Recharge Plan – মোবাইল রিচার্জ এর খরচ কমলো, এবার কম টাকায় মিলবে। নতুন উদ্যোগ ট্রাইয়ের।

Recharge Plan: জুলাই মাস থেকেই ভারতে মোবাইল রিচার্জের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে টেলিকম কোম্পানিগুলি। এই মুহূর্তে মোবাইল রিচার্জ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত শ্রেণির মানুষদের। তবে এবার মধ্যবিত্ত মানুষদের স্বার্থে রিচার্জ নিয়ে বড়সড়ো উদ্যোগ নিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। যাতে এরপর থেকে মোবাইল রিচার্জের খরচ এক ধাক্কায় অনেকটা কমে যেতে চলেছে।

Recharge Plan – রিচার্জ প্ল্যান

কি প্রস্তাব দিয়েছে ট্রাই

আসলে ট্রাই টেলিকম কোম্পানিগুলিকে অনুরোধ জানিয়েছে, যাতে তারা ডেটা প্যাক ছাড়াই শুধুমাত্র ভয়েস কলিংয়ের রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনে। TRAI-এর মতে, এই পদক্ষেপ গ্রহণ করলে গ্রাহকদের রিচার্জ খরচ কমবে। যারা আত দাম দিয়ে রিচার্জ করতে পারছে না সেই সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখে ট্রাই এর এই নতুন পদক্ষেপ।

কেন এই সিদ্ধান্ত

বর্তমানে বাজারে প্রায় সব রিচার্জ প্ল্যানই বান্ডিল প্যাকেজ হিসেবে আসে। এই প্ল্যানগুলিতে ডেটা, ভয়েস কল, এসএমএস এবং ওটিটি প্যাকেজের সুবিধা থাকে। কিন্তু এই বান্ডিল প্ল্যান অনেক গ্রাহকের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়। বিশেষ করে যারা শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস ব্যবহার করেন, তাদের জন্য এই বান্ডিল প্যাকের অতিরিক্ত সুবিধাগুলি অপ্রয়োজনীয় এবং এর জন্য তাদের বাড়তি টাকা খরচ করতে হয়।

বান্ডিল প্ল্যানের অসুবিধা

ভারতে এখনও অনেক গ্রাহক আছেন যারা স্মার্টফোন ব্যবহার করেন না এবং শুধুমাত্র কি-প্যাড ফোন ব্যবহার করেন। তারা ডেটা বা ওটিটি সুবিধা ব্যবহার করেন না, কিন্তু তারপরেও তাদের কেও এই বান্ডিল প্যাকেজের জন্য টাকা দিতে হয়। বর্তমানে দেশের প্রধান তিনটি টেলিকম কোম্পানি সব গ্রাহকদের জন্য বান্ডিল প্ল্যান অফার করছে। এমনকি সস্তা প্ল্যানগুলিতেও ডেটা সুবিধা জুড়ে দেওয়া হয়, যা কি-প্যাড ফোন ব্যবহারকারীদের জন্য অপ্রয়োজনীয়। এই পরিস্থিতিতে ট্রাইয়ের প্রস্তাব কার্যকর হলে, এসব গ্রাহকরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন।

আগের ভাউচার প্ল্যানগুলি ফিরিয়ে আনার প্রস্তাব

TRAI তাদের প্রস্তাবে স্মরণ করিয়ে দিয়েছে যে, কিছু বছর আগে পর্যন্ত বিভিন্ন পরিষেবার জন্য আলাদা আলাদা রিচার্জ প্ল্যান বাজারে পাওয়া যেত। তখন ভয়েস কলের জন্য লাল রঙের ভাউচার এবং কম্বো প্ল্যানের জন্য নীল রঙের ভাউচার পাওয়া যেত। ট্রাইয়ের চায়, টেলিকম কোম্পানিগুলি সেই ধরণের ভাউচার প্ল্যানগুলি আবার ফিরিয়ে আনুক।

আরও পড়ুন, BSNL গ্রাহকদের সুখবর। বেড়ে গেল ইন্টারনেট এর গতি। শুধু এই কাজ করুন

কবে থেকে সুবিধা চালু হবে

ট্রাই এই বিষয়ে একটি কনসালটেশন পেপার প্রকাশ করেছে এবং সাধারণ মানুষের মতামত ও পরামর্শ চেয়েছে। ১৬ অগস্ট পর্যন্ত সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারবেন এবং ২৩ অগস্ট পর্যন্ত সেই মতামতের ওপর প্রস্তাব দেওয়া যাবে। দুই পক্ষের মতামত বিবেচনা করে ট্রাই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।

কি লাভ হবে এতে

এই উদ্যোগ সফল হলে, বাজারে আরও সাশ্রয়ী এবং প্রয়োজনমাফিক রিচার্জ প্ল্যান পাওয়া যাবে, যা মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকদের আর্থিক বোঝা কমাবে। TRAI-এর এই পদক্ষেপ গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক এবং সাশ্রয়ী পরিষেবা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। এই সমস্ত খবর পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন, যাতে সমস্ত দরকারি খবর সবার আগে আপনার কাছে যায়।
Written by Nabadip Saha.

Leave a Comment