Android Phone – অ্যান্ড্রোয়েড ফোন নিয়ে আবারও নতুন ফাঁদ! SIM লক না করে রাখলে সব তথ্য চুরি হবে। কীভাবে সতর্ক হবেন?

প্রত্যেকটি Android Phone তথা অ্যান্ড্রয়েড ফোনে লক সিস্টেম রয়েছে। অনেকেই ব্যক্তিগত নিরাপত্তার জন্য ফোন লক করে রাখেন। কিন্ত অনেকে আবার লক না করেই ফোন ব্যবহার করেন। পিনের সাহায্যে সিম কার্ড লক করতে পারবেন। বর্তমানে যে হারে সিম কার্ড জালিয়াতি বাড়ছে তা থেকে নিরাপদ থাকার অন্যতম উপায় সিম কার্ড লক। অ্যান্ড্রয়েড ও আইফোন দু’ জায়গাতেই লক করে রাখার আলাদা উপায় রয়েছে। তবে সিম কার্ড লক করার সময় বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। তা না হলে ব্লক হতে পারে সিম কার্ড।

Active Sim Card Lock System on Android Phone

সিম কার্ড লক করে রাখলে সেটির অপব্যবহার রুখতে পারবেন। আজকাল নানা কৌশলে জালিয়াতির শিকার হচ্ছেন নিরীহ মানুষ। যার মধ্যে একটি সিম কার্ড প্রতারণা। সাইবার জালিয়াতেরা, আপনার সিম কার্ড অন্য (Android Phone) ফোনে লাগিয়ে তাতে আসা ওটিপি চুরি করে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে আপনাকে। তাই নিরাপদ থাকতে কী ভাবে সিম কার্ড লক করবেন জেনে নিন।

ফোনে সিম কার্ড থাকবে এটা জানা কথা। সিম কার্ড না থাকলে (Android Phone) ফোনটি চলবে না। প্রত্যেকটি সিম কার্ড একটি ফোন নাম্বার বহন করে। এই ফোন নাম্বার অনুযায়ী সেই সিমের টেলিকম নেটওয়ার্কে সেই ফোনটিকে শনাক্ত করে৷ সেটা একটি ৫জি ফোন হোক বা একটি বাজেট অ্যান্ড্রয়েড ফোন আপনার সিম কার্ড যদি কখনো চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে টেলিকম অপারেটরের সঙ্গে যোগাযোগ করে ফোনটি লক করতে পারেন।

এই সিম কার্ড চুরি করে কি লাভ হয় ? একজন চোর একটি ফোন থেকে একটি সিম কার্ড সরিয়ে, অন্য একটি ফোনে তা রাখতে পারে৷ সেই ফোন দিয়ে বিভিন্ন অপরাধ মূলক কাজ করতে থাকলে সমস্ত অপরাধের দায় গিয়ে বর্তাবে যার নামে এই সিম কার্ড রয়েছে তার ওপর। তাই খুব সাবধান! চুরি রোধ করতে, অ্যান্ড্রয়েড ফোনে (Android Phone) সিম কার্ড লক নামে একটি অপশন আছে যেটি আপনার সিম কার্ডকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

এই সিম কার্ড লক করার অর্থ হলো যতক্ষণ পর্যন্ত এই সিম কার্ডটি আনলক না করা হবে ততক্ষন টেলিকম পরিষেবাগুলিকে ব্যবহার করা থেকে বাধা দেয়৷ লকটি হল একটি পিন, যা প্রতিবার ফোন (Android Phone) চালু করার সময় অবশ্যই প্রবেশ করাতে হবে, এমনকি যদি সিমটি অন্য ফোনে সরানো হয়। এটি কাউকে সিম আনলক পিন না জেনে কারও ফোনে বা অন্য ফোনে সেই সিম ব্যবহার করতে বাঁধা দেয়৷

কেন আপনি সিম কার্ড লক করবেন অপরাধ ও দুর্নীতি রুখতে এই সিম কার্ড লক খুব দরকার। কারণ স্ক্যামাররা ফোন নিয়ন্ত্রণ করতে, সিম কার্ডের অ্যাক্সেস পেতে সিম ফিশিং ব্যবহার করে, যা সিম সোয়াপিং নামেও পরিচিত। এর জন্য, তারা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অ্যাকাউন্টগুলি থেকে যতটা সম্ভব কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।

ইলেক্ট্রিক বিল নিয়ে আর চিন্তা নেই! ফ্রী বিদ্যুৎ পেতে এখনি প্রধানমন্ত্রীর এই প্রকল্পে আবেদন করুন।

তারপর, তারা সেই গ্রাহকের পরিচয়ে অতিরিক্ত সিম কার্ড নেওয়ার আবেদন জানায়। এছাড়া ওই ব্যক্তির সমস্ত ব্যক্তিগত ডিটেইলস জেনে যায়। তাই ফোন (Android Phone) ব্যবহার করার সাথে সাথে সিম কার্ড লক করুন। অ্যান্ড্রয়েড ফোনে একটি সিম কার্ড লক সক্রিয় করার উপায়। সিম কার্ড লক করতে হলে অপারেটরের দ্বারা সেট করা ডিফল্ট পাসকোডটি প্রবেশ করতে হবে৷

ডিফল্ট সিম পিনটি প্রায়শই ফোনের (Android Phone) সঙ্গে আসা প্যাকেজিংয়ে থাকে, তাই কেউ যখন একটি নতুন সিম পাবেন তখন এটি সেভ করতে ভুলবেন না। সিম কার্ড লক সেট আপ করার আগে, ডিফল্ট পিন জানেন কিনা তা নিশ্চিত করতে হবে। কারণ কিছু ভুল প্রচেষ্টার পরে সেই সিম লক আউট হয়ে যাবে৷

Whatsapp বা হোয়াটসঅ্যাপ
  • প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে চলে যান
  • তারপর সার্চ করুন সিম কার্ড লক।
  • এই অপশনটি পাসওয়ার্ড ও সিকিউরিটি সেটিংস ট্যাবেও থাকতে পারে
  • তারপর সিম কার্ড লকে ট্যাপ করুন
  • এখানে যে সিমটি লক করতে চান সেটি বেছে নিন
  • এবার সিম কার্ড লক করার জন্য একটি পিন দিতে হবে

সিম কার্ড লক করলে জালিয়াতি এড়াতে পারবেন। কারন এই পিন আপনি ছাড়া আর কেউ জানেনা। তবে পিন লক করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। একবার লক হয়ে গেলে পিন ভুলে গেলে সমস্যায় পড়বেন। এছাড়া একবার সিম কার্ড লক হয়ে গেলে ফোন যখনই রিস্টার্ট বা শাট-ডাউন করে চালু করবেন তখন এই পিন দিতে হবে।

নববর্ষে নতুন প্ল্যান লঞ্চ করলো জিও। বিনামূল্যে Netflix পাবেন আপনি।

এমনকী নতুন ফোনে সিম ইনস্টল করলেও পিন দিতে হবে। তবেই কাজ করবে ওই সিম কার্ড। এই অপশনটি সেটিংসে গিয়ে পুনরায় বন্ধও করতে পারবেন। তবে অপরাধ মূলক কাজ থেকে নিজেকে বাঁচাতে ফোন লক করা উচিত। এতে আপনার পক্ষেই ভাল। শুধু সাবধানতা অবলম্বন করে কাজটি করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment