানুয়ারি দেশের নাগরিকদের জন্য এক উপহারের ঘোষণা করা হল পোস্ট অফিসের তরফে। এই মূল্যবৃদ্ধির আবহে স্বল্প সঞ্চয়ের আমানতের ওপরে অর্থাৎ ১ – ৫ বছরের মধ্যবর্তী সকল স্কিমে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। এই নতুন সুদের হার ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত লাগু থাকবে বলে জানানো হয়েছে।

পোস্ট অফিসের নতুন সুদের হার জেনে নিন।

আজ থেকে ১৬৮ বছর আগে ১ লা অক্টোবর ১৮৫৪ সালে দেশে প্রথমবারের জন্য তৎকালীন ক্যালকাটাতে সমগ্র দেশে প্রথমবারের জন্য পোস্ট অফিস স্থাপনা করা হয়েছে। তবে থেকে আজ পর্যন্ত দেশবাসীর সেবায় নিযুক্ত রয়েছে ভারতীয় ডাক বিভাগ। যাকে আমরা চলতি ভাষায় পোস্ট অফিস নাম জানি।

দেশের মানুষের কাছে পোস্ট অফিস পুঁজি বিনিয়োগের সবচেয়ে বেশি সুরক্ষিত জায়গা হয়ে উঠেছে। নিজেদের কষ্টের পুঁজি জমা রাখতে হলে প্রথমেই সকলের মনে পোস্ট অফিসের কথা মাথায় আসে। এই সকল কিছুর মধ্যে নিজেদের সব স্বল্প মেয়াদি স্কিমের সুদের হার বৃদ্ধি করল পোস্ট অফিস। নতুন সুদের হার জেনে নেওয়া যাক।

2023 সালে Fixed Deposit এর সুদের হার ৮% বৃদ্ধি করল এই কেন্দ্রীয় সরকারী ব্যাংক।

পোস্ট অফিসের কোন স্কিমে কত সুদ বাড়লঃ-
১. সেভিংস অ্যাকাউণ্টঃ-
এই সেভিংস অ্যাকাউণ্টে সুদের হারের কোন পরিবর্তন করা হয়নি। নতুন বছরেও সকলে ৪% হারে সুদ পেতে চলেছেন।
২. ফিক্সড ডিপোজিটঃ-
১ বছরের ক্ষেত্রে আগে ৫.৫% থেকে বারিয়ে ৬.৬% করা হয়েছে।
২ বছরের ক্ষেত্রে আগে ৫.৭% থেকে বারিয়ে ৬.৮% করা হয়েছে।
৩ বছরের ক্ষেত্রে আগে ৫.৮ থেকে বারিয়ে ৬.৯% করা হয়েছে।
৫ বছরের ক্ষেত্রে আগে ৬.৭% থেকে বারিয়ে ৭.০% করা হয়েছে।

৩. রেকারিং ডিপোজিটঃ-
এই স্কিমের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।
৪. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমঃ-
এই স্কিমের ক্ষেত্রে ৭.৬% থেকে ৮% করা হয়েছে। এই সুদের হার বৃদ্ধির কারণে দেশের সকল প্রবীণ নাগরিকরা উপকৃত হতে চলেছে।

৫. মান্থলি ইনকাম স্কিমঃ-
এককালীন টাকা জমা করে প্রতিমাসে এক নির্দিষ্ট পরিমাণ টাকা রোজগারের সুযোগ লাভ করা যায় এই স্কিমের মাধ্যমে। সুদের হার বেড়ে ৭.১% হয়েছে। এর আগে সকলে ৬.৭% সুদ পেত।
৬. সুকন্যা সমৃদ্ধি যোজনাঃ-
দেশের সকল মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফে এই স্কিম আনা হয়েছিল। এই স্কিমের ক্ষেত্রেও সুদের হার ৭.৬% রাখা হয়েছে কোন পরিবর্তন করা হয়নি।

৭. প্রভিডেন্ট ফান্ডঃ-
দেশের সকল চাকরিজীবী মানুষদের জন্য এই প্রকল্পের সূত্রপাত। কিন্তু এই সকল জনকল্যাণ মূলক স্কিমেও কোন ধরণের সুদের হার বদলানো হয়নি। ৭.১% হারে সকলকে সুদ প্রদান করা হবে।
৮. ন্যাশনাল সেভিংস স্কিমঃ-
এই স্কিম একটি এককালীন টাকা জমা রাখার সুবিধা এনে দেয় সকলকে। ৬.৮% থেকে বাড়িয়ে ৭% করা হয়েছে।

আর মাত্র 3 দিন, বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়ম, না জানলে বিপদ নিশ্চিত।

৯. কিষান বিকাশ পত্রঃ-
দেশের সকল কৃষকদের জন্য এই প্রকল্প ঘোষণা করা হয়েছে ৭% থেকে বাড়িয়ে ৭.২% করা হয়েছে।
এই সকল স্কিমে পোস্ট অফিসের তরফে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। আরও বিস্তারিত তথ্যে জানতে হলে নিজের নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও আপডেট পাওয়ার জন্য।

Leave a Comment