SBI এর গ্রাহকদের জন্য বড় খবর SBI দিচ্ছে লোন অর্থাৎ SBI Personal Loan. SBI হলো দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাংক। দেশের বেশিরভাগ মানুষই এই ব্যাংকের উপর নির্ভরশীল। কারণ এস বি আই ব্যাংক যেমন বিভিন্ন ফিক্সড ডিপোজিট স্কিম এনেছেন এবং তাতে সুদের হারও অনেকটাই বেশি রাখা হয়েছে শুধু তাই নয়, এস বি আই ব্যাংকে টাকা রাখতে সাধারণ মানুষ অনেকটাই সুরক্ষিত মনে করেন।
How to Get Instant SBI Personal Loan
এসবিআই ব্যাংক শুধু যে টাকা জমানোর ক্ষেত্রে বিভিন্ন স্কিম চালু করেছেন তা নয়, এই ব্যাংক অল্প সুদে লোনের বা SBI Personal Loan ব্যবস্থা করেছে। যেহেতু সারা দেশে SBI ব্যাংকের গ্রাহকের সংখ্যা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেকটাই বেশি তাই স্টেট ব্যাংকের যেকোনো ভালো পরিষেবা আসলে সবচেয়ে উপকৃত হয় গ্রাহকরা। আজকের এই প্রতিবেদনে এসবিআই এর একটি দুর্দান্ত স্কিম নিয়ে আলোচনা করা হবে।
আপনার যদি কোন লোনের প্রয়োজন থাকে তাহলে এ প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন এবং এই লোন বা SBI Personal Loan সম্পর্কে সমস্ত তথ্য জানুন। একজন ব্যক্তি যত টাকাই উপার্জন করুক না কেন অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বাড়ি করার জন্য কিংবা গাড়ি কেনা, পড়াশোনা করার ক্ষেত্রে অথবা ব্যবসা-বাণিজ্য কিংবা চিকিৎসার কারণে টাকার প্রয়োজন হয়।
একসাথে এতগুলো টাকা অনেক ব্যক্তির জোগাড় করা সম্ভবপর হয়ে ওঠেনা তাই তখনই বিভিন্ন ব্যক্তি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে লোনের খোঁজ করে থাকেন। যদিও অনেকেই লোন নিতে গেলে প্রথমে একটু ভীত বা পিছুপা হন কারণ লোন নেওয়া অনেকেই ঝুঁকির কারণ মনে করেন। তবে এসবিআই এমন একটি সুযোগ দিচ্ছে যেখানে আপনি কোন রকম গ্যারেন্টার ছাড়াই খুব সহজেই লোন বা SBI Personal Loan পেয়ে যাবেন।
শুধু তাই নয় আপনি মাত্র ১৫ মিনিটের মধ্যেই ইনস্ট্যান্ট লোন বা SBI Personal Loan পেয়ে যেতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন যে লোন দেওয়ার জন্য প্রকল্প চালু করা হয়েছে সেটি মূলত ব্যবসায়িক ক্ষেত্রে। ক্ষুদ্র ও মাঝারি যেকোনো ধরনের ব্যবসা শুরু করার জন্য বা ব্যবসা সম্প্রসারণ এর জন্য এই লোন দেওয়া হয়ে থাকে।
জানা যাচ্ছে, ‘MSME সহজ’ ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই গ্রাহকদের যে জিএসটি রেজিস্টার করা চালান রয়েছে তার ওপর ভিত্তি করেই মাত্র ১৫ মিনিটে লোন দেওয়া হচ্ছে। আপনি একবারে এক লক্ষ টাকা পর্যন্ত লোন বা SBI Personal Loan পেতে পারেন। তবে এখানেই একটা কথা বলার রয়েছে যে কোন ক্ষুদ্র বা মাঝারি ব্যবসার মালিক সহজে এই লোনের জন্য আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন, পোস্ট অফিসের নতুন স্কিম গ্রাম সন্তোষ, অল্প কিছু বিনিয়োগ করে মোটা টাকা মেয়াদ
এই লোনের বা SBI Personal Loan জন্য আবেদন করতে হলে ক্ষুদ্র বা মাঝারি ব্যবসার উদ্যোক্তা যারা আছেন তাদের জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে। তাই যেসব ব্যবসায়ী উদ্যোক্তাদের এই জিএসটি রেজিস্ট্রেশন করা রয়েছে তারা খুব সহজেই YONO অ্যাপের মাধ্যমে লোনের জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়াও যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে।
তারাও এই প্রকল্পের মধ্য দিয়ে মাত্র ১৫ মিনিটে এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। আপনি যদি বর্তমানে ব্যবসা করার জন্য লোনের খোঁজ করছেন তাহলে উপরে উক্ত শর্ত অনুযায়ী আপনার নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ এ গিয়ে এই লোনের বা SBI Personal Loan স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন এবং নিজ দায়িত্বে লোন নিন। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের এই পেজে।
Written by Shampa Debnath.