Aadhaar Card Update – আধার কার্ড আপডেট না করলে কোন সমস্যায় পড়তে হবে?
আধার কার্ড (Aadhaar Card Update) এ দেশের নাগরিকদের জন্য একটি গুরত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে কাজ করে। আর্থিক লেনদেন থেকে শুরু করে কোনো জায়গায় বসবাস কিংবা কোনো প্রকল্পের সুবিধা পেতে প্রয়োজন হয় এটির। যদি আধার কার্ড এখনও পর্যন্ত আপডেট না করে থাকেন, শীঘ্রই সকল সুবিধা পাওয়া থেকে বিরত থাকতে হবে।
আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চালু করা হয়েছে। তবে আপনিও কী এই সুবিধা নিচ্ছেন? তাহলে নির্দিষ্ট সময়সীমার পর আর পাবেন না এই সুবিধা। কিংবা প্রকল্পের সুবিধা পাওয়াকালীন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে এই সুবিধা। কেবলমাত্র একটি কাজ, যা না সারলে পাওয়া যাবে না এই সুবিধা। কী সেই কাজ? কিভাবে সারতে হবে?
বাড়িতে একটু খালি জায়গা থাকলেই এই ব্যবসা শুরু করুন, মাসে 50000 টাকা আয় নিশ্চিত।
এর আগে UIDAI এর তরফে জানানো হয়েছিল, যে সকল কার্ড (Aadhaar Card Update) হোল্ডারদের কার্ড 10 বছরের পুরোনো। আগামী 14 জুন, 2023 এই তারিখের মধ্যে আপডেট করে ফেলতে হবে। তাহলে পাওয়া যাবে বিনামূল্যে আপডেটের সুবিধা। এরপর এই কাজ করতে হলে দিতে হবে চার্জ। গতকাল আধার কার্ড আপডেটের সময়সীমা পেরিয়ে গিয়েছে। আপনিও কী আপডেট করতে পারেননি। চিন্তিত হবে না। হাতে পেতে চলেছেন বড়োসড়ো সুযোগ। আধার কার্ড আপডেটের সময়সীমা আরো কয়েক মাস বাড়ানো হল। আপডেটের শেষ তারিখ কবে?
তার আগে জানাই, আধার কার্ড ডকুমেন্টেশন আপডেট (Aadhaar Card Update) কেন করতে নির্দেশ দেওয়া হয়েছে? যে সকল আধার কার্ড ১০ বছর আগে ইস্যু করা হয়েছিল, তাতে নতুন করে কোনো আপডেট করা হয়নি। তাদেরকে আবারও আধার কার্ড আপডেট করতে নির্দেশ দেওয়া হয়েছিল। যার মাধ্যমে ফটো আপডেট, ঠিকানা আপডেট ইত্যাদি করতে হবে। অনেক সময়ই দেখা যায় কাজের সূত্রে বা নানা কারণে কার্ড হোল্ডারদের ঠিকানা পরিবর্তন হয়েছে। আবার অনেক সময় দেখা যায়, চেহারার পরিবর্তন ঘটেছে। সেক্ষেত্রে ভবিষ্যতে কার্ড হোল্ডারদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয়, তাই আধার কার্ড ডকুমেন্টেশন আপডেট করতে বলা হয়েছে।
আধার কার্ড আপডেটের (Aadhaar Card Update) শেষ তারিখ কবে?
এখন অনেকেরই মনে প্রশ্ন থাকবে, কেন বাড়ানো হল আপডেটের সময়সীমা? সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগের ঘোষণা অনুসারে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপডেট করতে গিয়ে, বিশেষত একেবারে অন্তিম মুহূর্তে আপডেট করা ব্যক্তির সংখ্যা প্রচুর পরিমানে ছিল। যার ফলে আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট (my aadhar) কোনমতেই ভালোভাবে ওপেন হচ্ছিল না, অর্থাৎ ডকুমেন্টস আপডেট করার সময় ভালোভাবে আপডেটই হচ্ছিল না। তাই শেষ মুহূর্তে অনেকেই আপডেট করার সুযোগ পাননি।
শাহরুখ খান স্কলারশিপে 1 কোটি 23 লাখ টাকা ঘোষণা, আজই আবেদন করুন।
সেই কারণে UIDAI এর তরফে পূর্বের শেষ তারিখ বাড়িয়ে আরো 3 মাস সময়সীমা প্রদান করা হয়েছে। বর্তমানে আধার কার্ড আপডেটের (Aadhaar Card Update) জন্য আরো 3 মাস সময় রয়েছে কার্ড হোল্ডারদের কাছে। আপডেটের শেষ তারিখ আগামী 14 সেপ্টেম্বর, 2023.
তাই কোনোরকম জালে পা না বাড়িয়ে বাড়িতে বসে বিনামূল্যে আধার কার্ড আপডেটের প্রক্রিয়া সম্পন্ন করুন। পাশাপাশি যেকোনো আধার পরিষেবা কেন্দ্রে গিয়েও এই কাজ সারতে পারেন।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।