Employment: কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার জনসাধারণের সার্বিক উন্নয়ন সাধনে বিভিন্ন রকম জনদরদী প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্প গুলোর মাধ্যমে দেশের এবং রাজ্যের মানুষ অনেকটাই আর্থিক সহায়তা পেয়েছেন। বর্তমানে বেকারত্ব একটি নিত্যদিনের ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষিত যুব সমাজ যে হারে বেড়ে চলেছে সেই হারে চাকরি সংস্থানের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর ফলে একটা সময় সে সমস্ত বেকার যুবক-যুবতীদের মানসিক বল কোন একটা জায়গায় গিয়ে ভেঙ্গে যাচ্ছে।
Employment – কর্মসংস্থান
তাদের মানসিক শক্তি জাগ্রত করার জন্য এবং আত্মনির্ভরশীল করে তোলার জন্য রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন উৎসাহ মূলক প্রকল্পের সূচনা করেছেন। তার মধ্যে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প অন্যতম। এছাড়াও কেন্দ্রীয় সরকার কর্তৃক যুবকদের স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা ইত্যাদি।
ইতিমধ্যেই অনেক যুবক-যুবতী এ সমস্ত প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান পেয়ে থাকেন। তবে যারা এখনো পর্যন্ত এই প্রকল্প গুলোর সম্পর্কে অবগত নন তাদের জন্য আরেকবার এ প্রকল্প গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। একে একে জানানো হলো প্রকল্প গুলোতে কিভাবে আবেদন করবেন ? এই যুবশ্রী প্রকল্পর মাধ্যমে কি সুবিধা পাবেন এবং কত টাকা আর্থিক অনুদান পাবেন?
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা
কেন্দ্রীয় সরকার কর্তৃক এই যুবশ্রী প্রকল্প চালু হয়েছিল ২০১৫ সালের জুলাই মাসে। এই প্রকল্পের সূচনা হওয়ার প্রধান লক্ষ্য ছিল দেশের যুবকদের আত্মনির্ভরশীল করে তোলা। যার নাম প্রধানমন্ত্রী যুব প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়। সে সমস্ত প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা সার্টিফিকেট পেয়ে থাকেন সেই সার্টিফিকেটের যোগ্যতা অনুসারে বিভিন্ন কর্ম ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায়। যদি সেই সার্টিফিকেটের মাধ্যমে কোন ব্যবসা শুরু করতে চায় সেটাও তারা করতে পারেন।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
কেন্দ্রীয় সরকার কর্তৃক একটি অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হল প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা। এটিও সূচনা হয় ২০১৫ সালে। দেশের যে হারে বেকারত্বের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে সেই বেকারত্বের সমস্যা একটু লাঘব করার জন্যই কেন্দ্রীয় সরকার প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের যুবকদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা দেওয়া হয়। এমন অনেক পরিবার রয়েছে।
যে সমস্ত পরিবারের শিক্ষিত যুবক-যুবতীরা ব্যবসা করতে চাইলেও পরিবারের অর্থনৈতিক পরিকাঠামো ততটা উন্নত না হওয়ার জন্য ব্যবসা করা সম্ভবপর হয়ে ওঠে না। কারণ ব্যবসা করার জন্য প্রধান স্তম্ভ হল মূলধন। সেই কারণেই কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা মাধ্যমে যুবকদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এই ঋণ নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং ব্যবসার মাধ্যমে লাভ উঠিয়ে সেখান থেকে ঋণ শোধ করতে পারবেন।
এই ঋণ আবার তিনটে ভাগ করা হয়েছে। আবেদনকারীদের সবাইকে যে ১০ লক্ষ টাকা ঋণ নিতে হবে এরকম কোন ব্যাপার নেই। কেউ যদি ছোটখাটো ব্যবসা শুরু করতে চায় তিনি অল্প পরিমাণের ঋণ নিতেও পারে। ঋণের পরিমাণের ওপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
১) শিশু ঋণ- এর মাধ্যমে ঋণগৃহীতাকে ৫০০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
২) কিশোর ঋণ- এর মাধ্যমে ঋণগৃহীতাকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
৩) তরুণ ঋণ- এর মাধ্যমে ঋণগৃহীতাকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
আপনি আপনার সুবিধা অনুযায়ী ঋন নিতে পারবেন।
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা
কেন্দ্রীয় সরকারের আরেকটি অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনা। এই প্রকল্পটি ২০২০ সালে কেন্দ্রীয় সরকার সূচনা করেন। আমরা প্রায়শই দেখে থাকি বড় বড় রাস্তার দু’ধারে অনেক ফুটপাত ব্যবসায়ী রয়েছে যারা সেই ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। এই প্রকল্পটি সে সমস্ত ফুটপাতের বিক্রেতাদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য সূচনা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে একজন ফুটপাত ব্যবসায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ফুটপাত ব্যবসায়ীকে একবারে ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হবে না।
এই ৫০ হাজার টাকা তিনটি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তিতে আবেদনকারীকে ১০ হাজার টাকা ঋণ দেওয়া হবে। টাকা দিয়ে ব্যবসা করে ১২ মাস পরে ১০ হাজার টাকা শোধ করার পরে দ্বিতীয়বারের কিস্তিতে ২০ হাজার টাকা দেওয়া হবে। এ দ্বিতীয় কিস্তির টাকাও ব্যবসা করার মাধ্যমে এক বছরের মধ্যে শোধ করতে হবে তাহলে তিনি তৃতীয়বারের বড় কিস্তি পাবেন। তৃতীয়বারে আবেদনকারীকে ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হবে। তাই বর্তমানে যারা এই মুহূর্তে বেকার শিক্ষিত হয়ে ঘরে বসে আছেন এদিকে হাতে অর্থ না থাকার জন্য কোন ব্যবসাও শুরু করতে পারছেন না।
আরও পড়ুন, রাজ্য সরকারের নতুন প্রকল্প, আবেদন মাত্র প্রতি মাসে পাবেন 1,500 টাকা এখুনি আবেদন করুন
তাদের জন্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলো খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। একজন বেকার শিক্ষিত যুবককে আলোর দিশা দেখাতে এবং নিজের পায়ে দাঁড়িয়ে আত্মনির্ভরশীল হওয়ার এই প্রচেষ্টাকে স্বাগত জানানোর জন্য কেন্দ্রীয় সরকারি প্রকল্প গুলি অন্যান্য ভূমিকা পালন করে আসছে। আপনিও যদি এমনই কোন প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান দিয়ে ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে ইচ্ছুক হন তাহলে এই প্রকল্পগুলোতে আবেদন করে প্রকল্পগুলির সুবিধা গ্রহণ করুন এবং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন।
Written by Shampa Debnath.