Petrol Price – পেট্রোল ও ডিজেলের দাম কমলো, কোথায় কত জেনে নিন।

প্রতিনিয়ত যে হারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ জনসাধারণের পকেটে অনেকটাই চাপ বাড়তে দেখা যায়। আর এই পেট্রোল বা Petrol Price ডিজেলের দাম যে হারে বাড়ছে তাতে মাসিক খরচের খাতায় এই পেট্রোল-ডিজেলের জন্য বরাদ্দ টাকা দিন দিন বেরিয়ে চলছে। তবে আজকের প্রতিবেদনে সেই সমস্ত ব্যক্তিদের জন্য খুশির খবর এটাই যে পেট্রোল ডিজেলের মূল্য অনেক আংশিক কমে গিয়েছে।

Diesel and Petrol Price Today in Your Cities

দেখে নেওয়া যাক আপনার শহরে এই মুহূর্তে এখন পেট্রোল বা Petrol Price ডিজেলের দাম কত পড়ছে? সবে মাত্র শেষ হয়েছে লোকসভা নির্বাচন আর লোকসভার নির্বাচন শেষ হওয়ার আগে থেকেই জনসাধারণের ভাবনা ছিল, ভোটের রেজাল্ট বেরোনোর পরে কোন কোন দ্রব্যের দাম কমতে পারে সে দিকে তাকিয়ে ছিল প্রত্যেকটি মানুষ।

পেট্রোল বা Petrol Price ডিজেলের দাম কমার আশঙ্কাই করছিলেন সাধারণ মানুষ আর সেটাই সত্যি হলো লোকসভার নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে। অনেক না কমলেও কিছু শতাংশ কমেছে পেট্রোল ডিজেলের দাম জেনে নেওয়া যাক, ১০ই জুন, ২০২৪ দেশের কোথায় কত পেট্রোল ও ডিজেলের দাম কমেছে?

দিল্লীতে পেট্রোলের দাম বা Petrol Price চলছে লিটার প্রতি ৯৪.৭২ টাকা এবং ডিজেলের দাম ৮৭.৬২ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোল ও ডিজেলেের দাম যথাক্রমে ১০৩.৯৪ টাকা এবং ৯০.৭৬ টাকা। মুম্বইতে ১০ই জুন, ২০২৪, ১ লিটার পেট্রোলের ১০৪.২১ টাকা এবং ডিজেলের দাম ৯২.১৫ টাকা প্রতি লিটার এখন মুম্বাইতে পেট্রোল ও ডিজেলের দাম চলছে এতো।

আরও পড়ুন, আধার কার্ডের নতুন ভার্সন চালু নতুন কিছু যুক্ত হলো, মোবাইল থেকে ডাউনলোড করুণ।

এছাড়া চেন্নাইতে আজকে পেট্রোলের দাম বা Petrol Price একশো টাকা পঁচাত্তর পয়সা প্রতি লিটার, এবং ডিজেলের মূল্য ৯২.৩৪ টাকা প্রত্যেক লিটার। চন্ডীগড়ে ১০ই জুন প্রতি লিটার পেট্রোলের দাম চুরানব্বই টাকা চব্বিশ পয়সা এবং প্রত্যেক লিটার ডিজেলের মূল্য ৮২.৪০ টাকা। পেট্রোল ও ডিজেলের দাম আগে থেকে অনেক টাই কমেছে।

Aadhaar Card Update - (নতুন করে আধার কার্ড)

লোকসভা ভোটের পরপরই পেট্রোল বা Petrol Price ডিজেলের দামের হ্রাস মধ্যবিত্তদের পকেট অনেকটাই হালকা করবে সেটা বলার অপেক্ষা রাখেনা। পেট্রোল ও ডিজেলের মূল্য কমায় অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষজন। এই সমস্ত দরকারি খবর সবার আগে আপনার কাছে যাবে, তার জন্য আমাদের ওয়েবসাইড টিতে চোখ রাখুন আপনার দরকার লাইতে পারে।
Written by Shampa Debnath.

Leave a Comment