JM Sethia Merit Scholarship – এই স্কলারশিপের মধ্যমে পড়ুয়ারা পাবে 12000 টাকা, দেখেনিন আবেদন পদ্ধতি

JM Sethia Merit Scholarship: যে সমস্ত মেধাবী ও দুঃস্থ ছাত্রছাত্রী রয়েছে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য শুধু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার নয়, অনেক বেসরকারি প্রতিষ্ঠানও স্কলারশিপের ব্যাবস্থা করেছেন। এইসব স্কলারশিপের মাধ্যমে, এ সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা করার অনেকটাই সুযোগ পেয়ে থাকেন। একটি বেসরকারি স্কলারশিপ প্রতিষ্ঠান হল জে এম সেঠিয়া ম্যারিট স্কলারশিপ। স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়ারা বারো হাজার টাকা পেয়ে যাবেন। কারা এই স্কলারশিপের টাকা পাবেন ? কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু জানানো হচ্ছে প্রতিবেদনের মাধ্যমে।

JM Sethia Merit Scholarship – জে এম সেঠিয়া ম্যারিট স্কলারশিপ

যোগ্যতা

নিন্মলিখিত শর্তগুলো পূরণ করলে JMS Trust Scholarship এ আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা।১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারী কে পশ্চিমবঙ্গের যেকোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।

৩) নবম শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন জানাতে পারবেন।
৪) পড়ুয়াকে এই স্কলারশিপ পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে ৭৫ শতাংশ, স্নাতক ডিগ্রিতে ৬৫% এবং প্রফেশনাল কোর্স এর ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে।
৫) পরিবারের বার্ষিক আয় ১.২ লাখ টাকার মধ্যে হতে হবে।
উপরিউক্ত এই শর্তগুলো মানলে তবেই এই স্কলারশিপ এ আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

স্কলারশিপের অনুদানের পরিমাণ

জেএমএস চ্যারিটেবল ট্রাস্ট বিভিন্ন কোর্সে পাঠরত পড়ুয়ারা নিম্নলিখিত পরিমাণ বৃত্তি প্রদান করে থাকে।
১) IX ও X ক্লাসে পাঠরত পড়ুয়াদের প্রতিবছর ৪,৮০০ টাকা দেওয়া হয়ে থাকে।
২) একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রত্যেক বছর ৬,০০০ টাকা বৃত্তি দিয়ে থাকে JMS Trust।

৩) বিএ, বিএসসি ও বিকম কোর্সে পাঠরত শিক্ষার্থীদের ফি বছর ৭,২০০ টাকা বৃত্তি দেওয়া হয়।
৪) এমএ, এমএসসি ও এমকম এ পাঠরত বিদ্যার্থীদের প্রত্যেক বছর ৮,৪০০ টাকা এবং
৫) Medical, Engineering, Pharmacy, Law ইত্যাদি প্রফেশনাল কোর্সে পাঠরত স্টুডেন্টদের প্রত্যেক বছর ১২,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে উক্ত সংস্থার তরফে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আবেদনকারীর আধার কার্ড।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • বর্তমান পাঠরত কোর্সের পূর্বের শ্রেণীর মার্কশীট।
  • BPL Card (If Any)।
  • জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
  • উপযুক্ত সরকারি আধিকারিক প্রদত্ত পরিবারের বাৎসরিক ইনকামের প্রমাণপত্র।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।

আরও পড়ুন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আপডেট! কবে হাতে টাকা পাবে পড়ুয়ারা?

আবেদন পদ্ধতি

এই স্কলারশিপ এ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইট ওপেন করুন। এরপর আবেদন পত্র প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করুন এবং এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিন।
JM Sethia Charitable Trust, Biplabi Rash Behari Basu Road, Kolkata, 700001
এই মুহূর্তে যারা এই প্রকল্পে আবেদনের জন্য ইচ্ছুক রয়েছে তারা অতি শীঘ্রই আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করুন।
এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.

Leave a Comment